জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – সমস্ত চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ || Part 115
সরকারি চাকরির প্রস্তুতিতে জেনারেল নলেজ (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। WBCS, WBP, SSC, Rail, PSC বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে বিভিন্ন বিষয়ের উপর ভালো ধারণা থাকা জরুরি। তাই আমরা নিয়ে এসেছি “জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – সমস্ত চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ || Part 115”, যেখানে আপনি পাবেন সাম্প্রতিক ও পরীক্ষামূলক দৃষ্টিকোণ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। নিয়মিত এই সিরিজটি অনুসরণ করলে আপনার প্রস্তুতি আরও শক্তিশালী হবে এবং পরীক্ষায় সাফল্যের সম্ভাবনাও বাড়বে।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - Part 115
প্রশ্নঃ লােধি উপজাতি কোথায় দেখা যায়?
উত্তরঃ তরাই অঞ্চলে।
প্রশ্নঃ 'ভারতের রাঢ়' কাকে বলা হয়?
উত্তরঃ দুর্গাপুরকে।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরির কারখানা আছে?
উত্তরঃ বর্ধমানের রূপনারায়ণপুরে।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় ফায়ারক্লে পাওয়া যায়?
উত্তরঃ বীরভূম ও বর্ধমানে।
প্রশ্নঃ টেরাকোটা শিল্পের জন্য কোন স্থান বিখ্যাত?
উত্তরঃ বিষ্ণুপুর।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় রাবার চাষ হয়
উত্তরঃ জলপাইগুড়িতে।
প্রশ্নঃ কোন কোম্পানির উদ্যোগে জলপাইগুড়িতে রাবার চাষ করা হয়?
উত্তরঃ ডাকব্যাক।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গে গােখা পার্বত্য পরিষদ কত সালে গড়ে ওঠে?
উত্তরঃ ১৯৮৮।
প্রশ্নঃ খােয়াই বলতে কী বােঝায়?
উত্তরঃ রাঢ় অঞ্চলের পশ্চিমাংশে ভূমিক্ষয় বেশি হয়, এই ক্ষয়প্রাপ্ত স্থানগুলিকেই খােয়াই বলে।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের ধানের গােলাকাকে বলা হয়?
উত্তরঃ বর্ধমান জেলাকে।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে?
উত্তরঃ সজনেখালিতে।
প্রশ্নঃ কোথায় পাখিরালয় আছে?
উত্তরঃ হলিডে দ্বীপে।
প্রশ্নঃ সুন্দরবনের প্রবেশ দ্বারকাকে বলে?
উত্তরঃ ক্যানিং।
প্রশ্নঃ ভারতের গ্লাসগাে কাকে বলা হয়?
উত্তরঃ হাওড়াকে।
প্রশ্নঃ মুর্শিদাবাদ জেলার কোথায় চিনি কল আছে?
উত্তরঃ বেলডাঙায়।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গে কোথায় সায়েন্স সিটি আছে?
উত্তরঃ কলকাতা ও দীঘা।
প্রশ্নঃ ধনেখালি কী জন্য বিখ্যাত?
উত্তরঃ তাঁত শিল্প।
প্রশ্নঃ DVC’র পুরাে নাম কী?
উত্তরঃ দামােদর ভ্যালি কর্পোরেশন।
প্রশ্নঃ চর্মশিল্পের কারখানা কোথায় আছে?
উত্তরঃ বাটানগরে।
প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ উত্তর প্রদেশ।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গে কোথায় কাজু বাদাম গবেষণাগার আছে?
উত্তরঃ দীঘা।
প্রশ্নঃ কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।
প্রশ্নঃ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশি দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ।
প্রশ্নঃ ভারতের প্রাচীনতম পর্বত কোনটি?
উত্তরঃ আরাবল্লী।
প্রশ্নঃ আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি?
উত্তরঃ পাের্ট ব্লেয়ার।
Read More...
🔰 ভারত ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের উপনাম ও প্রকৃত নাম
🔰 নদ-নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
🔰 বিগত বছরের WBCS প্রশ্নে আসা ঐতিহাসিক স্লোগান ও উক্তি


Please do not enter any spam link in the comment box.