২১ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali
আজকের গুরুত্বপূর্ণ ২১ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ব্লগ পোস্টে আপনাকে স্বাগত জানাই। প্রতিদিনের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি, সরকারি প্রকল্প, বৈজ্ঞানিক অগ্রগতি, অর্থনীতি, ক্রীড়া ও বিভিন্ন পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নোত্তর—সবকিছুই এখানে সংক্ষিপ্ত ও সহজ ভাষায় দেওয়া হয়েছে।
যারা WBCS, WBPSC, SSC, Rail, Banking, Police বা অন্যান্য Competitive Exam–এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত সহায়ক হবে। নিয়মিত চর্চার মাধ্যমে আপনি পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারবেন।
চলুন দেখে নেওয়া যাক, আজকের ২১ নভেম্বর ২০২৫-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স—
২১ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্ন: বিশ্ব শিশু দিবস কবে পালিত হয়েছে?
উত্তর: ২০ নভেম্বর।
প্রশ্ন: কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের জন্য কাকে 'ওয়ার্ড অফ দ্য ইয়ার' হিসাবে বেছে নিয়েছে?
উত্তর: 'প্যারাসোশ্যাল' (Parasocial) শব্দটি।
প্রশ্ন: ভারতের প্রথম টেসলা সেন্টার কোথায় খুলবে?
উত্তর: গুরুগ্রামে।
প্রশ্ন: গ্রামীণ উদ্ভাবন বিষয়ক প্রথম আর্থ সামিট ২০২৫-২৬-এর আয়োজন কে করবে?
উত্তর: হায়দ্রাবাদ।
প্রশ্ন: DRDO এবং কোন দেশের DGA-এর মধ্যে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে চুক্তি হয়েছে?
উত্তর: ফ্রান্সের ডিজিএ।
প্রশ্ন: ডেল ইন্ডিয়া কাকে সিনিয়র ডিরেক্টর ও জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ করেছে?
উত্তর: অনুরাগ অরোরাকে।
প্রশ্ন: ভারতীয় ডাক বিভাগ কোন আইআইটি-তে ভারতের প্রথম 'জেন জি থিমড' পোস্ট অফিস খুলেছে?
উত্তর: আইআইটি দিল্লিতে।
প্রশ্ন: ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড কোনটি?
উত্তর: এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)।
প্রশ্ন: সিএজি (CAG) কোথায় আর্থিক অডিটের জন্য উৎকর্ষ কেন্দ্র স্থাপন করেছে?
উত্তর: হায়দ্রাবাদে।
প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্র কাকে প্রধান অ-ন্যাটো সহযোগী (Major Non-NATO Ally) হিসেবে ঘোষণা করেছে?
উত্তর: সৌদি আরবকে।
প্রশ্ন: ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পাবেন?
উত্তর: লিওনার্দো ডিক্যাপ্রিও।
প্রশ্ন: ভারতীয় নৌবাহিনী কোথায় স্বাবলম্বন ২০২৫ উদ্ভাবন সেমিনারের আয়োজন করবে?
উত্তর: নতুন দিল্লিতে।
প্রশ্ন: কাকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে?
উত্তর: মিশেল ব্যাশেলেটকে।
প্রশ্ন: কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ-দের সপ্তম বৈঠকের আয়োজন কোন দেশ করেছে?
উত্তর: ভারত।
প্রশ্ন: সম্প্রতি নবগঠিত বিহার সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার কততম বারের মতো শপথ নিয়েছেন?
উত্তর: দশম বার।
আরও পড়ুনঃ
✅ ২০ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
✅ ১৯ নভেম্বর ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স


Please do not enter any spam link in the comment box.