ভারত ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের উপনাম ও প্রকৃত নাম | History GK in Bengali

Ads

ভারত ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের উপনাম ও প্রকৃত নাম | History GK in Bengali

ভারত ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের উপনাম ও প্রকৃত নাম | History GK in Bengali


ভারত ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের উপনাম ও প্রকৃত নাম

ভারতীয় ইতিহাসে বিভিন্ন মহান ব্যক্তিত্ব তাঁদের কর্ম, আদর্শ ও অবদানের জন্য বিশেষ কিছু উপনাম বা বিশেষণে পরিচিত। পরীক্ষায় (WBCS, SSC, Railway, WBP, PSC) প্রায়ই প্রশ্ন আসে— “কে কোন নামে পরিচিত?” বা “কোন উপনামের আসল নাম কী?”। তাই ইতিহাসের গুরুত্বপূর্ণ এই উপনাম–আসল নাম তালিকা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এই ব্লগে আমরা তুলে ধরেছি ভারত ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের উপনাম ও তাদের প্রকৃত নাম, যা আপনাকে দ্রুত রিভিশন, স্টাডি নোটস তৈরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে দারুণ সাহায্য করবে। সহজ ভাষায় সাজানো এই লিস্টটি আপনাকে অনেক কম সময়ে বেশি মনে রাখতে সাহায্য করবে।


চলুন দেখে নেওয়া যাক— কে কোন নামে পরিচিত ছিলেন।


ভারত ইতিহাসের কিছু উপনাম ও আসল নাম


● ভারতের নেপোলিয়ন ➙ সমুদ্রগুপ্ত

● ভারতের সেক্সপীয়ার ➙ কালিদাস

● ভারতের নিউটন ➙ নাগার্জুন

● ভারতের তোতাপাখি ➙ আমীর খসরু

● ভারতের বিসমার্ক ➙ বল্লভভাই প্যাটেল

● ভারতের ফ্রান্সিস বেকন ➙ আবুল ফজল

● এশিয়ার আলো ➙ গৌতম বুদ্ধ

● দেশনায়ক ➙ সুরেন্দ্রনাথ

● দেশপ্রান ➙ বীরেন্দ্রকৃষ্ণ শাসমল

● ভারতের এটিলা ➙ মিহিরকুল

● দ্বিতীয় পরশুরাম ➙ মহাপদ্মনন্দ

● দক্ষিণাপথপতি ➙ প্রথম সাতকর্নী

● বিহারের গান্ধী ➙ রাজেন্দ্র প্রসাদ

● মুকুটহীন রাজা ➙ সুরেন্দ্রনথ ব্যানার্জি

● স্যারেন্ডারনট ➙ সুরন্দ্রনাথ

● বঙগবন্ধু ➙ মুজির রহমান

● দীনবন্ধু ➙ সি এফ অ্যান্ড্রুজ

● সকলদক্ষিনাপথনাম ➙ দ্বিতীয় পুলকেশী

● পল্লবমল্ল ➙ প্রথম মহেন্দ্র বর্মন

● বীরবল ➙ মহেশ দাস

● তানসেন ➙ রামতনু পান্ডে

● ফুয়েরার ➙ হিটলার

● শেরশাহ ➙ ফরিদ খাঁ

● সাচ্চা বাদশাহ ➙ গুরু হরগোবিন্দ

● সিকান্দার ই সানি/দ্বিতীয় আলেকজান্ডার ➙ আলাউদ্দিন খিলজি

● পি এন ঠাকুর(ছদ্মনাম) ➙ রাসবিহারি বোস

● হুমায়ুন ➙ নাসিরউদ্দিন মহম্মদ

● জাহাঙ্গীর ➙ সেলিম

● বলবন ➙ উলুগ খাঁ

● শাহজাহান ➙ খুররম

● নানাসাহেব ➙ বালাজী বাজিরাও

● কিং মেকিং ➙ সৈয়দ ব্রাদারস

● অন্ধ কবিতার পিতামহ ➙ পোদ্দন

●মহম্মদ বিন তুঘলক ➙ জুনা খাঁ

● লোকহিতবাদী ➙ গোপালহরি দেশমুখ

● লৌহপুরুষ ➙ লালকৃষ্ণ আদবানী

● লৌহমানব ➙ সর্দারবল্লভভাই প্যাটেল

● কবিরাজ/লিচ্ছবি দৌহিত্র ➙ সমুদ্র গুপ্ত 

● সিকান্দার লোদী ➙ নিজাম খাঁ

● মুর্শিদকুলি খাঁ ➙ মহম্মদ হাদি

● গিয়াসউদ্দিন তুঘলক ➙ গাজী মালিক

● স্বামী বিবেকানন্দ ➙ নরেন্দ্রনাথ দত্ত

● অতীশ দিপঙ্কর ➙ আদিনাথ চন্দ্রগর্ভ

● আলবিরুনি ➙ আবুরিহান

● তিতুমীর ➙ মীর নিশার আলী

● দয়ানন্দ সরস্বতী ➙ মূলাশংকর

● ধুধুপান্থ ➙ নানাসাহেব

● M N Roy ➙ নরেন্দ্রনাথ ভট্টাচার্য

● বাবর ➙ জহিরউদ্দিন মহম্মদ

● প্রিন্স অফ বিল্ডারস ➙ শাহাজাহান

● ভারতের রক্ষাকর্তা ➙ স্কন্দগুপ্ত


🔰 নদ-নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

🔰 বিগত বছরের WBCS প্রশ্নে আসা ঐতিহাসিক স্লোগান ও উক্তি


Post a Comment

0 Comments