Kolkata Police Constable Exam 2025 - Most Expected GK Set - 3 | কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫

Ads

Kolkata Police Constable Exam 2025 - Most Expected GK Set - 3 | কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫

Kolkata Police Constable Exam 2025 - Most Expected GK Set - 3


কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫ পরীক্ষার প্রস্তুতিতে জেনারেল নলেজ (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিগত বছরের প্রশ্নপত্র, সাম্প্রতিক চলতি ঘটনা এবং পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ টপিক বিশ্লেষণ করে আমরা নিয়ে এসেছি Most Expected GK Set – 3, যা পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিশেষভাবে সহায়ক হবে। এখানে বাংলায় সহজ ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি সাজানো হয়েছে, যাতে আপনার প্রস্তুতি আরও শক্তিশালী হয় এবং পরীক্ষায় সঠিক নম্বর তোলা সহজ হয়। যারা Kolkata Police Constable Exam 2025 এর জন্য লক্ষ্য স্থির করেছেন, তাদের জন্য এই সেটটি অবশ্যই পড়ার মতো।


Kolkata Police Constable Exam 2025

কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫ জিকে প্রশ্নোত্তর


প্রশ্নঃ পানিপথের প্রথম যুদ্ধের ঠিক পরে কোন যুদ্ধ সংঘটিত হয়?

উত্তরঃ খানুয়ার যুদ্ধ (১৫২৭ সালে)।


প্রশ্নঃ মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে?

উত্তরঃ ফ্যাট (Fat)।


প্রশ্নঃ নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস (Glomerulus) থাকে?

উত্তরঃ নেফ্রন (Nephron)।


প্রশ্নঃ জোয়ার-ভাটার শক্তি হলো এক ধরনের কীসের উদাহরণ?

উত্তরঃ অপ্রচলিত শক্তির উদাহরণ।


প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?

উত্তরঃ ১৯১৪ সালের ২৮শে জুলাই।


প্রশ্নঃ মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সাথে যুক্ত? উত্তরঃ শাস্ত্রীয় নৃত্যশিল্পী (কুচিপুড়ি ও ভারতনাট্যম)।


প্রশ্নঃ লিভার সংক্রান্ত বিদ্যাকে কী বলে?

উত্তরঃ হেপাটোলজি (Hepatology)।


প্রশ্নঃ লোকসভায় পাশ করা অর্থবিল কতদিনের মধ্যে রাজ্যসভায় পাস করতে হয়?

উত্তরঃ ১৪ দিনের মধ্যে।


প্রশ্নঃ ভারতের কচ্ছের রণের সাথে নিচের কোন দেশের সীমানা রয়েছে?

উত্তরঃ পাকিস্তানের।


প্রশ্নঃ চোখে প্রতিচ্ছবি তৈরি হওয়ার জন্য আলো প্রথম কোন অংশ দিয়ে প্রবেশ করে?

উত্তরঃ কর্নিয়া (Cornea)।


প্রশ্নঃ ভারতে কোথায় ওরাং টাইগার রিজার্ভ (Orang Tiger Reserve) অবস্থিত?

উত্তরঃ আসামে।


প্রশ্নঃ কোন স্বাধীনতা সংগ্রামী মুন্ডক উপনিষদ থেকে 'সত্যমেব জয়তে' শব্দটি জনপ্রিয় করেন?

উত্তরঃ মদনমোহন মালব্য।


প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এঞ্জেল কোথায় অবস্থিত?

উত্তরঃ ভেনেজুয়েলাতে।


প্রশ্নঃ কে আগ্রা নগরীর প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ সিকান্দার লোদী।


প্রশ্নঃ দয়ানন্দ সরস্বতী কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন?

উত্তরঃ আর্য সমাজ (১৮৭৫ সালে)।


প্রশ্নঃ কোন সালে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন ভোটদানের বয়স ২১ থেকে ১৮ বছরে পরিবর্তিত করা হয়েছে?

উত্তরঃ ১৯৮৮ সালে (৬১তম সংবিধান সংশোধনী)।


প্রশ্নঃ উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?

উত্তরঃ কানপুরকে।


প্রশ্নঃ থার্মোফ্লাস্কের ভিতরের দেওয়াল চকচকে করা হয় কী প্রতিরোধ করতে?

উত্তরঃ বিকিরণ (Radiation)।


প্রশ্নঃ প্রিন্টার কী ধরনের ডিভাইস?

উত্তরঃ আউটপুট ডিভাইস।


প্রশ্নঃ মুর্শিদ কুলি খান তাঁর রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেছিলেন?

উত্তরঃ মুর্শিদাবাদে।


প্রশ্নঃ কোন নদীর উপর রঞ্জিত সাগর বাঁধটি (Ranjit Sagar Dam) নির্মিত হয়েছে?

উত্তরঃ রবি নদীর উপর।


প্রশ্নঃ সমুদ্রপথে ভারতে পৌঁছানো প্রথম ইউরোপীয় অভিযাত্রী কে?

উত্তরঃ ভাস্কো দা গামা (১৪৯৮ সালে)।


প্রশ্নঃ মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূম জেলায় কোন মেলা অনুষ্ঠিত হয়?

উত্তরঃ কেন্দুলি মেলা।


প্রশ্নঃ আমাদের সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি কোনটা?

উত্তরঃ অলিম্পাস মন্স (মঙ্গল গ্রহে অবস্থিত)।


প্রশ্নঃ চতুর্থ থেকে নবম শতাব্দীর মধ্যে কাঞ্চিপুরাম কোন রাজ্যের রাজধানী ছিল?

উত্তরঃ পল্লবদের।


প্রশ্নঃ ভারতে ভিক্টোরিয়া মেমোরিয়াল কবে নির্মিত হয়েছিল?

উত্তর: ১৯০৬ সালে।


প্রশ্নঃ গ্র্যান্ড ক্যানিয়ন (Grand Canyon) কোন দেশে রয়েছে?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।


প্রশ্নঃ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর: মোহাম্মদ আলী জিন্না।


প্রশ্নঃ ভারতের সুপ্রিম কোর্টে বিচারকদের সর্বোচ্চ সংখ্যা কত?

উত্তরঃ ৩৪ জন (৩৩ জন বিচারক + ১ জন প্রধান বিচারপতি)।


প্রশ্নঃ খুরদা বিদ্রোহ (Khordha Rebellion) কোথায় হয়েছিল?

উত্তরঃ উড়িশ্যায় (১৮১৭ সালে)।


প্রশ্নঃ ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?

উত্তরঃ অগ্র মস্তিষ্ক (Forebrain)।


প্রশ্নঃ মানুষের কোন হরমোনটা স্ট্রেস কন্ট্রোলে সবচেয়ে দ্রুত কাজ করে?

উত্তরঃ অ্যাড্রিনালিন।


প্রশ্নঃ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর কোন সালে মারা যান?

উত্তরঃ ১৮৬২ সালে (ভারতের শেষ মুঘল সম্রাট)।


প্রশ্নঃ মহান আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কবে?

উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩৩৬ থেকে ৩২৩ অব্দের মধ্যে।


আরও পড়ুনঃ

কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫ জিকে সেট - ২

কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫ জিকে সেট - ১



Post a Comment

0 Comments