Computer GK MCQ in Bengali | গুরুত্বপূর্ণ কম্পিউটার প্রশ্নোত্তর সেট
আজকের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম্পিউটার জিকে (Computer GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railway, Banking, WBPSC, PSC Clerkship সহ প্রায় সব চাকরির পরীক্ষায় নিয়মিতভাবে কম্পিউটার বিষয়ক MCQ প্রশ্ন আসে। তাই আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আমরা নিয়ে এসেছি Computer GK MCQ in Bengali– যেখানে সহজ ভাষায় গুরুত্বপূর্ণ কম্পিউটার প্রশ্নোত্তর দেওয়া হয়েছে।
এই প্রশ্নগুলো মূলত Basic Computer, Software, Hardware, Internet, Networking, MS Office, Shortcut Keys, Computer Security ইত্যাদি অংশ থেকে তৈরি, যা পরীক্ষায় আসতে পারে এমন সম্ভাব্য প্রশ্ন কভার করে।
নিয়মিত প্র্যাকটিস করলে আপনি কম্পিউটার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস অর্জন করবেন এবং পরীক্ষায় সঠিক উত্তর দিতে সক্ষম হবেন।
Computer GK MCQ in Bengali
১. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) অ্যাক্সেস করার জন্য আমরা কোন ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করি?
ক. এফটিপি (FTP)
খ. ডিএনএস (DNS)
গ. এইচটিটিপি (HTTP)
ঘ. এসএনএমপি (SNMP)
২. এমএস এক্সেল-এ পরম ঠিকানা (Absolute Address) তৈরি করতে নিম্নলিখিত চিহ্নগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয়?
ক. অ্যাট (@)
খ. হ্যাশ (#)
গ. ডলার ($)
ঘ. পার্সেন্ট (%)
৩. ইউএসবি (USB) এর পূর্ণরূপ কী?
ক. ইউনিট সিস্টেম বাইটস
খ. আলটিমেট সিরিয়াল বাস
গ. ইউনিভার্সাল সিরিয়াল বাস
ঘ. ইউনিভার্সাল সিস্টেম বাইট
৪. ইন্টারনেট দ্বারা যুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল পাঠানোর জন্য ব্যবহৃত প্রোটোকল কোনটি?
ক. এসএমটিপি (SMTP)
খ. এফটিপি (FTP)
গ. টেলনেট (Telnet)
ঘ. এইচটিটিপি (HTTP)
৫. এক্সেল ওয়ার্কশিটে সংখ্যাগুলি (Numbers) ডিফল্ট হিসেবে কোন দিকে বিন্যস্ত (Align) থাকে?
ক. সেন্টার
খ. লেফট
গ. রাইট
ঘ. জাস্টিফাই
৬. উইন্ডোজ ১০ (Windows 10) পিসি (PC) লক করার জন্য কোন কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করা হয়?
ক. Ctrl + L
খ. Alt + L
গ. Windows Logo Key + L
ঘ. Shift + L
৭. ১ কিলোবাইট (KB) এর সমতুল্য কত বাইটস?
ক. ৯৯৯ বাইটস
খ. ১০২৪ বাইটস
গ. ১০২৫ বাইটস
ঘ. ৫০০ বাইটস
৮. ডিবাগার (Debugger) আসলে কী?
ক. এটি একটি হার্ডওয়্যার
খ. এটি একটি সফটওয়্যার
গ. হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ
ঘ. ইনপুট ডিভাইস
৯. কম্পিউটার নেটওয়ার্কে নিরাপদ যোগাযোগের জন্য নিচের কোন প্রোটোকলটি ব্যবহার করা হয়?
ক. এফটিপি (FTP)
খ. ডিএইচসিপি (DHCP)
গ. এইচটিটিপি (HTTP)
ঘ. এইচটিটিপিএস (HTTPS)
১০. প্রথম ইলেকট্রনিক কম্পিউটারটির নাম কী ছিল?
ক. মার্ক-১
খ. ইউনিভ্যাক
গ. ইনিয়াক (ENIAC)
ঘ. ল্যাপটপ
১১. অর্ধেক বাইটকে (Half a Byte) কী বলা হয়?
ক. বিট (Bit)
খ. বাইনারি ডিজিট
গ. নেবেল (Nibble)
ঘ. ওয়ার্ড (Word)
১২. ভারতে প্রথম কোথায় কম্পিউটার ব্যবহার করা হয়?
