WBSSC Group C & D 2025: গুরুত্বপূর্ণ Science GK প্রশ্ন ও উত্তর (Bengali) - সেট ১
WBSSC Group C ও Group D 2025 পরীক্ষায় বিজ্ঞান (Science) অংশটি সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আমরা নিয়ে এসেছি Science GK প্রশ্ন ও উত্তর – সেট ১, যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানসহ মাধ্যমিক স্তরের গুরুত্বপূর্ণ সমস্ত বিজ্ঞানভিত্তিক প্রশ্ন সহজ ভাষায় ব্যাখ্যাসহ তুলে ধরা হয়েছে।
এই প্রশ্নোত্তরগুলি WBSSC ছাড়াও Railway, SSC, Police, PSC এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সমানভাবে সহায়ক হবে। নিয়মিত অনুশীলন করুন এবং আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান।
WBSSC Group C & D 2025 Science GK - 1
প্রশ্নঃ ফসফরাসের পারমাণবিকতা কত?
উত্তরঃ ফসফরাসের পারমাণবিকতা হল ৪ (চতুর্পরামাণবিক)।
প্রশ্নঃ আর্নেস্ট রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার জন্য প্রায় কত পুরু সোনার পাত ব্যবহার করেছিলেন?
উত্তরঃ প্রায় ১০০০টি পরমাণু পুরু সোনার পাত ব্যবহার করেছিলেন।
প্রশ্নঃ বেরিলিয়ামে কতগুলি প্রোটন থাকে?
উত্তরঃ বেরিলিয়ামে ৪টি প্রোটন থাকে।
প্রশ্নঃ কোনো বস্তুর ধনাত্মক আধান থাকলে এর অর্থ কী?
উত্তরঃ এর অর্থ হল ইলেকট্রনের চেয়ে প্রোটনের পরিমাণ বেশি।
প্রশ্নঃ তৃতীয় কক্ষপথ বা M স্তরে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে?
উত্তরঃ M স্তরে সর্বাধিক ১৮টি ইলেকট্রন থাকতে পারে।
প্রশ্নঃ মানুষের দেহ থেকে বর্জ্য পদার্থ বের করার জন্য কোন পেশি দায়ী?
উত্তরঃ "স্প্রিংটার পেশি" দায়ী।
প্রশ্নঃ প্লাটিহেলমিন্থিস পর্বের প্রাণীদের কোনো বিশেষ রেচন কোষ থাকে, তার নাম কী?
উত্তরঃ সেই কোষের নাম হল ফ্লেম সেল বা শিখা কোষ।
প্রশ্নঃ মূত্রের হলুদ রঙের জন্য কোন রাসায়নিকটি দায়ী?
উত্তরঃ মূত্রের হলুদ রঙের জন্য "ইউরোবিলিন" দায়ী।
প্রশ্নঃ গয়টার রোগে কোন গ্রন্থি বড় হয়ে গলার সামনে ফোলা দেখা যায়?
উত্তরঃ "থাইরয়েড গ্রন্থি" বড় হয়ে যায়।
প্রশ্নঃ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
উত্তরঃ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হল "যকৃৎ"।
প্রশ্নঃ কোন গ্রন্থি কর্টিসল নামক স্ট্রেস হরমোন উৎপন্ন করে?
উত্তরঃ "অ্যাড্রিনাল গ্ল্যান্ড" (কর্টেক্স অঞ্চল) কর্টিসল হরমোন উৎপন্ন করে।
প্রশ্নঃ মানবদেহের কোন অংশ বা গ্রন্থি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ মস্তিষ্কের অংশ "হাইপোথ্যালামাস" দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
প্রশ্নঃ কোন গ্রন্থি চোখ থেকে অশ্রু নিঃসরণ করে?
উত্তরঃ চোখ থেকে অশ্রু নিঃসরণ করে "ল্যাক্রিমাল গ্ল্যান্ড"।
প্রশ্নঃ জিহ্বার পিছনে শ্বাসনালীর উপরে অবস্থিত পাতার মতো আকৃতির তরুণাস্থি নির্মিত টুকরোকে কী বলা হয়?
উত্তরঃ একে "এপিগ্লটিস" বলা হয়, যা খাবারকে শ্বাসনালীতে ঢুকতে বাধা দেয়।
প্রশ্নঃ নির্দিষ্ট কোনো খাবারে গ্লাইসেমিক সূচক (GI) ৭০ থেকে ১০০ হলে, সেই খাবারের ধরণ কী হবে?
উত্তরঃ এটি উচ্চ GI যুক্ত খাবার হবে।
প্রশ্নঃ দুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোটিন উপাদান কোনটি?
উত্তরঃ "কেসিন" হল দুধের প্রধান প্রোটিন উপাদান।
প্রশ্নঃ আমাদের শরীরের প্রধান শক্তি উৎস কোনটি?
উত্তরঃ প্রধান শক্তি উৎস হল "কার্বোহাইড্রেট"।
প্রশ্নঃ বৃহদান্তে উপস্থিত ব্যাকটেরিয়া কোন ভিটামিন সংশ্লেষ করে?
