KP Constable 2025: মুঘল সাম্রাজ্য গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর (Most Expected)
KP Constable 2025 পরীক্ষায় ইতিহাস থেকে বিশেষ করে মুঘল সাম্রাজ্য বিষয়টি বারবার প্রশ্ন আসে। তাই পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করতে আমরা এখানে তুলে ধরেছি মুঘল যুগের গুরুত্বপূর্ণ ও Most Expected GK প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নগুলি পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র, সাম্প্রতিক এক্সাম ট্রেন্ড এবং বিশেষজ্ঞ বিশ্লেষণের ভিত্তিতে বাছাই করা হয়েছে, যা KP Constable 2025 পরীক্ষায় আপনাকে নিশ্চিতভাবে বাড়তি নম্বর পেতে সাহায্য করবে।
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, শাসকদের প্রশাসনিক দক্ষতা, যুদ্ধ, সংস্কৃতি ও শিল্পসহ যেসব টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি—সবকিছু সহজ ও পরীক্ষামুখীভাবে এখানে সাজানো হয়েছে। নিয়মিত প্র্যাকটিস করলে এই সেটটি আপনার Final Revision–এ অত্যন্ত সহায়ক হবে।
মোগল সাম্রাজ্য : গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সম্রাট আকবরের দরবারে রাজস্ব মন্ত্রী (Finance Minister) বা দেওয়ান-ই-আশরাফ কে ছিলেন?
(ক) আবুল ফজল
(খ) টোডোর মল
(গ) বীরবল
(ঘ) রাজা মানসিংহ
সঠিক উত্তর: (খ) টোডোর মল
প্রশ্ন: ১৫৫৬ সালের পানিপথের দ্বিতীয় যুদ্ধে (হেমু-আকবর) আকবরের পক্ষে মুঘল সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?
(ক) মানসিংহ
(খ) আবুল ফজল
(গ) টোডোর মল
(ঘ) বৈরাম খান
সঠিক উত্তর: (ঘ) বৈরাম খান
প্রশ্ন: ১৫৭৫ সালে গুজরাট জয়ের স্মৃতি হিসেবে ফতেপুর সিক্রি শহরটি কে নির্মাণ করেন?
(ক) বাবর
(খ) হুমায়ুন
(গ) আকবর
(ঘ) শাহজাহান
সঠিক উত্তর: (গ) আকবর
প্রশ্ন: ১৬৯০ সালে কলকাতা নগরীর পত্তনকারী এবং জিজিয়াকর পুনঃপ্রবর্তনকারী মুঘল সম্রাট ঔরঙ্গজেব ১৭০৭ সালে কোথায় মৃত্যুবরণ করেন?
(ক) ঔরঙ্গাবাদ
(খ) দিল্লি
(গ) লাহোর
(ঘ) আহমেদনগরে
সঠিক উত্তর: (ঘ) আহমেদনগরে।
প্রশ্ন: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপনের অনুমতি দিয়ে ফরমান জারি করেছিলেন কোন মুঘল সম্রাট?
(ক) আকবর
(খ) জাহাঙ্গীর
(গ) শাহজাহান
(ঘ) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: (খ) জাহাঙ্গীর।
প্রশ্ন: মুঘল দরবারে বিখ্যাত ময়ূর সিংহাসন (তখত-ই-তাউস) কে তৈরি করেছিলেন?
(ক) আবুল ফজল
(খ) বৈরাম খান
(গ) বেবাদল খান
(ঘ) মির্জা মোহাম্মদ কাজিম
সঠিক উত্তর: (গ) বেবাদল খান
প্রশ্ন: আকবর তাঁর পুত্র সেলিমের নামকরণ করেন সুফি সাধক সেলিম চিশতির নামে; এই পুত্র পরে কোন নামে মুঘল সিংহাসনে বসেন?
(ক) শাহজাহান
(খ) ঔরঙ্গজেব
(গ) জাহাঙ্গীর
(ঘ) হুমায়ুন
সঠিক উত্তর: (গ) জাহাঙ্গীর।
প্রশ্ন: 'নুরুদ্দিন জাহাঙ্গীর পাদশাহ গাজী' উপাধি নিয়ে যিনি সিংহাসনে বসেছিলেন, তাঁর আসল নাম সেলিম। তিনি কে?
(ক) বাবর
(খ) আকবর
(গ) জাহাঙ্গীর
(ঘ) শাহজাহান
সঠিক উত্তর: (গ) জাহাঙ্গীর।
প্রশ্ন: টোডোর মল কর্তৃক চালু করা দশসালা বা জাবতি ব্যবস্থা (Japti System) কার শাসন আমলে চালু হয়েছিল?