ক. আইআইটি দিল্লি
খ. ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা
গ. আইআইটি খড়গপুর
ঘ. আইআইটি কানপুর
১৩. কম্পিউটারের জনক (Father of Computer) কাকে বলা হয়?
ক. বিল গেটস
খ. স্টিভ জোবস
গ. অ্যালান টিউরিং
ঘ. চার্লস ব্যাবেজ
১৪. প্রথম উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ (High-level Language) কোনটি ছিল?
ক. কোবল (COBOL)
খ. বেসিক (BASIC)
গ. ফোট্রান (FORTRAN)
ঘ. পাসকাল (Pascal)
১৫. বৃহত্তর প্রতিষ্ঠানগুলি বিভিন্ন অঞ্চল, জাতীয় বা বিশ্বায়নের ক্ষেত্রে যে নেটওয়ার্কিং পরিষেবা ব্যবহার করে, সেটিকে কি বলা হয়?
ক. ল্যান (LAN)
খ. ডব্লিউএএন (WAN)
গ. ম্যান (MAN)
ঘ. কোনটিই নয়
১৬. ডিটিপি (DTP) এর পূর্ণরূপ কী?
ক. ডেইলি টেক্সট প্রিন্টিং
খ. ডেসকটপ পাবলিশিং
গ. ডেসকটপ প্রিন্টিং
ঘ. ডেইলি টেক্সট পাবলিশিং
১৭. নিম্নলিখিত কোনটি কম্পিউটারের নেটওয়ার্কের শ্রেণীবিভাগ নয়?
ক. ল্যান (LAN)
খ. ম্যান (MAN)
গ. ডব্লিউএএন (WAN)
ঘ. লোকাল পার্সোনাল নেটওয়ার্ক
১৮. পিসি (PC) এর পূর্ণরূপ কী?
ক. পার্সোনাল নেটওয়ার্ক
খ. পার্সোনাল কম্পিউটার
গ. প্রাইভেট কম্পিউটার
ঘ. পাবলিক কম্পিউটার
১৯. র্যাম (RAM) এর পূর্ণরূপ কী?
ক. রিড অনলি মেমোরি
খ. র্যান্ডম অ্যাক্সেস মেমোরি
গ. রিড অ্যান্ড ম্যানুফ্যাকচার
ঘ. রিড অ্যাক্সেস মেমোরি
২০. ডস (DOS) এর পূর্ণরূপ কী?
ক. ডাইরেক্ট অপারেটিং সিস্টেম
খ. ডিস্ক অপারেটিং সিস্টেম
গ. ডুয়াল অপারেটিং সিস্টেম
ঘ. ডেভেলপ অপারেটিং সিস্টেম
২১. একটি প্রোগ্রামে 'বাগ' (Bug) বলতে কী বোঝানো হয়?
ক. একটি ফোল্ডার
খ. এরর বা ত্রুটি
গ. একটি ভাইরাস
ঘ. একটি ফাইল
২২. অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তিত করে যে অনুবাদক (Translator) সেটি হল কি?
ক. অ্যাসেম্বলার
খ. কম্পাইলার
গ. ইন্টারপ্রেটার
ঘ. ডিবাগার
২৩. রম (ROM) এর মধ্যে সঞ্চিত প্রোগ্রামগুলোকে কি নামে ডাকা হয়?
ক. ফ্রিওয়্যার
খ. সফটওয়্যার
গ. ফার্মওয়্যার
ঘ. অ্যাপ্লিকেশন
২৪. কম্পিউটার সাইন্সের জনক কাকে বলা হয়?
ক. চার্লস ব্যাবেজ
খ. জন মুর
গ. অ্যালান টিউরিং
ঘ. নীল স্টেফেনসন
২৫. ইউএসবি (USB) কোন ধরনের মেমোরি?
ক. প্রাইমারি মেমোরি
খ. সেকেন্ডারি মেমোরি
গ. টারশিয়ারি মেমোরি
ঘ. ক্যাশ মেমোরি
২৬. ভারতে 'পরম' সুপার কম্পিউটার নির্মাণ করেন কে?
ক. আইআইটি কানপুর
খ. আইআইটি খড়গপুর
গ. সি-ড্যাক, পুণে (C-DAC, Pune)
ঘ. ইসরো (ISRO)
আরও পড়ুনঃ
✅ সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা: ৪৫টি প্রশ্নোত্তর
✅ ভূগোল জিকে: ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


Please do not enter any spam link in the comment box.