KP Constable GK Question in Bengali Set 7 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

Ads

KP Constable GK Question in Bengali Set 7 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

KP Constable GK Question in Bengali Set 7 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর


KP Constable GK Question in Bengali Set 7–এ আপনাকে স্বাগতম। কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫ পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে আজ আমরা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK) প্রশ্ন ও উত্তর। এখানে দেওয়া প্রতিটি প্রশ্ন WB Police ও KP Constable পরীক্ষার সিলেবাস অনুযায়ী সাজানো, সহজ ভাষায় ব্যাখ্যাসহ তুলে ধরা হয়েছে যাতে আপনি অল্প সময়ে বেশি তথ্য মনে রাখতে পারেন।

এ সেটটি বিশেষভাবে Bengali medium প্রার্থীদের জন্য তৈরি, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা এবং বেসিক জিকে—সব ধরনের গুরুত্বপূর্ণ টপিক কভার করা হয়েছে। নিয়মিত এই ধরনের সেট প্র্যাকটিস করলে আপনার স্কোর ও আত্মবিশ্বাস দুইই বৃদ্ধি পাবে।


KP Constable GK Question in Bengali Set 7

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫: গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর


প্রশ্ন: ১৯২৪ সালে কংগ্রেসের বেলগাঁও অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উত্তর: মহাত্মা গান্ধী।


প্রশ্ন: বাল গঙ্গাধর তিলক সম্পাদিত কোন সংবাদপত্র ব্রিটিশ শাসনের অন্যতম কট্টর সমালোচক ছিল?

উত্তর: কেশরী (মারাঠি ভাষায়)।


প্রশ্ন: মানবদেহের কোন অংশটি 'রাসায়নিক কারখানা' নামে পরিচিত?

উত্তর: যকৃৎ (লিভার)।


প্রশ্ন: আমাদের বায়ুমণ্ডলে কত শতাংশ নাইট্রোজেন আছে?

উত্তর: ৭৮%।


প্রশ্ন: ভারতীয় নৌবাহিনীর জনক কাকে বলা হয়?

উত্তর: ছত্রপতি শিবাজী মহারাজ।


প্রশ্ন: ভারত-পাকিস্তান কারগিল যুদ্ধের সাংকেতিক নাম কী ছিল?

উত্তর: অপারেশন বিজয়।


প্রশ্ন: ডাউনস নামক নাতিশীতোষ্ণ তৃণভূমি কোন দেশে অবস্থিত?

উত্তর: অস্ট্রেলিয়া।


প্রশ্ন: বৈদ্যুতিক আধানের এসআই একক কী?

উত্তর: কুলম্ব।


প্রশ্ন: মানবদেহের কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে?

উত্তর: যকৃৎ।


প্রশ্ন: গদর পার্টি কত সালে গঠিত হয়?

উত্তর: ১৯১৩ সালে।


প্রশ্ন: দস্তা প্রলেপযুক্ত লোহা কী নামে পরিচিত?

উত্তর: গ্যালভানাইজ লোহা।


প্রশ্ন: ভারতের পশ্চিমে কোন মহাসাগর বা সমুদ্র অবস্থিত?

উত্তর: আরব সাগর।


প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত?

উত্তর: পাঞ্জাবের অমৃতসরে।


প্রশ্ন: উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় কোন গাছ থেকে?

উত্তর: সর্পগন্ধা (রেশার পিন পাওয়া যায়)।


প্রশ্ন: কততম সংশোধনীতে ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছে?

উত্তর: ৬১তম সংশোধনীতে (কার্যকর হয় ১৯৮৯ সালে)।


প্রশ্ন: গ্রীনহাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রার কী পরিবর্তন হয়?

উত্তর: বেড়ে যায় (গ্লোবাল ওয়ার্মিং হয়)।


প্রশ্ন: পটচিত্র কোন রাজ্যের লোকচিত্রকলা?

উত্তর: ওড়িশা।


প্রশ্ন: ভারতের কোন শহরকে 'দাক্ষিণাত্যের রানী' বলা হয়?

উত্তর: পুনে।


প্রশ্ন: হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত?

উত্তর: ২।


প্রশ্ন: স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পান্ডের মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হয়েছিল?

উত্তর: ৮ই এপ্রিল, ১৮৫৭।


প্রশ্ন: সুইডেনের রাজধানী কী?

উত্তর: স্টকহোম।


প্রশ্ন: বিজ্ঞানের কোন শাখাটিতে ভ্রুণ নিয়ে আলোচনা করা হয়?

উত্তর: এমব্রায়োলজি।


প্রশ্ন: 'বিষ বৃক্ষ' উপন্যাসটি কে লিখেছেন?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


প্রশ্ন: মিহির সেন কী জন্য পরিচিত?

উত্তর: প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইংলিশ চ্যানেল পার করার জন্য।


প্রশ্ন: আমেরিকা যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?

উত্তর: কংগ্রেস।


প্রশ্ন: কোন শিখ গুরুর জন্মবার্ষিকীতে গুরু পর্ব পালিত হয়?

উত্তর: গুরু নানক।


প্রশ্ন: রেফ্রিজারেটর থেকে কোন গ্যাস নির্গত হয়?

উত্তর: ক্লোরোফ্লুরোকার্বন (CFC)।


প্রশ্ন: কোন জাতীয় উদ্যানটি গন্ডারের জন্য বিখ্যাত?

উত্তর: গরুমারা জাতীয় উদ্যান।


প্রশ্ন: ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটা?

উত্তর: জ্ঞানপীঠ পুরস্কার।


প্রশ্ন: উইন্ডোজ এক্সপ্লোরার কী?

উত্তর: একটি ফাইল ম্যানেজার।


প্রশ্ন: ভারতের সাথে কোন দেশের দীর্ঘতম সীমান্ত আছে?

উত্তর: বাংলাদেশের।


প্রশ্ন: জাতীয় যুব দিবস কবে পালন করা হয়?

উত্তর: ১২ই জানুয়ারি (বিবেকানন্দ জয়ন্তী)।


প্রশ্ন: ভারতের কোন রাজ্যে কোনার্ক নৃত্য উৎসব (Konark Dance Festival) পালন করা হয়?

উত্তর: ওড়িশা।


প্রশ্ন: গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান কোথায় রয়েছে?

উত্তর: ছত্তিসগড়।


আরও পড়ুনঃ

Kolkata Police Constable 2025 GK Set - 6

Kolkata Police Constable 2025 GK Set - 5



Post a Comment

0 Comments