Indian Geography GK in Bengali Set 3: KP Constable 2025 ও WBSSC 2025
Indian Geography GK in Bengali Set 3–এ আপনাদের স্বাগতম। KP Constable 2025 ও WBSSC 2025 সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতীয় ভূগোল (Indian Geography) থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তাই পরীক্ষার কথা মাথায় রেখে এই সেটে ভারতের নদী, পর্বত, মালভূমি, জলবায়ু, মৃত্তিকা, খনিজ সম্পদ ও গুরুত্বপূর্ণ ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে নির্বাচিত প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়েছে।
বাংলা মাধ্যমের পরীক্ষার্থীদের জন্য সহজ ও পরিষ্কার ভাষায় সাজানো এই প্রশ্নোত্তরগুলি দ্রুত রিভিশনের জন্য অত্যন্ত উপযোগী। নিয়মিত এই ধরনের Geography GK সেট প্র্যাকটিস করলে আপনার প্রস্তুতি আরও মজবুত হবে এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
ভারতের ভূগোল: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ইদুক্কি পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত?
উত্তর: পেরিয়ার নদী।
প্রশ্ন: দিবাং-দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: অরুণাচল প্রদেশ।
প্রশ্ন: কোন নদীর উপর রঞ্জিত সাগর বাঁধ (থেইন বাঁধ) নির্মিত হয়েছে?
উত্তর: রাভি নদীর।
প্রশ্ন: কুরনুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: তুঙ্গভদ্রা।
প্রশ্ন: শীত্রাং নামক ঝড়টির নামকরণ করেছে কোন দেশ?
উত্তর: থাইল্যান্ড।
প্রশ্ন: খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কী?
উত্তর: লুম শাইলং (Lum Shyllong)।
প্রশ্ন: ইরাবিকুলাম ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে?
উত্তর: কেরালা।
প্রশ্ন: অমরকন্টক কোথায় রয়েছে?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন: কাথিয়াওয়ার উপদ্বীপ অবস্থিত কোথায়?
উত্তর: গুজরাট।
প্রশ্ন: স্কেলিটন হ্রদ (রূপকুন্ড) ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: উত্তরাখন্ড।
প্রশ্ন: ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা?
উত্তর: পলি মৃত্তিকা।
প্রশ্ন: মানালী শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে?
উত্তর: বিপাশা (বিয়াস)।
প্রশ্ন: নন্দাদেবী পর্বত শৃঙ্গ কোথায় রয়েছে?
উত্তর: উত্তরাখন্ড।
প্রশ্ন: পেঁয়াজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তর: মহারাষ্ট্র।
প্রশ্ন: কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ (Asteroid Belt) রয়েছে?
উত্তর: মঙ্গল আর বৃহস্পতি
প্রশ্ন: চন্দ্রযান-৩ কবে চাঁদের মাটি স্পর্শ করেছিল?
উত্তর: ২৩শে আগস্ট, ২০২৩।
প্রশ্ন: মঙ্গলযান মিশনে কোন রকেট ব্যবহার করা হয়েছিল?
উত্তর: পিএসএলভি সি-২৫।
প্রশ্ন: নিসার মিশন কারা পরিচালনা করছে?
উত্তর: ইসরো আর নাসা।
প্রশ্ন: মঙ্গল পারসিভিয়ারেন্স রোভার পাঠিয়েছে কোন সংস্থা?
উত্তর: নাসা।
প্রশ্ন: থার্মোস্ফিয়ার স্তরে কোন উপগ্রহ ঘোরে?
উত্তর: আবহাওয়া স্যাটেলাইট।
প্রশ্ন: সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ কত?
উত্তর: ১০১৩.২৫ মিলিবার।
প্রশ্ন: ভারতকে কতগুলো ভূমিকম্প অঞ্চলে (জোন) ভাগ করা হয়েছে?
উত্তর: চারটি (জোন ২, জোন ৩, জোন ৪, জোন ৫)।
প্রশ্ন: মার্বেল কোন জাতীয় শিলা?
উত্তর: রূপান্তরিত শিলা।
প্রশ্ন: কোন শিলায় কয়লা আর পেট্রোলিয়াম পাওয়া যায়?
উত্তর: পাললিক (সঞ্জয়জাত) শিলা
প্রশ্ন: পৃথিবীর ভূত্বকে দ্বিতীয় সর্বাধিক পরিমাণে পাওয়া যায় কোন উপাদান?
উত্তর: সিলিকন।
প্রশ্ন: পৃথিবীর ভূত্বকে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় কোন উপাদান?
উত্তর: অক্সিজেন।
প্রশ্ন: গর্জনশীল চল্লিসা (Roaring Forties) কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর: দক্ষিণ গোলার্ধে (৪০° থেকে ৫০° অক্ষাংশে)।
প্রশ্ন: পৃথিবীতে মোট কতগুলো বায়ুচাপ বলায় আছে?
উত্তর: ৭টা।
প্রশ্ন: হঠাৎ ব্যারোমিটারের উচ্চতার হ্রাস পাওয়া কী নির্দেশ করে?
উত্তর: নিম্নচাপ তৈরি (ঝড়ের সম্ভাবনা)।
প্রশ্ন: গ্রাবরেখা গঠিত হয় কোথায়?
উত্তর: হিমবাহু অঞ্চলে।
প্রশ্ন: কোন অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে।
প্রশ্ন: ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা?