(ক) বাবর
(খ) শের শাহ
(গ) আকবর
(ঘ) শাহজাহান
সঠিক উত্তর: (গ) আকবর।
প্রশ্ন: কোন মুঘল সম্রাটের মুদ্রায় হিন্দু প্রতীক স্বস্তিকাকে চিত্রিত করা হয়েছিল?
(ক) বাবর
(খ) হুমায়ুন
(গ) আকবর
(ঘ) জাহাঙ্গীর
সঠিক উত্তর: (গ) আকবর।
প্রশ্ন: সেনাবাহিনীর পদমর্যাদার জন্য 'দু আসপা' (দুটি ঘোড়াসহ সৈন্য) ও 'সি আসপা' (তিনটি ঘোড়াসহ সৈন্য) প্রথা কে চালু করেছিলেন?
(ক) আকবর
(খ) জাহাঙ্গীর
(গ) শাহজাহান
(ঘ) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: (খ) জাহাঙ্গীর।
প্রশ্ন: মুঘল সম্রাট আকবরের রাজধানী কোথায় ছিল?
(ক) দিল্লি
(খ) আগ্রা
(গ) লাহোর
(ঘ) ফতেপুর সিক্রি
সঠিক উত্তর: (ঘ) ফতেপুর সিক্রি
প্রশ্ন: 'আলমগীরনামা' গ্রন্থের রচয়িতা কে?
(ক) আবুল ফজল
(খ) আব্দুল হামিদ লাহোরী
(গ) মির্জা মোহাম্মদ কাজিম
(ঘ) ইনাইদ খাঁ
সঠিক উত্তর: (গ) মির্জা মোহাম্মদ কাজিম।
প্রশ্ন: ১৭৬৫ সালে বক্সারের যুদ্ধের পর এলাহাবাদের চুক্তির মাধ্যমে কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি (ট্যাক্স কালেকশনের অধিকার) প্রদান করেন?
(ক) ফারুক সায়ার
(খ) প্রথম বাহাদুর শাহ
(গ) মোহাম্মদ শাহ
(ঘ) দ্বিতীয় শাহ আলম
সঠিক উত্তর: (ঘ) দ্বিতীয় শাহ আলম।
প্রশ্ন: ১৭৩৯ সালে নাদির শাহের ভারত আক্রমণের (কার্নালের যুদ্ধ) সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন?
(ক) দ্বিতীয় শাহ আলম
(খ) ফারুক সায়ার
(গ) প্রথম বাহাদুর শাহ
(ঘ) মোহাম্মদ শাহ (রঙ্গিলা বাদশা)
সঠিক উত্তর: (ঘ) মোহাম্মদ শাহ।
প্রশ্ন: মুঘল যুগে কোন বন্দরটি হজ তীর্থযাত্রার প্রধান পথ হওয়ায় 'বাবুল মক্কা' (মক্কার দ্বার) নামে পরিচিত ছিল?
(ক) কালিকট
(খ) কোচিন
(গ) চট্টগ্রাম
(ঘ) সুরাট
সঠিক উত্তর: (ঘ) সুরাট
প্রশ্ন: আকবর কাকে 'ফরজন্দ' (পুত্র) উপাধি দিয়েছিলেন, যিনি ১৫৭৬ সালের হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন?
(ক) বৈরাম খান
(খ) বীরবল
(গ) টোডোর মল
(ঘ) রাজা মানসিংহ
সঠিক উত্তর: (ঘ) রাজা মানসিংহ।
প্রশ্ন: ১৭০৭ সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর তাঁর কোন পুত্র 'প্রথম বাহাদুর শাহ' উপাধি নিয়ে মুঘল সিংহাসনে বসেন?
(ক) আজম শাহ
(খ) কাম বকশ
(গ) মুয়াজ্জম
(ঘ) ফারুক সায়ার
সঠিক উত্তর: (গ) মুয়াজ্জম।
প্রশ্ন: মারাঠা সেনাপতি সদশিব রাও এবং আফগান নেতা আহমদ শাহ আবদালী বা দুরানীর মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়?
(ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৫২৬ খ্রিস্টাব্দে
(গ) ১৭৬১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৫৭ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (গ) ১৭৬১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: মুঘল যুগের পতনের সময় কোন দুই ভাই নিজেদের ক্ষমতা ব্যবহার করে একাধিক সম্রাটকে সিংহাসনে বসাতে বা সরাতে সক্ষম হয়েছিলেন বলে 'কিং মেকার' নামে পরিচিত?
(ক) মীর কাসিম এবং মীর জাফর
(খ) শায়েস্তা খান এবং ইব্রাহিম খান
(গ) সৈয়দ ভাত্রৃদয় (আব্দুল্লাহ খান ও হুসেন আলি খান)
(ঘ) জালাল খান ও খিজির খান
সঠিক উত্তর: (গ) সৈয়দ ভাত্রৃদয়।
প্রশ্ন: নিচের স্থাপত্যগুলোর মধ্যে কোনটি সম্রাট আকবর নির্মাণ করেননি?