উত্তরঃ ভিটামিন K (এবং কিছু বি-কমপ্লেক্স ভিটামিন) সংশ্লেষ করে।
প্রশ্নঃ ক্যালসিয়াম শোষণে কোন ভিটামিন সাহায্য করে?
উত্তরঃ "ভিটামিন D" ক্যালসিয়াম শোষণে সাহায্য করে।
প্রশ্নঃ খাদ্যের হজম আমাদের শরীরে কোন অংশ থেকে শুরু হয়?
উত্তরঃ খাদ্যের হজম মুখবিবর থেকে শুরু হয়।
প্রশ্নঃ পেপসিন নামক পাচক এনজাইমটি কোন্ অঙ্গে উৎপাদিত হয়?
উত্তরঃ এটি 'পাকস্থলী'তে উৎপাদিত হয়।
প্রশ্নঃ কোন অঙ্গ থেকে ইনসুলিন নিঃসরণ হয়?
উত্তরঃ 'অগ্ন্যাশয়' (আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স-এর বিটা কোষ) থেকে ইনসুলিন নিঃসৃত হয়।
প্রশ্নঃ সূর্যের শক্তির প্রধান উৎস কী?
উত্তরঃ সূর্যের শক্তির প্রধান উৎস হল "নিউক্লিয়ার ফিউশন" (হাইড্রোজেন থেকে হিলিয়াম)।
প্রশ্নঃ জার্মান সিলভার তৈরি করতে কোন উপাদানগুলো দরকার লাগে?
উত্তরঃ তামা, দস্তা, এবং নিকেল দরকার লাগে।
প্রশ্নঃ অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী?
উত্তরঃ সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড দায়ী।
প্রশ্নঃ বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?
উত্তরঃ বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হল প্রায় ৭৮.০৯%।
প্রশ্নঃ মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ (Organ) কোনটি?
উত্তরঃ ত্বক বাদ দিলে সবচেয়ে বড় অঙ্গ হল যকৃৎ।
প্রশ্নঃ কিসের অভাবের জন্য আমরা দুধকে এখনো সুষম খাদ্য বলতে পারি না?
উত্তরঃ ভিটামিন সি এবং আয়রন-এর অভাবের জন্য।
প্রশ্নঃ স্যাকারিন কী দিয়ে তৈরি হয়?
উত্তরঃ স্যাকারিন 'টলুইন' থেকে তৈরি হয়।
প্রশ্নঃ কিলোওয়াট ঘন্টা (kWh) কিসের একক?
উত্তরঃ এটি 'শক্তির' বা বিদ্যুতের বাণিজ্যিক একক।
প্রশ্নঃ স্পঞ্জ কী?
উত্তরঃ স্পঞ্জ হল 'জীবদেহ' (পরিফেরা পর্বভুক্ত প্রাণী)।
প্রশ্নঃ গরুর দুধ কোন ভিটামিনে বেশি পরিমাণে সমৃদ্ধ?
উত্তরঃ গরুর দুধ 'ভিটামিন বি' সমৃদ্ধ।
প্রশ্নঃ 'অ্যাথলিটস ফুট' (Athlete's Foot) কার দ্বারা সৃষ্ট?
উত্তরঃ এটি ছত্রাক (ফাঙ্গাস) দ্বারা সৃষ্ট।
প্রশ্নঃ বাতাসের শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় কত?
উত্তরঃ বাতাসের শব্দের বেগ প্রায় '৩৩৫ মিটার/সেকেন্ড'।
প্রশ্নঃ রকেট কোন নীতির উপর কাজ করে?
উত্তরঃ রকেট 'নিউটনের তৃতীয় গতিসূত্র' এবং ভরবেগের সংরক্ষণ নীতির উপর কাজ করে।
প্রশ্নঃ পরীক্ষাগারে প্রথম কোন জৈব রাসায়নিক যৌগ প্রস্তুত করা হয়?
উত্তরঃ ইউরিয়া।
প্রশ্নঃ ক্যালসিয়াম কার্বোনেট-এ ক্যালসিয়ামের পরিমাণ কত?
উত্তরঃ ৪০%।
প্রশ্নঃ কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবথেকে বেশি?
উত্তরঃ শব্দের গতিবেগ কঠিন (কাঠ) মাধ্যমে সবথেকে বেশি।
প্রশ্নঃ আরএনএ (RNA)-এর সম্পূর্ণ রূপ কী?
উত্তরঃ আরএনএ-এর সম্পূর্ণ রূপ হল রাইবো নিউক্লিক অ্যাসিড।
প্রশ্নঃ ব্যারোমিটারের আবিষ্কারকর্তা কে?
উত্তরঃ ব্যারোমিটারের আবিষ্কারকর্তা হলেন টরিসেলি।
প্রশ্নঃ ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ কমে যায়, তাহলে আবহাওয়ার কী পরিবর্তন হবে?
উত্তরঃ হঠাৎ কমে গেলে খুব ঝড় হওয়ার সম্ভাবনা থাকে।
আরও পড়ুনঃ
✅ ভারতের জাতীয় কংগ্রেস প্রশ্ন ও উত্তর
✅ ভারত ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের উপনাম ও প্রকৃত নাম


Please do not enter any spam link in the comment box.