নদ-নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Geography GK in Bengali
![]() |
| নদ-নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর |
ভারত ও বিশ্বের ভূগোল অধ্যয়নে নদ-নদী একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, WBP, SSC, Railway কিংবা School Service, নদ-নদী সম্পর্কিত প্রশ্ন প্রায়ই দেখা যায়। এই পোস্টে আমরা আলোচনা করেছি নদ-নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যা আপনার আগামী পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। বাংলায় সাজানো এই Geography GK প্রশ্নোত্তর সেটটি আপনাকে ভূগোলের এই অংশে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
নদ-নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
1. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
Ans. নীলনদ।
2. পৃথিবীর বৃহত্তম নদী(জলবহনে) কোনটি?
Ans. আমাজন।
3. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
Ans. ইয়াং সি কিয়াং।
4. ইউরোপর দীর্ঘতম নদী কোনটি?
Ans. ভল্গা।
5. পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি?
Ans. সিন্ধু।
6. আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি?
Ans. হেলমন্দ।
7. নেপালের দীর্ঘতম নদী কোনটি?
Ans. কালিগন্ডক।
8. ভুটানের দীর্ঘতম নদী কোনটি?
Ans. মানস।
9. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
Ans. পদ্মা।
10. মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি?
Ans. ইরাবতী।
11. শ্রীলংকারর প্রধান নদী কোনটি?
Ans. মহাবলি গঙ্গা।
12. ভারতের দীর্ঘতম নদী কোনটি?
Ans. গঙ্গা।
13. গঙ্গার প্রধান শাখানদী কোনটি?
Ans. ভাগীরথী।
14. গঙ্গার প্রধান উপনদী কোনটি?
Ans. যমুনা।
15. যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
Ans. যমুনোত্রী হিমবাহ।
16. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
Ans. গঙ্গোত্রী হিমবাহ।
17. কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে?
Ans. গোদাবরী।
18. কোন নদীকে বিহারের দুঃখ বলে?
Ans. কোশী নদী।
19. কোন নদীকে বাংলার দুঃখ বলে?
Ans. দামোদর নদ।
20. ভারতের একটি অন্তঃবাহিনী নদীর নাম কি?
Ans. লুনী নদী।
21. ভারতের কোন রাজ্যে নদীর সংখ্যা সর্বাধিক?
Ans. কেরালা।
22. ভারতের পবিত্র নদী বলা হয় কোন নদীকে?
Ans. গঙ্গা।
23. ভারতের রাজধানী দিল্লী কোন নদীর তীরে অবস্থিত?
Ans. যমুনা।
24. গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে?
Ans. বঙ্গোপসাগর।
25. দক্ষীন ভারতের পবিত্র নদী কোনটি?
Ans. কাবেরী নদ।
Read More...
🔰 বিগত বছরের WBCS প্রশ্নে আসা ঐতিহাসিক স্লোগান ও উক্তি
🔰 জলপ্রপাত ও বহুমুখী নদী পরিকল্পনা


Please do not enter any spam link in the comment box.