6th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

Ads

6th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

6th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে হলে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে WBCS, WBPSC, SSC, Railway, WBP, Banking ও অন্যান্য চাকরির পরীক্ষায় সাম্প্রতিক ঘটনার উপর ভিত্তি করে বহু প্রশ্ন আসে। তাই আমরা প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি 6th December Daily Current Affairs in Bengali, যেখানে তুলে ধরা হয়েছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবর, অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, ক্রীড়া, পরিবেশসহ পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য।


6th December Daily Current Affairs in Bengali

সহজ বাংলা ভাষায় সাজানো এই Daily Current Affairs আপনাকে প্রতিদিন রিভিশন করতে ও পরীক্ষায় উচ্চ নম্বর পেতে বিশেষভাবে সাহায্য করবে।


6th December Daily Current Affairs in Bengali


প্রশ্ন: সম্প্রতি বিশ্ব মৃত্তিকা দিবস (World Soil Day) কবে পালিত হয়েছে?

উত্তর: ৫ ডিসেম্বর।


প্রশ্ন: সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যের হস্তনির্মিত রূপার ঘোড়া রাষ্ট্রপতি পুতিনকে উপহার দিয়েছেন?

উত্তর: মহারাষ্ট্র।


প্রশ্ন: কোন দেশের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ২০২৬ সালের মধ্যে গুরুগ্রামে তাদের প্রথম ভারতীয় ক্যাম্পাস খুলবে?

উত্তর: অস্ট্রেলিয়া।


প্রশ্ন: সম্প্রতি Reliance Retail Ventures Limited (RRVL)-এর চেয়ারম্যান এবং সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর: জয়েন্দ্রন বেণুগোপাল।


প্রশ্ন: সম্প্রতি আঞ্চলিক এআই ইমপ্যাক্ট সম্মেলন (Regional AI Impact Conference) ২০২৫ কোথায় আয়োজিত হয়েছে?

উত্তর: মেঘালয় (শিলং)।


প্রশ্ন: কৃষিক্ষেত্রে সৌরশক্তি ব্যবহারের জন্য দেশের সবচেয়ে অগ্রণী রাজ্য কোনটি হয়েছে?

উত্তর: মহারাষ্ট্র।


প্রশ্ন: সম্প্রতি কোন দেশের লুয়ানা লোপেস লারা সবচেয়ে কমবয়সী স্ব-নির্মিত (Self-made) মহিলা বিলিয়নেয়ার হয়েছেন?

উত্তর: ব্রাজিল।


প্রশ্ন: সম্প্রতি এম. সরবনন প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন?

উত্তর: একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা।


প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্য ত্রৈমাসিক স্থানান্তরের (Quarterly transfer) সাথে দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনাতে সংশোধন করেছে?

উত্তর: হরিয়ানা।


প্রশ্ন: সম্প্রতি কে জাতীয় ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব পুরস্কার (Rashtriya Vyaktiagat Utkrishta Puraskar) জিতেছেন?

উত্তর: প্রত্যেক মাধব (এটিএফ-এর সহ-প্রতিষ্ঠাতা)।


প্রশ্ন: সম্প্রতি কাকে এইচএসবিসি (HSBC)-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে?

উত্তর: ব্র্যান্ডন নেলসন।


প্রশ্ন: সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে বায়ুসেনা মহড়া 'গরুড় ২০২৫'-এর সমাপ্তি হয়েছে?

উত্তর: ফ্রান্স।


প্রশ্ন: সম্প্রতি কাকে ৩ বছরের জন্য ভারতে ব্যাংক অফ আমেরিকা এনএ (Bank of America NA)-এর সিইও নিযুক্ত করা হয়েছে?

উত্তর: বিক্রম সাহু।


প্রশ্ন: সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে রাজস্থানে 'হরিমৌ শক্তি' যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া শুরু হয়েছে?

উত্তর: মালয়েশিয়া।


প্রশ্ন: সম্প্রতি আর্থ সামিট (Earth Summit) ২০২৫-এর আয়োজন কোথায় করা হয়েছে?

উত্তর: গুজরাটের গান্ধী নগর।


আরও পড়ুনঃ

5th December Daily Current Affairs

4th December Daily Current Affairs



Post a Comment

0 Comments