Geography GK in Bengali Set 1 - WBSSC ও KP Constable পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নোত্তর
Geography GK in Bengali Set 1 –এ আপনাদের স্বাগতম। WBSSC, KP Constable, WBP, Rail, SSC এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোল (Geography) থেকে নিয়মিত প্রশ্ন আসে। তাই এই পোস্টে আমরা তুলে ধরেছি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নোত্তর, সহজ ভাষায় ব্যাখ্যাসহ।
বাংলা মাধ্যমের পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এই সেটটি আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং স্বল্প সময়ে বেশি তথ্য মনে রাখতে সাহায্য করবে। নিয়মিত প্র্যাকটিস করলে পরীক্ষায় স্কোর বাড়বে নিশ্চিত।
ভারতের ভূগোল: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে?
উত্তর: শ্রীলঙ্কা।
প্রশ্ন: আয়তনে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা?
উত্তর: লাক্ষাদ্বীপ।
প্রশ্ন: গুজরাটের কত ঘন্টা আগে অরুণাচল প্রদেশে সূর্যোদয় হবে?
উত্তর: দু ঘন্টা।
প্রশ্ন: সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: ধূপগড়।
প্রশ্ন: থর মরুভূমির চলমান বালিয়ারিকে কী বলে?
উত্তর: থ্রিয়ান।
প্রশ্ন: কোলেরু হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর: গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝখানে (অন্ধ্রপ্রদেশ)।
প্রশ্ন: কোন দুই পর্বত শ্রেণীর মধ্যে কাশ্মীর উপত্যকা অবস্থিত?
উত্তর: গ্রেট হিমালয় ও পীরপাঞ্জাল।
প্রশ্ন: আরাবলি পর্বত কী?
উত্তর: ক্ষয়জাত পর্বত (প্রাচীন ভঙ্গিল পর্বত)।
প্রশ্ন: নর্মদা আর তাপ্তির উপত্যকার মাঝে কোন পর্বত শ্রেণী অবস্থিত?
উত্তর: সাতপুরা।
প্রশ্ন: মণিপুরের বিখ্যাত হ্রদের নাম কী?
উত্তর: লোকটাক।
প্রশ্ন: কোন রাজ্যে বছরে দুবার বর্ষাকাল হয়?
উত্তর: তামিলনাড়ু।
প্রশ্ন: ভারতের জলবায়ু কীরকম?
উত্তর: ক্রান্তীয় ও মৌসুমী জলবায়ু।
প্রশ্ন: কোনটি ভারতের আদ্রতম স্থান?
উত্তর: মৌসিনরাম।
প্রশ্ন: ভারতে প্রথম কোন পদ্ধতিতে অধিকাংশ বৃষ্টিপাত হয়?
উত্তর: শৈলৎক্ষেপ বৃষ্টিপাত।
প্রশ্ন: ভারতের শুষ্কতম অঞ্চল কোনটা?
উত্তর: জয়শালমির।
প্রশ্ন: ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা?
উত্তর: পলি মৃত্তিকা।
প্রশ্ন: রেগুর মৃত্তিকা কোনটি চাষের জন্য সুপরিচিত?
উত্তর: কার্পাস (তুলা)।
প্রশ্ন: ভারতের তুলা চাষের উপযোগী অঞ্চল কোনটি?
উত্তর: দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল।
প্রশ্ন: ভারতের মাটি গবেষণাগার কোথায় রয়েছে?
উত্তর: দেরাদুন।
প্রশ্ন: ভারতের দীর্ঘতম সেচ ক্যানেল কোনটা?
উত্তর: ইন্দিরা গান্ধী।
প্রশ্ন: পুরিং কথাটা কোন চাষের সাথে যুক্ত?
উত্তর: চা চাষ।
প্রশ্ন: অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত?
উত্তর: দুধ উৎপাদন।
প্রশ্ন: ভারতের কোন রাজ্যে সর্বাধিক আক উৎপন্ন হয়?
উত্তর: উত্তরপ্রদেশ (ইউপি)।
প্রশ্ন: ভারতে কার্পাস চাষ সবথেকে ভালো হয় কোন মাটিতে?
