জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – GK Questions with Answers in Bengali || Part 116
বাংলা মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য জেনারেল নলেজ (GK) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই আজকের পোস্টে আমরা নিয়ে এসেছি GK Questions with Answers in Bengali — Part 116, যেখানে বিভিন্ন বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
এই প্রশ্নগুলো WBCS, WBPSC, SSC, Railway, Banking, Police, KP/WBP, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা। নিয়মিত এই সিরিজটি অনুসরণ করলে আপনার পরীক্ষার প্রস্তুতি আরও মজবুত হবে এবং দ্রুত রিভিশনের সুবিধা পাবেন।
চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ General Knowledge প্রশ্নোত্তর সেট।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - Part 116
১. টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উঃ দার্জিলিং
২. 'ধরিত্রী দিবস' কবে পালন করা হয়?
উঃ ২২ শে এপ্রিল
৩. Ellora caves কোন রাজ্যে অবস্থিত?
উঃ মহারাষ্ট্র
৪. Roger Federer কোন খেলার সঙ্গে যুক্ত?
উঃ টেনিস
৫. কোন গ্যাসকে মার্স গ্যাস বলে?
উঃ মিথেন
৬. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?
উঃ সংবাদ প্রভাকর
৭. কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উঃ আসাম
৮. তিতুমীরের প্রকৃত নাম কী?
উঃ সৈয়দ মীর নিসার আলী
৯. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উঃ বৈকাল হ্রদ
১০. ONGS এর ফুল ফর্ম কী?
উঃ Oil and Natural Gas Corporation
১১. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উঃ লর্ড ডালহৌসি
১২. কত সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৪৪ সালে
১৩. এবছর (২০২৫) বিশ্ব জল দিবস এর থিম কী ছিল?
উঃ হিমবাহ সংরক্ষণ
১৪. চিত্রকূট জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উঃ ছত্রিশগড়
১৫. 'ঝরা পালক' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাশ
১৬. World Radio Day কবে পালন করা হয়?
উঃ ১৩ই ফেব্রুয়ারি
১৭. গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ ১৯১৩ সালে
১৮. সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ জন ক্লার্ক মার্শম্যান
১৯. সাধারণ লবণ হিসেবেও পরিচিত -
উঃ সোডিয়াম ক্লোরাইড
২০. সোডা ক্রিষ্টাল নামে পরিচিত -
উঃ সোডিয়াম কার্বনেট
২১. কত খ্রিস্টাব্দে 'অমৃতবাজার পত্রিকা' প্রকাশিত হয়?
উঃ ১৮৬৮ খ্রিস্টাব্দে
২২. লোহার রাসায়নিক চিহ্ন হল -
উঃ Fe
২৩. BCCI এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ মুম্বাই
২৪. কোন নদীর অপর নাম শাল নদী?
উঃ কোপাই নদী
২৫. 'রামচরিতমানস'– এর রচয়িতা হলেন -
উঃ তুলসীদাস
২৬. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উঃ জিন্দাগাদা শৃঙ্গ
২৭. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮০০ সালে
২৮. Forest Research Institute কোথায় অবস্থিত?
উঃ দেরাদুন
২৯. তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয়?
উঃ ২০০৫ সালে
৩০. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উঃ রাজস্থান
আরও পড়ুনঃ
✅ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - Part 115
✅ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - Part 114
✅ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - Part 113


Please do not enter any spam link in the comment box.