ভারতের জাতীয় কংগ্রেস প্রশ্ন ও উত্তর | Indian National Congress GK in Bengali
ভারতের স্বাধীনতা সংগ্রাম ও আধুনিক রাজনৈতিক ইতিহাসে ভারতের জাতীয় কংগ্রেস (Indian National Congress) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন অধিবেশন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আন্দোলন এবং নেতৃবৃন্দ—প্রতিটি অধ্যায়ই ভারতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ।
এই ব্লগ পোস্টে আমরা জাতীয় কংগ্রেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহজ ভাষায় তুলে ধরেছি, যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার (WBCS, WBPSC, SSC, Rail, Banking, Police ইত্যাদি) প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে। অতীতের প্রশ্নপত্রে বহুবার যে প্রশ্নগুলো এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা রয়েছে, সেগুলোও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চলুন দেখে নেওয়া যাক Indian National Congress–এর প্রতিষ্ঠা, গুরুত্বপূর্ণ অধিবেশন, নেতৃবৃন্দ ও ইতিহাস ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর—
সমস্ত প্রশ্নের উত্তর নিচে একত্রে দেওয়া হয়েছে। আপনারা প্রথমে নিজে চেষ্টা করে দেখুন, তারপর সঠিক উত্তরগুলোর সঙ্গে মিলিয়ে নিন।
ভারতের জাতীয় কংগ্রেস প্রশ্ন ও উত্তর
১. কংগ্রেস শব্দের আক্ষরিক অর্থ কী?
A. দেশের নেতৃত্ব
B. জনগণের সমাবেশ
C. রাজনৈতিক সম্মেলন
D. দলবদ্ধতা
২. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
A. লর্ড লিটন
B. লর্ড রিপন
C. লর্ড ডাফরিন
D. লর্ড কার্জন
৩. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা জনক কাকে বলা হয়?
A. উমেশ চন্দ্র ব্যানার্জী
B. দাদাভাই নওরজি
C. অ্যালান অক্টাভিয়ান হিউম
D. মহাত্মা গান্ধী
৪. ১৯৩৮ সালের হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?
A. জওহরলাল নেহেরু
B. ড. রাজেন্দ্র প্রসাদ
C. সুভাষচন্দ্র বসু
D. মহাত্মা গান্ধী
৫. ১৮৮৬ সালে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতি ছিলেন?
A. বদরুদ্দিন তৈয়বজি
B. দাদাভাই নওরজি
C. অ্যালান অক্টাভিয়ান হিউম
D. উমেশ চন্দ্র ব্যানার্জী
৬. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী সদস্যরা পুনরায় মিলিত হন?
A. সুরাট অধিবেশন (১৯০৭)
B. লখনৌ অধিবেশন (১৯১৬)
C. কলকাতা অধিবেশন (১৯১৭)
D. কানপুর অধিবেশন (১৯২৫)
৭. কংগ্রেস কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজ'-এর দাবি করেছিল?
A. কলকাতা অধিবেশন (১৯০৬)
B. নাগপুর অধিবেশন (১৯২০)
C. লাহোর অধিবেশন (১৯২৯)
D. বোম্বে অধিবেশন (১৯৪২)
৮. ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন?
A. জওহরলাল নেহেরু
B. ড. রাজেন্দ্র প্রসাদ
C. সুভাষচন্দ্র বসু
D. মৌলানা আবুল কালাম আজাদ
৯. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় (১৯৪৭) ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
A. মহাত্মা গান্ধী
B. জওহরলাল নেহেরু
C. জে. বি. কৃপালিনী
D. সরোজিনী নাইডু
১০. ১৯০৭ সালে সুরাট কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?
A. অরবিন্দ ঘোষ
B. গোপাল কৃষ্ণ গোখলে
C. রাসবিহারী ঘোষ
D. বাল গঙ্গাধর তিলক
১১. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?
A. অ্যানি বেসান্ট
B. নেলী সেনগুপ্ত
C. সরোজিনী নাইডু
D. কদম্বিনী গাঙ্গুলি
১২. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
A. অ্যালান অক্টাভিয়ান হিউম
B. উমেশ চন্দ্র ব্যানার্জী
C. দাদাভাই নওরজি
D. বদরুদ্দিন তৈয়বজি
১৩. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়?
A. কলকাতা বিশেষ অধিবেশন (১৯২০)
B. নাগপুর অধিবেশন (১৯২০)
C. মাদ্রাজ অধিবেশন (১৯২৭)
D. লাহোর অধিবেশন (১৯২৯)
১৪. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়?
A. হরিপুরা অধিবেশন (১৯৩৮)
B. ত্রিপুরি অধিবেশন (১৯৩৯)
C. বোম্বে অধিবেশন (১৯৪২)
D. মিরাট অধিবেশন (১৯৪৬)
১৫. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন?