(ক) ফতেপুর সিক্রি
(খ) বুলন্দ দরওয়াজা
(গ) আগ্রা দুর্গ
(ঘ) দিল্লির জামা মসজিদ
সঠিক উত্তর: (ঘ) দিল্লির জামা মসজিদ।
প্রশ্ন: কোন মুঘল সম্রাট তাঁর উদাসীনতার জন্য 'শাহ ই বেখবর' (অজ্ঞাত রাজা) নামে পরিচিত ছিলেন?
(ক) ফারুক সায়ার
(খ) প্রথম বাহাদুর শাহ (মুয়াজ্জম)
(গ) মোহাম্মদ শাহ
(ঘ) দ্বিতীয় শাহ আলম
সঠিক উত্তর: (খ) প্রথম বাহাদুর শাহ।
প্রশ্ন: ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন, যিনি 'জাফর' ছদ্মনামে কবিতা লিখতেন এবং ১৮৫৭ সালের বিদ্রোহে যোগ দিয়েছিলেন?
(ক) মোহাম্মদ শাহ
(খ) প্রথম বাহাদুর শাহ
(গ) ফারুক সায়ার
(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
সঠিক উত্তর: (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ।
প্রশ্ন: ১৫২৭ সালে মেওয়ারের রানা সংগ্রাম সিং (রানা সঙ্গ) এর সাথে খানোয়ারের যুদ্ধে কে জয় লাভ করেন?
(ক) হুমায়ুন
(খ) শের শাহ
(গ) বাবর
(ঘ) আকবর
সঠিক উত্তর: (গ) বাবর।
প্রশ্ন: ফরাসি চিকিৎসক ও পর্যটক ফ্রান্সিসকো বার্নিয়ার, যিনি দারা শিকোহের চিকিৎসক ছিলেন, তিনি কোন মুঘল সম্রাটের রাজদরবারে এসেছিলেন?
(ক) আকবর
(খ) জাহাঙ্গীর
(গ) শাহজাহান
(ঘ) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: (গ) শাহজাহান
প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের আত্মজীবনী 'তুজুক-ই-বাবরী' বা 'বাবরনামা' মূলত কোন ভাষায় রচিত?
(ক) ফার্সি
(খ) আরবি
(গ) উর্দু
(ঘ) চাগতাই তুর্কি
সঠিক উত্তর: (ঘ) চাগতাই তুর্কি
প্রশ্ন: ১৫২৮ খ্রিস্টাব্দে চান্দেরীর রাজপুতদের পরাজিত করে কোন মুঘল শাসক?
(ক) হুমায়ুন
(খ) বাবর
(গ) শের শাহ সুরি
(ঘ) আকবর
সঠিক উত্তর: (খ) বাবর।
প্রশ্ন: ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন?
(ক) জাহাঙ্গীর
(খ) শাহজাহান
(গ) আকবর
(ঘ) হুমায়ুন
সঠিক উত্তর: (গ) আকবর।
প্রশ্ন: কোন মুঘল সম্রাট ফার্সি ভাষাকে (পার্সিয়ান) মুঘল দরবারের সরকারি ও দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন?
(ক) বাবর
(খ) জাহাঙ্গীর
(গ) আকবর
(ঘ) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: (গ) আকবর।
প্রশ্ন: মুঘল প্রশাসনিক ও সামরিক কাঠামোতে মনসবদারী প্রথা কে চালু করেছিলেন?
(ক) বাবর
(খ) আকবর
(গ) শের শাহ
(ঘ) শাহজাহান
সঠিক উত্তর: (খ) আকবর।
প্রশ্ন: 'ইকবালনামা-ই-জাহাঙ্গিরি' (Iqbalnama-i-Jahangiri) গ্রন্থের লেখক কে, যেখানে জাহাঙ্গীরের জীবনী লিপিবদ্ধ আছে?
(ক) আব্দুল হামিদ লাহোরী
(খ) ইনাইদ খাঁ
(গ) মুতামিদ খান
(ঘ) আব্দুল রহিম খানি খান
সঠিক উত্তর: (গ) মুতামিদ খান।
প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর মাত্র কত বছর বয়সে ১৪৯৪ সালে ফরগনার সিংহাসনে আরোহণ করেন?
(ক) ১০ বছর
(খ) ১১ বছর
(গ) ১২ বছর
(ঘ) ১৪ বছর
সঠিক উত্তর: (গ) ১২ বছর।
প্রশ্ন: কোন মুঘল সম্রাট 'আলমগীর' (বিশ্বজয়ী) এবং 'জিন্দাপীর' উপাধি গ্রহণ করেছিলেন?
