WBSSC Group C & D 2025 GK Set 2: SSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (Bengali)

Ads

WBSSC Group C & D 2025 GK Set 2: SSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (Bengali)

WBSSC Group C & D 2025 GK Set 2: SSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (Bengali)


WBSSC Group C & D 2025 GK – সেট ২–এ আপনাদের স্বাগতম। WBSSC Group C ও Group D পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে প্রতিবারই বেশ কিছু প্রশ্ন আসে। পরীক্ষার সর্বশেষ সিলেবাস ও পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এই সেটে গুরুত্বপূর্ণ GK প্রশ্নোত্তর নির্বাচন করা হয়েছে।

এই পোস্টে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান, সাম্প্রতিক ঘটনা ও বেসিক জিকে—সব মিলিয়ে পরীক্ষামুখী প্রশ্নগুলো সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে। বাংলা মাধ্যমের পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এই সেটটি নিয়মিত প্র্যাকটিস করলে আপনার প্রস্তুতি হবে আরও মজবুত এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে।


WBSSC Group C & D 2025 GK in Bengali

WBSSC Group C & D 2025 GK in Bengali


১. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: গোপাল।

(অতিরিক্ত তথ্য: পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ধর্মপালকে। তিনি বিক্রমশিলা মহাবিহার নির্মাণ করেছিলেন।)


২. বাংলার নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?

উত্তর: রাজা রামমোহন রায়।


৩. গৌতম বুদ্ধ তাঁর প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন?

উত্তর: সারনাথ।

(অতিরিক্ত তথ্য: বুদ্ধের জন্ম লুম্বিনীতে এবং তিনি জ্ঞান অর্জন করেছিলেন বোধগয়াতে।)


৪. 'আইন-ই-আকবরি' গ্রন্থের লেখক কে?

উত্তর: আবুল ফজল।


৫. নেতাজী সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন?

উত্তর: চিত্তরঞ্জন দাশ।


৬. নবাব সিরাজউদ্দৌলা কত সালে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেছিলেন?

উত্তর: ১৭৫৭ সালের ফেব্রুয়ারি মাসে।


৭. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) কত সালে জাতীয়করণ করা হয়েছিল?

উত্তর: ১৯৪৯ সালে।

(অতিরিক্ত তথ্য: আরবিআই স্থাপিত হয় ১৯৩৫ সালে। এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত।)


৮. ভারতে প্রথম জাতীয় আয় (National Income) কে নির্ধারণ করেছিলেন?

উত্তর: দাদাভাই নৌরজি।

(অতিরিক্ত তথ্য: তাঁর লেখা বিখ্যাত বই হলো ‘Poverty and Un-British Rule in India’।)


৯. কত সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য (Fundamental Duties) যুক্ত হয়েছিল?

উত্তর: ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।

(অতিরিক্ত তথ্য: বর্তমানে সংবিধানে ১১টি মৌলিক কর্তব্য আছে।)


১০. রাজ্যসভার সদস্য হওয়ার জন্য নূন্যতম বয়স কত হওয়া প্রয়োজন?

উত্তর: ৩০ বছর।


১১. শিক্ষার অধিকার আইন (RTE Act) কত সালে পাস হয়?

উত্তর: ২০০৯ সালে।


১২. পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কী?

উত্তর: আতাকামা মরুভূমি (চিলিতে অবস্থিত)।


১৩. ভারতের কোন রাজ্যকে ‘শস্য ভাণ্ডার’ বা ‘শস্য বাটি’ বলা হয়?

উত্তর: পাঞ্জাব।

(অতিরিক্ত তথ্য: দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তামিলনাড়ুর থাঞ্জাভুরকে।)


১৪. বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: বিহার।


১৫. মেত্তুর বাঁধ (Mettur Dam) কোন নদীর ওপর অবস্থিত?

উত্তর: কাবেরী নদী (তামিলনাড়ু)।


১৬. রক্ত সংবহন তন্ত্র (Blood Circulation) কে আবিষ্কার করেছিলেন?

উত্তর: উইলিয়াম হার্ভে।


১৭. ইন্টারনেটের জনক কাকে বলা হয়?

উত্তর: ভিন্ট সার্ফ (Vint Cerf)।


১৮. কম্পিউটারের প্রোগ্রামিং ভুল বা এরর (Error) কী নামে পরিচিত?

উত্তর: বাগ (Bug)।


১৯. WBBSE-এর পুরো নাম কী?

উত্তর: West Bengal Board of Secondary Education.


২০. পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়?

উত্তর: ২০১৩ সালে।


২১. NEP 2020-এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

উত্তর: ডঃ কে. কস্তুরীরঙ্গন।


২২. বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়?

উত্তর: ২০১৫ সালে।


২৩. ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত?

উত্তর: টেনিস।


২৪. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?

উত্তর: গীতাঞ্জলি (১৯১৩ সালে)।


২৫. পশ্চিমবঙ্গের নববর্ষের দিনটি কী নামে পরিচিত?

উত্তর: পহেলা বৈশাখ।


২৬. শের-ই-বাঙাল নামে কে পরিচিত ছিলেন?

উত্তর: এ. কে. ফজলুল হক।


২৭. কোশ (Cell) কে আবিষ্কার করেন?

উত্তর: রবার্ট হুক।


২৮. মৌলিক অধিকার হিসেবে শিক্ষার অধিকার কত নম্বর ধারায় আছে?

উত্তর: ২১ এর এ (21A) ধারায়।


২৯. ভারতের আর্থিক রাজধানী বলা হয় কোন শহরকে?

উত্তর: মুম্বাই।


৩০. কাকে জীন তত্ত্বের জনক বলা হয়?

উত্তর: গ্রেগার জোহান মেন্ডেল।


আরও পড়ুনঃ

WBSSC Group C & D 2025 GK in Bengali Set 1

KP Constable GK Question in Bengali Set 7


Tags

Post a Comment

0 Comments