Kolkata Police Constable Exam 2025 - Most Expected GK Set - 2
কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫ পরীক্ষার প্রস্তুতিতে জেনারেল নলেজ (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিগত বছরের প্রশ্নপত্র, সাম্প্রতিক চলতি ঘটনা এবং পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ টপিক বিশ্লেষণ করে আমরা নিয়ে এসেছি Most Expected GK Set – 2, যা পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিশেষভাবে সহায়ক হবে। এখানে বাংলায় সহজ ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি সাজানো হয়েছে, যাতে আপনার প্রস্তুতি আরও শক্তিশালী হয় এবং পরীক্ষায় সঠিক নম্বর তোলা সহজ হয়। যারা Kolkata Police Constable Exam 2025 এর জন্য লক্ষ্য স্থির করেছেন, তাদের জন্য এই সেটটি অবশ্যই পড়ার মতো।
কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫ জিকে প্রশ্নোত্তর
প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে গুরুশিখর শৃঙ্গ অবস্থিত?
উত্তরঃ রাজস্থান।
প্রশ্নঃ কোন শহরকে ভারতের শস্যাগার বলা হয়?
উত্তরঃ পাঞ্জাব।
প্রশ্নঃ লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মণিপুর।
প্রশ্নঃ কোন ভাইসরয়ের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ লর্ড ডাফরিন (১৮৮৫ সালে)।
প্রশ্নঃ টেলিস্কোপ কে আবিষ্কার করেন?
উত্তরঃ গ্যালিলিও গ্যালিলি।
প্রশ্নঃ পুঁজির বাজার (Capital Market)-এর নিয়ন্ত্রক সংস্থা কোনটি?
উত্তরঃ সেবি (SEBI)।
প্রশ্নঃ রাষ্ট্রপতির অধ্যাদেশ সংসদের পরবর্তী অধিবেশন শুরুর কতদিনের মধ্যে পাস করাতে হয়?
উত্তরঃ ৬ সপ্তাহ (অধ্যাদেশের মেয়াদ) বা ৬ মাসের (মধ্যে অধিবেশন ডাকতে হয়)।
প্রশ্নঃ লোকসভার কোনো সদস্য তাঁর পদত্যাগপত্র কার কাছে জমা দেন?
উত্তরঃ লোকসভার অধ্যক্ষের (স্পিকারের) কাছে।
প্রশ্নঃ ব্রিটিশ ভারতে রায়তওয়ারী বন্দোবস্ত প্রথম কোথায় চালু হয়?
উত্তরঃ মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে (১৮২০ সালে)।
প্রশ্নঃ মানবদেহের টিটেনাস রোগের কারণ কী?
উত্তরঃ ব্যাকটেরিয়া (ক্লস্ট্রিডিয়াম টিটেনি)।
প্রশ্নঃ কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিংক (১৮২৯ সালে)।
প্রশ্নঃ ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ২৬ নভেম্বর।
প্রশ্নঃ রাইবোফ্লাবিন অন্য কী নামে পরিচিত?
উত্তরঃ ভিটামিন B2।
প্রশ্নঃ কোন রোগটি ইঁদুরের মাধ্যমে ছড়ায়?
উত্তরঃ প্লেগ।
প্রশ্নঃ কে মন্ত্রিসভা এবং গভর্নরের মধ্যে যোগাযোগ রক্ষা করেন?
উত্তরঃ মুখ্যমন্ত্রী।
প্রশ্নঃ ফোবোস ও ডিমোস কোন গ্রহের প্রাকৃতিক উপগ্রহ?
উত্তরঃ মঙ্গল।
প্রশ্নঃ কোন শহর ভারতের ফরাসি উপনিবেশের রাজধানী ছিল?
উত্তরঃ পন্ডিচেরি।
প্রশ্নঃ ৭৪তম সাংবিধানিক সংশোধনী আইন কিসের সাথে সম্পর্কিত?
উত্তরঃ পৌরসভাগুলোকে সাংবিধানিক মর্যাদা দেওয়া।
প্রশ্নঃ কোন সম্রাট দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ কনিষ্ক।
প্রশ্নঃ অকাল তখত কে নির্মাণ করেছিলেন?
উত্তরঃ গুরু হরগোবিন্দ।
প্রশ্নঃ পিপঁড়ের হুলে কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ ফর্মিক অ্যাসিড।
প্রশ্নঃ কে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন?
উত্তরঃ লালা লাজপত রায়।
প্রশ্নঃ ঝাড়খন্ডের টুসু উৎসব কোন মাসের শেষ দিনে উদযাপিত হয়?
উত্তরঃ পৌষ মাস।
প্রশ্নঃ কে নববিধান প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ কেশবচন্দ্র সেন।
প্রশ্নঃ বিজয় স্তম্ভ কে নির্মাণ করেন?
উত্তরঃ মহারানা কুম্ভ।
প্রশ্নঃ জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ নামে পরিচিত?
উত্তরঃ সাধারণ সভা (General Assembly)।
প্রশ্নঃ হাইপারমেট্রোপিয়া কোন ধরনের লেন্সের সাহায্যে ঠিক করা যায়?
উত্তরঃ উত্তল লেন্স।
প্রশ্নঃ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রথম প্রবর্তন করেন?
উত্তরঃ লর্ড ক্লাইভ।
প্রশ্নঃ কে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন?
উত্তরঃ ঋষভনাথ বা আদিনাথ।
প্রশ্নঃ কোন বছর মহাত্মা গান্ধী তাঁর বিখ্যাত ডান্ডি মার্চ শুরু করেছিলেন?
উত্তরঃ ১৯৩০ সাল।
প্রশ্নঃ ইলোরা গুহার কৈলাশ মন্দির কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়?
উত্তরঃ রাষ্ট্রকূট।
প্রশ্নঃ সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ গোপালকৃষ্ণ গোখলে (১৯০৫ সালে)।
প্রশ্নঃ পার্বত্য মুশিক নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ শিবাজী।
প্রশ্নঃ তিতুমীরের আসল নাম কী ছিল?
উত্তরঃ সৈয়দ মীর নিসার আলী।
প্রশ্নঃ কোন বংশগত রোগকে রয়্যাল ডিজিজ বলা হয়?
উত্তরঃ হিমোফিলিয়া।
প্রশ্নঃ সুয়েজ খাল ভূমধ্যসাগরের সঙ্গে কোনটিকে সংযুক্ত করেছে?
উত্তরঃ লোহিত সাগর।
আরও পড়ুনঃ
✅ Kolkata Police Constable 2025 GK Set - 1
✅ WBSSC Group C & D 2025 GK Set - 1


Please do not enter any spam link in the comment box.