দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20 November 2025 | Today Current Affairs Bengali
প্রতিদিনের মতোই আজকের পোস্টে আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20 November 2025। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, WBPSC, SSC, Rail, Banking, UPSC সহ সকল চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, ক্রীড়া এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর একনজরে তুলে ধরা হলো।
এই Today Current Affairs Bengali আপনাকে পরীক্ষায় আসা সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা দেবে এবং পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20 November 2025
প্রশ্ন: আন্তর্জাতিক পুরুষ দিবস কবে পালিত হয়েছে?
উত্তর: ১৯ নভেম্বর।
প্রশ্ন: কোন দেশ ভারতকে SU-57 জেট সরবরাহ করতে প্রস্তুত হয়েছে?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: ৬৪তম ভারতীয় অ্যারোস্পেস মেডিসিন সম্মেলনের আয়োজন কে করবে?
উত্তর: বেঙ্গালুরু।
প্রশ্ন: প্রধানমন্ত্রী মোদী কোথায় দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি শিখর সম্মেলনের উদ্বোধন করেছেন?
উত্তর: কোয়েম্বাটোরে।
প্রশ্ন: কোন রাজ্যের পান্না জেলার হীরা জিআই ট্যাগ পেয়েছে?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন: সিআইআই গুণবত্তা রত্ন পুরস্কার ২০২৫ কে জিতেছেন?
উত্তর: বেণু শ্রীনিবাসন।
প্রশ্ন: সম্প্রতি প্রকাশিত কিউএস সাস্টেনিবিলিটি র্যাঙ্কিং ২০২৬-এ কে শীর্ষস্থানে রয়েছে?
উত্তর: সুইডেনের লুন ইউনিভার্সিটি।
প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্ট রাজ্য সরকারকে সমস্ত থানায় সিসিটিভি ক্যামেরা লাগানো নিশ্চিত করার নির্দেশ দিয়েছে?
উত্তর: ঝাড়খণ্ড হাইকোর্ট।
প্রশ্ন: ফর্মুলা ওয়ানে শ্রেষ্ঠত্বের জন্য ২০২৫ ডন পুরস্কার কে জিতেছেন?
উত্তর: অস্কার পিয়াস্ট্রি।
প্রশ্ন: আন্তর্জাতিক গীতা মহোৎসব ২০২৫ কোথায় শুরু হয়েছে?
উত্তর: হরিয়ানার কুরুক্ষেত্রে।
প্রশ্ন: গভর্নরস অ্যাওয়ার্ডস ২০২৫-এ কাকে অনারারি অস্কারে ভূষিত করা হয়েছে?
উত্তর: টম ক্রুজকে।
প্রশ্ন: ২০তম আন্তর্জাতিক ত্রিপিটক জপ অনুষ্ঠান কোন রাজ্যে শুরু হবে?
উত্তর: বিহারে।
প্রশ্ন: সম্প্রতি কাকে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে নিয়োগ করা হয়েছে?
উত্তর: কীর্তি সুরেশকে।
প্রশ্ন: কে গ্লোবাল বিগ ক্যাট সামিট ২০২৬-এর আয়োজন করবে?
উত্তর: ভারত।
প্রশ্ন: সম্প্রতি সচ্চিদানন্দ সিনহা বিহারের মুজফ্ফরপুরে মারা গেছেন, তিনি কে ছিলেন?
উত্তর: একজন লেখক ও সমাজবাদী চিন্তাবিদ।
আরও পড়ুনঃ
✅ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19 November 2025


Please do not enter any spam link in the comment box.