উত্তর: ইন্দিরা পয়েন্ট।
প্রশ্ন: তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে?
উত্তর: ২ জুন, ২০১৪।
প্রশ্ন: হুইলার দ্বীপের নতুন নাম কী?
উত্তর: আব্দুল কালাম দ্বীপ।
প্রশ্ন: আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা?
উত্তর: রাজস্থান।
প্রশ্ন: কোন পর্বতমালায় বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ K2 রয়েছে?
উত্তর: কারাকোরাম পর্বতমালায়।
প্রশ্ন: নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: দোদাবেতা।
প্রশ্ন: আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি?
উত্তর: স্যাডেল পিক।
প্রশ্ন: ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কোনটা?
উত্তর: তাপমাত্রা।
প্রশ্ন: ভারতের শুষ্কতম অংশ কোনটা?
উত্তর: পশ্চিম রাজস্থান।
প্রশ্ন: ভারতে মৃত্তিকা ক্ষয়ের মনুষ্যজনিত একটি গুরুত্বপূর্ণ কারণ?
উত্তর: বৃক্ষছেদন
প্রশ্ন: ভারতের কোন রাজ্যের পতিত জমির পরিমাণ সর্বাধিক?
উত্তর: রাজস্থানে।
প্রশ্ন: পর্বতের পাদদেশের নূড়ি বালি পরিঘঠিত মাটি কী নামে পরিচিত?
উত্তর: ভাবর।
প্রশ্ন: ভারতের বৃহত্তম জলসেচের খাল কোনটা?
উত্তর: ইন্দিরা গান্ধী খাল।
প্রশ্ন: কোন রাজ্যে সর্বাধিক সেচ সেবিত কৃষি জমি আছে?
উত্তর: উত্তরপ্রদেশ।
প্রশ্ন: কোন রাজ্য স্টেপওয়েলস (ধাপে ধাপে কুয়ো) এর জন্য বিখ্যাত?
উত্তর: গুজরাট।
প্রশ্ন: ঝুম কী?
উত্তর: একটা কৃষি পদ্ধতি (স্থানান্তরিত কৃষি)।
প্রশ্ন: ভারতীয় টি-বোর্ড কোন শহরে অবস্থিত?
উত্তর: কলকাতা।
প্রশ্ন:
ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা কোনটা?
উত্তর: চিকমাকালুরু।
প্রশ্ন: ভারতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে?
উত্তর: কেরালা।
প্রশ্ন: ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর: লাক্ষাদ্বীপ।
প্রশ্ন: হিমালয়ের পাদদেশের তরাই আর ডুয়ারস অঞ্চলে কোন উদ্ভিদ দেখা যায়?
উত্তর: পর্ণমোচি।
প্রশ্ন: কোন পাতাগুলো দিয়ে বিড়ি তৈরি করা হয়?
উত্তর: কেন্দু পাতা।
প্রশ্ন: লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: পুষ্কর উপত্যকা।
প্রশ্ন: মাহি নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: বিন্ধ্য পর্বত শ্রেণী।
প্রশ্ন: শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত?
উত্তর: কাবেরী।
প্রশ্ন: ভারতের মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটি?
উত্তর: লুনি।
প্রশ্ন: যোগ বা গেরসোপ্পা জলপ্রপাতের নতুন নাম কী?
উত্তর: মহাত্মা গান্ধী জলপ্রপাত।
প্রশ্ন: রেল ইঞ্জিনে এবং কোক আর গ্যাস প্রস্তুতিতে প্রধানত কোন কয়লা ব্যবহার করা হয়?
উত্তর: বিটুমিনাস।
প্রশ্ন: সর্বনিম্নমানের কয়লা কোনটা?
উত্তর: পিট।
প্রশ্ন: তরল সোনা কথাটি কোন খনিজকে বোঝাতে ব্যবহার করা হয়?
উত্তর: পেট্রোলিয়াম।
প্রশ্ন: ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র কোনটি?
উত্তর: বোম্বে হাই তৈলক্ষেত্র।
প্রশ্ন: ম্যাগনেটাইট কোন ধাতুর প্রধান আকরিক?
উত্তর: লোহা।
প্রশ্ন: তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত?
উত্তর: ভাগীরথী।
প্রশ্ন: আধুনিক শিল্পদানব কোন শিল্পকে বলে?
উত্তর: পেট্রোরসায়ন শিল্পকে।
প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি কোম্পানি কোনটি?
উত্তর: TCS (টাটা কনসালটেন্সি সার্ভিসেস)।
প্রশ্ন: সংযোজন ভিত্তিক শিল্প (Assembly Industry) কোন শিল্পকে বলে?
উত্তর: মোটর গাড়ি নির্মাণ শিল্পকে।
প্রশ্ন: TISCO কোন নদীর তীরে গড়ে উঠেছে?
উত্তর: সুবর্ণরেখা ও খরকাই।
প্রশ্ন: কোন দেশকে সুখী দেশ (Happiest Country) বলা হয়?
উত্তর: ফিনল্যান্ড।
প্রশ্ন: বৈকাল হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর: রাশিয়া (দক্ষিণ সাইবেরিয়া)।
আরও পড়ুনঃ
✅ KP Constable ও WBSSC 2025 Geography GK - 2
✅ KP Constable ও WBSSC 2025 Geography GK - 1


Please do not enter any spam link in the comment box.