A. মৌলানা আবুল কালাম আজাদ
B. বদরুদ্দিন তৈয়বজি
C. রহিমতুল্লাহ এম. সায়ানি
D. হাকিম আজমল খান
১৬. ১৯২৪ সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল?
A. মাদ্রাজ
B. কানপুর
C. বেলগাঁও
D. লখনৌ
১৭. নিম্নলিখিত সংগঠনগুলির মধ্যে কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়?
A. ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন
B. ভারতসভা (ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন)
C. ইন্ডিয়ান লীগ
D. জাতীয় সম্মেলন
১৮. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে 'স্বরাজ' শব্দটি প্রথম ব্যবহার করা হয়?
A. বেনারস অধিবেশন (১৯০৫)
B. কলকাতা অধিবেশন (১৯০৬)
C. সুরাট অধিবেশন (১৯০৭)
D. লখনৌ অধিবেশন (১৯১৬)
১৯. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
A. সরোজিনী নাইডু
B. নেলী সেনগুপ্ত
C. অ্যানি বেসান্ট
D. কাদম্বিনী গাঙ্গুলি
২০. সুভাষ চন্দ্র বসু কত সালে কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন?
A. ১৯৩৮
B. ১৯৩৯
C. ১৯৪০
D. ১৯৪১
২১. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার 'বন্দে মাতরম' গানটি গাওয়া হয়েছিল?
A. কলকাতা অধিবেশন (১৮৯৬)
B. বেনারস অধিবেশন (১৯০৫)
C. লখনৌ অধিবেশন (১৯১৬)
D. মাদ্রাজ অধিবেশন (১৮৮৭)
২২. কংগ্রেস ওয়ার্কিং কমিটি প্রথম কোথায় ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিল?
A. বোম্বে
B. ওয়ার্ধা
C. নাগপুর
D. মিরাট
২৩. নিচের কোন আন্দোলনে 'বন্দে মাতরম' শব্দটা স্লোগান হিসেবে গৃহীত হয়েছিল?
A. অসহযোগ আন্দোলন
B. আইন অমান্য আন্দোলন
C. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন (স্বদেশী আন্দোলন)
D. ভারত ছাড়ো আন্দোলন
২৪. কংগ্রেস দলের সর্বোচ্চ দীর্ঘকালীন সভাপতি কে ছিলেন?
A. জওহরলাল নেহেরু
B. ইন্দিরা গান্ধী
C. মৌলানা আবুল কালাম আজাদ
D. সোনিয়া গান্ধী
২৫. 'কংগ্রেসের সম্মেলন হলো বাৎসরিক তামাশা' – এই মন্তব্যটি কার?
A. অশ্বিনী কুমার দত্ত
B. বাল গঙ্গাধর তিলক
C. ডক্টর অনিল সিল
D. লর্ড ডাফরিন
২৬. 'মাইক্রোস্কোপিক মাইনরিটিস' (আনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধি) এই শব্দবন্ধটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল?
A. মুসলিম লীগ
B. ভারতের জাতীয় কংগ্রেস
C. নরমপন্থী দল
D. চরমপন্থী দল
উত্তরমালা:
১) B. জনগণের সমাবেশ
২) C. লর্ড ডাফরিন
৩) C. অ্যালান অক্টাভিয়ান হিউম
৪) C. সুভাষচন্দ্র বসু
৫) B. দাদাভাই নওরজি
৬) B. লখনৌ অধিবেশন (১৯১৬)
৭) C. লাহোর অধিবেশন (১৯২৯)
৮) D. মৌলানা আবুল কালাম আজাদ
৯) C. জে. বি. কৃপালিনী
১০) C. রাসবিহারী ঘোষ
১১) C. সরোজিনী নাইডু
১২) B. উমেশ চন্দ্র ব্যানার্জী
১৩) B. নাগপুর অধিবেশন (১৯২০)
১৪) C. বোম্বে অধিবেশন (১৯৪২)
১৫) B. বদরুদ্দিন তৈয়বজি
১৬) C. বেলগাঁও
১৭) B. ভারতসভা (ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন)
১৮) B. কলকাতা অধিবেশন (১৯০৬)
১৯) C. অ্যানি বেসান্ট
২০) B. ১৯৩৯
২১) A. কলকাতা অধিবেশন (১৮৯৬)
২২) B. ওয়ার্ধা
২৩) C. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন (স্বদেশী আন্দোলন)
২৪) D. সোনিয়া গান্ধী
২৫) C. ডক্টর অনিল সিল
২৬) B. ভারতের জাতীয় কংগ্রেস
আরও পড়ুনঃ
✅ নদ-নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
✅ বিগত বছরের WBCS প্রশ্নে আসা ঐতিহাসিক স্লোগান ও উক্তি


Please do not enter any spam link in the comment box.