জলপ্রপাত ও বহুমুখী নদী পরিকল্পনা | গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন ও উত্তর
![]() |
| জলপ্রপাত ও বহুমুখী নদী পরিকল্পনা |
ভারতের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো জলপ্রপাত ও বহুমুখী নদী পরিকল্পনা। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, WBP, SSC, Railway, PSC ইত্যাদিতে এ সম্পর্কিত প্রশ্ন নিয়মিত আসে। এই পোস্টে আমরা ভারতের প্রধান জলপ্রপাত, নদী পরিকল্পনা ও তাদের অবস্থান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করেছি, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করবে।
গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন ও উত্তর
1. ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি?
A) দুধসাগর
B) কুঞ্চিকল
C) যোগ জলপ্রপাত
D)শিবসমুদ্রম
Ans: B) কুঞ্চিকল
2. দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
A) বারাহি
B) মান্ডবী
C) সরাবতী
D) ইরাবতী
Ans: B) মান্ডবী
3. শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
A) উড়িষ্যা
B) মধ্যপ্রদেশ
C) তামিলনাড়ু
D) কর্ণাটক
Ans: D) কর্ণাটক
4. চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
A) মধ্যপ্রদেশ
B) ঝাড়খন্ড
C) ছত্রিশগড়
D) উড়িষ্যা
Ans: C) ছত্রিশগড়
5. যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
A) সরাবতী
B) কাবেরী
C) নর্মদা
D) ভৈরবী
Ans: A) সরাবতী
6. ধুয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
A) উড়িষ্যা
B) মধ্যপ্রদেশ
C) তামিলনাড়ু
D) কর্ণাটক
Ans: B) মধ্যপ্রদেশ
7. হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
A) মধ্যপ্রদেশ
B) ঝাড়খন্ড
C) ছত্রিশগড়
D) উড়িষ্যা
Ans: B) ঝাড়খন্ড
8. নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
A) কৃষ্ণা
B) কাবেরী
C) মহানন্দা
D) গোদাবরী
Ans: A) কৃষ্ণা
9. রিহান্দ নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত?
A) উত্তরাখণ্ড
B) উত্তরপ্রদেশ
C) মহারাষ্ট্র
D) বিহার
Ans: B) উত্তরপ্রদেশ
10. সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত?
A) তাপ্তি
B) কাবেরী
C) চন্দ্রভাগা
D) ইরাবতী
Ans: C) চন্দ্রভাগা
11. মেত্তুর নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত?
A) তামিলনাড়ু
B) পাঞ্জাব
C) মধ্যপ্রদেশ
D) কর্ণাটক
Ans: A) তামিলনাড়ু
12. ইদুক্কি পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত?
A) কেরল
B) তামিলনাড়ু
C) কর্ণাটক
D) মধ্যপ্রদেশ
Ans: A) কেরল
13. কাঁকরাপাড়া পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত?
A) গণ্ডক
B) চম্বল
C) তাপ্তি
D) পেরিয়ার
Ans: C) তাপ্তি
14. উকাই নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত?
A) মহারাষ্ট্র
B) গুজরাট
C) মধ্যপ্রদেশ
D) রাজস্থান
Ans: B) গুজরাট
15. টাটা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত?
A) মালপ্রভা
B) ভীমা
C)ঘাটপ্রভা
D) শতদ্রু
Ans: B) ভীমা
16. শিবসমুদ্রম পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত?
A) নর্মদা
B) কাবেরী
C) গোদাবরী
D) কৃষ্ণা
Ans: B) কাবেরী
17. হিরাকুদ বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে?
A) মহানদী
B) গঙ্গা
C) কাবেরী
D) নর্মদা
Ans: A) মহানদী
18. দামোদর নদী পরিকল্পনা কোন রাজ্যে গড়ে উঠেছে?
A) ঝাড়খন্ড
B) পশ্চিমবঙ্গ
C) বিহার
D) A & B
Ans: D) A & B
19. তেহরি পরিকল্পনা কোন রাজ্যে আছে?
A) গুজরাট
B) উত্তরাখণ্ড
C) উত্তর প্রদেশ
D) বিহার
Ans: B) উত্তরাখণ্ড
20. ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে?
A) শতদ্রু
B) বিপাশা
C) সিন্ধু
D) গঙ্গা
Ans: A) শতদ্রু
21. টেনেসি নদী উপত্যকা পরিকল্পনার অনুকরণে ভারতে কোন পরিকল্পনা গড়ে উঠেছে?
A) ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা
B) দামোদর উপত্যকা পরিকল্পনা
C) নাগার্জুন সাগর পরিকল্পনা
D) হিরাকুদ বহুমুখী পরিকল্পনা
Ans: B) দামোদর উপত্যকা পরিকল্পনা
22. ইন্দিরা গান্ধী খাল প্রকল্প কোন উদ্দেশ্যে নির্মিত হয়?
A) জলবিদ্যুৎ উৎপাদন
B) জলসেচ
C) বন্যা নিয়ন্ত্রণ
D) কোনোটিই নয়
Ans: B) জলসেচ
23. ফারাক্কা পরিকল্পনা গড়ে উঠেছে কোন নদীর উপরে?
A) গঙ্গা
B) যমুনা
C) কাবেরী
D) দামোদর
Ans: A) গঙ্গা
24. কোশী নদী পরিকল্পনা গড়ে উঠেছিল কোন উদ্দেশ্যে?
A) বন্যা নিয়ন্ত্রণ
B) জলবিদ্যুৎ উৎপাদন
C) জলসেচ
D) A&C
Ans: D) A&C
25. ধুয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
A) কর্ণাটক
B) মধ্যপ্রদেশ
C) গুজরাট
D) তামিলনাড়ু
Ans: B) মধ্যপ্রদেশ
আরও পড়ুনঃ


Please do not enter any spam link in the comment box.