8th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে হলে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে WBCS, WBPSC, SSC, Railway, WBP, Banking ও অন্যান্য চাকরির পরীক্ষায় সাম্প্রতিক ঘটনার উপর ভিত্তি করে বহু প্রশ্ন আসে। তাই আমরা প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি 8th December Daily Current Affairs in Bengali, যেখানে তুলে ধরা হয়েছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবর, অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, ক্রীড়া, পরিবেশসহ পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য।
সহজ বাংলা ভাষায় সাজানো এই Daily Current Affairs আপনাকে প্রতিদিন রিভিশন করতে ও পরীক্ষায় উচ্চ নম্বর পেতে বিশেষভাবে সাহায্য করবে।
8th December Daily Current Affairs in Bengali
প্রশ্ন: সশস্ত্র সেনা পতাকা দিবস কবে পালিত হয়?
উত্তর: ৭ ডিসেম্বর।
প্রশ্ন: রাজধানী দিল্লি ছাড়াও ভারতের কোন রাজ্যে 'ভারত ট্যাক্সি' পাইলট অপারেশন শুরু হয়েছে?
উত্তর: গুজরাট।
প্রশ্ন: সম্প্রতি আইএসএসএফ বিশ্বকাপ ফাইনালে সিমরনপ্রীত কৌর ব্রার মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনালে কোন পদক জিতেছেন?
উত্তর: স্বর্ণপদক।
প্রশ্ন: সম্প্রতি গল্ফে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা কে জিতেছেন?
উত্তর: নির গার্ড পিটারসন।
প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্যের পুলিশ মহিলাদের সুরক্ষার জন্য 'অভয়া ব্রিগেড' গঠন করেছে?
উত্তর: বিহার।
প্রশ্ন: সম্প্রতি আমেরিকা প্রস্তাবিত 'নিউ জি২০' তালিকা থেকে কোন দেশকে সরিয়ে পোল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
প্রশ্ন: সম্প্রতি কোন দেশের বৃহত্তম ব্যাংক 'স্যারব্যাংক' ভারতে তাদের শাখা বাড়ানোর ঘোষণা করেছে?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: সম্প্রতি আরবিআই কোন পেমেন্ট ব্যাংককে স্মল ফাইন্যান্স ব্যাংকে (Small Finance Bank) রূপান্তরের নীতিগত অনুমোদন দিয়েছে?
উত্তর: ফিনো পেমেন্ট ব্যাংক।
প্রশ্ন: সম্প্রতি কোন আইআইটি ভবনের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের জন্য স্মার্ট পলিমার জেল তৈরি করেছে?
উত্তর: আইআইটি ভিলাই।
প্রশ্ন: সম্প্রতি এডিবি ভারতে রুফটপ সোলারকে উন্নীত করার জন্য কত মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে?
উত্তর: ৬৫০ মিলিয়ন ডলার।
প্রশ্ন: সম্প্রতি বম্বে ন্যাচারাল হিস্টরি সোসাইটি ২০২৬ সালের জানুয়ারিতে ছয়টি মারাত্মকভাবে বিপন্ন শকুনকে কোন রাজ্যে ছাড়বে?
উত্তর: আসাম।
প্রশ্ন: সম্প্রতি ভারতীয় ডাক এবং কোন দেশের ডাক বিভাগের মধ্যে আন্তর্জাতিক ট্র্যাকড প্যাকেট পরিষেবা চুক্তি হয়েছে?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: সম্প্রতি ফিল্ড মার্শাল অসিম মুনিরকে কোন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস (Chief of Defence Forces) নিযুক্ত করা হয়েছে?
উত্তর: পাকিস্তান।
প্রশ্ন: সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলে কোন রাজ্যে তাদের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন 'রেডিও দিরাং' শুরু করেছে?
উত্তর: অরুণাচল প্রদেশ।
প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্য সরকার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলির সাথে যুক্ত কট্টরপন্থী ও জিহাদি সাহিত্যের প্রকাশনা ও প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে?
উত্তর: আসাম।
আরও পড়ুনঃ
✅ 7th December Daily Current Affairs
✅ 6th December Daily Current Affairs


Please do not enter any spam link in the comment box.