দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19 November 2025 | Today Current Affairs Bengali
প্রতিদিনের মতোই আজকের পোস্টে আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19 November 2025। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, WBPSC, SSC, Rail, Banking, UPSC সহ সকল চাকরির পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, ক্রীড়া এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর একনজরে তুলে ধরা হলো।
এই Today Current Affairs Bengali আপনাকে পরীক্ষায় আসা সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা দেবে এবং পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19 November 2025
প্রশ্ন: বিশ্ব টয়লেট দিবস কবে পালিত হয়েছে?
উত্তর: ১৯ নভেম্বর।
প্রশ্ন: কোন দেশ ২২ নভেম্বর থেকে ভারতীয়দের জন্য ভিসা ফ্রি এন্ট্রি বন্ধ করেছে?
উত্তর: ইরান।
প্রশ্ন: কে দশম গ্লোবাল ইকোনমিক সামিট এবং ওয়ার্ল্ড ট্রেড এক্সিবিশনের আয়োজন করবে?
উত্তর: মুম্বাই।
প্রশ্ন: সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় কোথায় তৃতীয় চানক্য প্রতিরক্ষা সংলাপের আয়োজন করবে?
উত্তর: নতুন দিল্লিতে।
প্রশ্ন: সম্প্রতি ১০০% সাইবার প্রতারণা প্রতিক্রিয়া ব্যবস্থা চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি?
উত্তর: গোয়া।
প্রশ্ন: কাকে ফ্রান্সের 'শেভলিয়ার' পুরস্কারে ভূষিত করা হয়েছে?
উত্তর: থোটা থারানিকে।
প্রশ্ন: ভারতের প্রথম জাতীয় এআই নিরাপত্তা হাবের উদ্বোধন কোথায় করা হয়েছে?
উত্তর: বেঙ্গালুরুতে।
প্রশ্ন: ত্রয়োদশ আন্তর্জাতিক পর্যটন মার্টের উদ্বোধন কোথায় হয়েছে?
উত্তর: সিকিমে (গ্যাংটক)।
প্রশ্ন: ২০২৫ সালে ভারত কোথায় বিশ্ব বক্সিং কাপ ফাইনালের আয়োজন করবে?
উত্তর: গ্রেটার নয়ডাতে।
প্রশ্ন: সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় ৩২তম উত্তর আঞ্চলিক পরিষদের বৈঠকের সভাপতিত্ব করেছেন?
উত্তর: হরিয়ানার ফরিদাবাদে।
প্রশ্ন: সম্প্রতি ২০২৫ সালের এটিপি ফাইনালসের শিরোপা কে জিতেছেন?
উত্তর: জেনিক সিনার (Jannik Sinner)।
প্রশ্ন: সম্প্রতি কোন দেশ 'অপারেশন সাদার্ন স্পিয়ার' চালু করেছে?
উত্তর: আমেরিকা।
প্রশ্ন: সম্প্রতি সি-ডট (C-DoT) কোন রাজ্য সরকারের সাথে অমরাবতী কোয়ান্টাম ভ্যালি উদ্যোগে অংশীদারিত্বের জন্য এমওইউ স্বাক্ষর করেছে?
উত্তর: অন্ধ্রপ্রদেশের সাথে।
প্রশ্ন: নাগাল্যান্ড সরকার হর্নবিল উৎসবের জন্য কোন দেশকে অংশীদার দেশ হিসেবে মনোনীত করেছে?
উত্তর: ব্রিটেনকে।
প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্য সরকার ইংরেজদের কাছ থেকে ১৬শ শতকের বৃন্দাবনী বস্ত্র ফিরিয়ে আনবে?
উত্তর: আসাম সরকার।
আরও পড়ুনঃ
✅ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - Part 115
✅ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - Part 114


Please do not enter any spam link in the comment box.