(ক) আকবর
(খ) জাহাঙ্গীর
(গ) শাহজাহান
(ঘ) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: (ঘ) ঔরঙ্গজেব।
প্রশ্ন: গঙ্গা ও যমুনা নদীর সংযোগস্থলে অবস্থিত এলাহাবাদ দুর্গটি কে নির্মাণ করেন?
(ক) জাহাঙ্গীর
(খ) শাহজাহান
(গ) আকবর
(ঘ) হুমায়ুন
সঠিক উত্তর: (গ) আকবর।
প্রশ্ন: মুঘল সম্রাট হুমায়ুন কবে প্রথম চুনার দুর্গ আক্রমণ করেছিলেন?
(ক) ১৫২৯ সালে
(খ) ১৫৩২ সালে
(গ) ১৫৩৯ সালে (চৌসার যুদ্ধ)
(ঘ) ১৫৪০ সালে (কনৌজের যুদ্ধ)
সঠিক উত্তর: (খ) ১৫৩২ সালে।
প্রশ্ন: মুঘল সম্রাট আকবরের প্রধান পরামর্শদাতা এবং অভিভাবক হিসেবে কে 'খান এ খানা' উপাধিতে ভূষিত হয়েছিলেন?
(ক) টোডোর মল
(খ) বৈরাম খা
(গ) রাজা মানসিংহ
(ঘ) বীরবল
সঠিক উত্তর: (খ) বৈরাম খা।
প্রশ্ন: মুঘল সম্রাটদের মধ্যে কে 'সুলহ-ই-কুল' (সার্বজনীন শান্তি) নীতির জন্য পরিচিত, যার ভিত্তিতে তিনি 'দীন-ই-ইলাহী' ধর্ম প্রবর্তন করেন?
(ক) বাবর
(খ) হুমায়ুন
(গ) আকবর
(ঘ) জাহাঙ্গীর
সঠিক উত্তর: (গ) আকবর।
প্রশ্ন: কোন মুঘল সম্রাট তাঁর সাম্রাজ্যে যুদ্ধবন্দীদের জোরপূর্বক ধর্মান্তকরণ নিষিদ্ধ করেছিলেন?
(ক) বাবর
(খ) জাহাঙ্গীর
(গ) আকবর
(ঘ) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: (গ) আকবর।
প্রশ্ন: আবুল ফজলের বড় ভাই এবং 'নবরত্ন'-দের অন্যতম ফৈজি, যিনি পঞ্চতন্ত্র ও মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন, তিনি কোন সম্রাটের দরবারে থাকতেন?
(ক) বাবর
(খ) হুমায়ুন
(গ) আকবর
(ঘ) জাহাঙ্গীর
সঠিক উত্তর: (গ) আকবর।
প্রশ্ন: ১৫৪৫ সালে কালিঞ্জর দুর্গ অবরোধের সময় একটি গোলা বিস্ফোরণে কোন শাসক মারা গিয়েছিলেন, যিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ ও রুপি মুদ্রা প্রচলন করেছিলেন?
(ক) হুমায়ুন
(খ) শের শাহ সুরি
(গ) বাবর
(ঘ) আকবর
সঠিক উত্তর: (খ) শের শাহ সুরি।
প্রশ্ন: কোন মুঘল সম্রাট ধুমপান ও তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন?
(ক) আকবর
(খ) শাহজাহান
(গ) জাহাঙ্গীর
(ঘ) ঔরঙ্গজেব
সঠিক উত্তর: (গ) জাহাঙ্গীর।
প্রশ্ন: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
(ক) দ্বিতীয় শাহ আলম
(খ) প্রথম বাহাদুর শাহ
(গ) মোহাম্মদ শাহ
(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ (জাফর)
সঠিক উত্তর: (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
প্রশ্ন: কোন মুঘল সম্রাট ১৭৩৯ সালে নাদির শাহ কর্তৃক সিংহাসনটি লুন্ঠিত হওয়ার আগে শেষবারের মতো ময়ূর সিংহাসনে বসেছিলেন?
(ক) ফারুক সায়ার
(খ) দ্বিতীয় শাহ আলম
(গ) মোহাম্মদ শাহ
(ঘ) প্রথম বাহাদুর শাহ
সঠিক উত্তর: (গ) মোহাম্মদ শাহ।
প্রশ্ন: কোন মুঘল সম্রাট মারাঠাদের পেশোয়াকে চৌথ ও সরদেশমুখী (দু'টি মারাঠা কর) আদায়ের অনুমতি দিয়েছিলেন?
(ক) প্রথম বাহাদুর শাহ
(খ) মোহাম্মদ শাহ
(গ) দ্বিতীয় শাহ আলম
(ঘ) ফারুক সায়ার
সঠিক উত্তর: (ঘ) ফারুক সায়ার
আরও পড়ুনঃ
✅ সুলতানী যুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (Most Expected)
✅ প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে


Please do not enter any spam link in the comment box.