উত্তর: কৃষ্ণ মৃত্তিকাতে।
প্রশ্ন: সবুজ বিপ্লব প্রথম কোথায় হয়েছিল?
উত্তর: পাঞ্জাব আর হরিয়ানা।
প্রশ্ন: বাণিজ্যিকভাবে রেশম চাষ বা রেশমপুটি চাষকে কী বলে?
উত্তর: সেরিকালচার।
প্রশ্ন: ভারতের সর্বপ্রথম কফি চাষের প্রচলন কোথায় হয়?
উত্তর: কর্ণাটকে।
প্রশ্ন: ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে?
উত্তর: কটক।
প্রশ্ন: ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে?
উত্তর: ১৮৮১ সালে।
প্রশ্ন: ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
উত্তর: কেরালা।
প্রশ্ন: বাংলাদেশের কোন প্রধান নদী গঙ্গার শাখা নদী? উত্তর: পদ্মা।
প্রশ্ন: ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি?
উত্তর: গোদাবরী।
প্রশ্ন: উৎপত্তিস্থলে গঙ্গা নদী কী নামে পরিচিত?
উত্তর: ভাগীরথী।
প্রশ্ন: সাতপুরা আর বিন্ধ্য পর্বতের মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে?
উত্তর: নর্মদা নদী।
প্রশ্ন: কোন নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত?
উত্তর: কৃষ্ণা।
প্রশ্ন: ত্রাসের নদী নামে কোন নদী পরিচিত?
উত্তর: তিস্তা।
প্রশ্ন: কোন নদী বৃদ্ধগঙ্গা নামে পরিচিত?
উত্তর: গোদাবরী।
প্রশ্ন: দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: গোদাবরী।
প্রশ্ন: ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কী?
উত্তর: কুঞ্চিগল।
প্রশ্ন: ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা কোনটি?
উত্তর: দামোদর পরিকল্পনা।
প্রশ্ন: হীরাকুদ নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত?
উত্তর: মহানদী।
প্রশ্ন: কোন শহরটি গোমতি নদীর তীরে অবস্থিত?
উত্তর: লখনৌ।
প্রশ্ন: ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায় হয়েছে?
উত্তর: চেমায়ুং-দুং হিমবাহ।
প্রশ্ন: কোন নদীর জলবন্টন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে বিতর্ক রয়েছে?
উত্তর: নর্মদা।
প্রশ্ন: বিখ্যাত গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উত্তর: শরাবতী নদী।
প্রশ্ন: মাজুলি দ্বীপ কোন নদীর উপর অবস্থিত?
উত্তর: ব্রহ্মপুত্র (বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ)।
প্রশ্ন: লুনি নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর: কচ্ছ উপসাগরে।
প্রশ্ন: ভারতের বৃহত্তম কয়লাখনি অঞ্চল কোনটি?
উত্তর: ঝরিয়া।
প্রশ্ন: কোন ধরনের কয়লাকে ব্রাউন কোল বা বাদামি কয়লা বলা হয়?
উত্তর: লিগনাইট।
প্রশ্ন: তরল সোনা কথাটি কোন খনিজকে বোঝাতে ব্যবহৃত হয়?
উত্তর: পেট্রোলিয়াম।
প্রশ্ন: ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র কোনটি?
উত্তর: বোম্বে হাই।
প্রশ্ন: ভারতে বক্সাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে আছে?
উত্তর: উড়িষ্যা।
প্রশ্ন: ভারতের রাজস্থানের ক্ষেত্রী অঞ্চল কোন খনিজের জন্য বিখ্যাত?
উত্তর: তামা।
প্রশ্ন: ভারতের সবচেয়ে বেশি সৌরশক্তি উৎপন্ন হয় কোন রাজ্যে?
উত্তর: রাজস্থান।
প্রশ্ন: ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র কোথায় রয়েছে?
উত্তর: মুপান্ডাল (তামিলনাড়ু)।
প্রশ্ন: তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত?
উত্তর: ভাগীরথী।
আরও পড়ুনঃ
✅ KP Constable GK Question in Bengali Set 6
✅ মুঘল সাম্রাজ্য গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর (Most Expected)


Please do not enter any spam link in the comment box.