KP Constable 2025 GK – প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে | Most Expected Set 2
KP Constable 2025 পরীক্ষার প্রস্তুতিতে প্রাচীন ভারতের ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে ইতিহাস থেকে নিয়মিতভাবে বহু প্রশ্ন আসে। বিশেষ করে সভ্যতা, ধর্ম, দর্শন, রাজবংশ, প্রশাসনিক কাঠামো, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন দেখা যায়।
পরীক্ষার্থীদের সুবিধার জন্য আমরা নিয়ে এসেছি Most Expected Ancient History GK – Set 2, যেখানে KP Constable 2025 পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এমন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহজ বাংলায় সাজানো হয়েছে। এই সেটটি আপনাকে দ্রুত রিভিশন করতে, গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে এবং পরীক্ষায় সঠিক উত্তর দেওয়ার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
Most Expected Ancient History GK – Set 2
প্রশ্ন: গান্ধার শিল্পরীতির বিষয়বস্তু কি ছিল?
উত্তর: গৌতম বুদ্ধ।
প্রশ্ন: দ্বিতীয় অশোক কাকে বলা হয়?
উত্তর: কনিষ্ককে।
প্রশ্ন: কনিষ্কের চিকিৎসক কে ছিলেন?
উত্তর: মহর্ষি চরক।
প্রশ্ন: কোন গুপ্ত সম্রাট গুপ্তাবদের প্রচলন করেন?
উত্তর: প্রথম চন্দ্রগুপ্ত।
প্রশ্ন: গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: শ্রীগুপ্ত।
প্রশ্ন: সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?
উত্তর: হরিসেন।
প্রশ্ন: কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়?
উত্তর: সমুদ্রগুপ্তকে।
প্রশ্ন: এলাহাবাদ প্রশস্তি কার রচনা?
উত্তর: হরিসেন।
প্রশ্ন: কাকে বিক্রমাদিত্য বলা হয়?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্তকে।
প্রশ্ন: কালিদাস কোন গুপ্ত সম্রাটের রাজসভায় নবরত্নদের মধ্যে একজন ছিলেন?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন বিদেশী পর্যটক ভারতে আসেন?
উত্তর: ফাহিয়েন।
প্রশ্ন: বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন?
উত্তর: প্রথম কুমারগুপ্ত।
প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নে কোন বিখ্যাত ভারতীয় চিকিৎসক ছিলেন?
উত্তর: ধন্বন্তরী।
প্রশ্ন: কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করে ভারতের রক্ষাকারী উপাধি নেন?
উত্তর: স্কন্দগুপ্ত।
প্রশ্ন: গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন?
উত্তর: বিষ্ণুগুপ্ত।
প্রশ্ন: কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তর: পুরুষপুর।
প্রশ্ন: নিচের কোন জায়গায় কনিষ্কের মুন্ডহীন মূর্তি পাওয়া গিয়েছিল?
উত্তর: মথুরা।
প্রশ্ন: কার রাজত্বকালের সাথে গান্ধার শিল্পকলা জড়িত?
উত্তর: কনিষ্ক।
প্রশ্ন: কোন বংশ গান্ধার শিল্পকলার সাথে জড়িত?
উত্তর: কুশান।
প্রশ্ন: গুপ্তযুগের রৌপ্য মুদ্রা কি নামে পরিচিত ছিল?
উত্তর: রূপক।
প্রশ্ন: মৃচ্ছকটিকম কে লিখেছিলেন?
উত্তর: শূদ্রক।
প্রশ্ন: গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল?
উত্তর: সংস্কৃত।
প্রশ্ন: গুপ্ত রাজাদের মধ্যে কে শ্রীলঙ্কার শাসক মেঘবর্মাকে গয়াতে বৌদ্ধ মন্দির স্থাপন করতে অনুমতি দিয়েছিলেন?
উত্তর: সমুদ্রগুপ্ত।
প্রশ্ন: কোন বংশের রাজত্বকালে দশমিক সংখ্যা এবং শূন্যের ধারণা ভারতে প্রথম আবিষ্কৃত হয়েছিল?
উত্তর: গুপ্ত বংশ।
প্রশ্ন: গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন?
উত্তর: সমুদ্রগুপ্ত।
প্রশ্ন: প্রথম গুপ্ত শাসক যিনি পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন, তার নাম?
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
প্রশ্ন: মধ্যকালীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: বিজয়ালয়।
প্রশ্ন: তাঞ্জরের রাজরাজেশ্বর মন্দিরটি কে নির্মাণ করেন?
উত্তর: প্রথম রাজরাজ চোল।
প্রশ্ন: চোল বংশের শেষ শাসক কে ছিল?
উত্তর: তৃতীয় রাজেন্দ্রচোল।
প্রশ্ন: পল্লব বংশের প্রথম রাজা কে ছিল?
উত্তর: সিংহ বিষ্ণু।
প্রশ্ন: পল্লবদের রাজধানী কোথায় ছিল?
উত্তর: কাঞ্চিপুরম।
প্রশ্ন: 'লায়ন অফ দা আর্থ' কাকে বলা হয়?
উত্তর: সিংহ বিষ্ণু।
প্রশ্ন: মতবিলাস প্রহসন কার লেখা?
উত্তর: প্রথম মহেন্দ্র বর্মন।
প্রশ্ন: পল্লভ বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর: প্রথম নরসিংহ বর্মণ।
প্রশ্ন: কাঞ্চিপুরমের কৈলাস মন্দির কে নির্মাণ করেছিলেন?
উত্তর: দ্বিতীয় নরসিংহ বর্মন।
প্রশ্ন: কাঞ্চির বিখ্যাত বৈকুন্ঠ পেরুমাল মন্দিরটা কে তৈরি করেছিল?
উত্তর: দ্বিতীয় নন্দী বর্মন।
প্রশ্ন: দ্বিতীয় মহেন্দ্র বর্মনকে কে হত্যা করেন?
উত্তর: দ্বিতীয় পুলকেশী।
প্রশ্ন: চালুক্য বংশের প্রথম শাসক কে ছিল?
উত্তর: জয়সিংহ।
প্রশ্ন: আইহোল প্রশস্তি কার লেখা?
উত্তর: দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির লেখা।
প্রশ্ন: চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: বাতাপি।
প্রশ্ন: চালুক্য বংশের সর্বশেষ রাজা কে?
উত্তর: দ্বিতীয় কীর্তিবর্মণ।
প্রশ্ন: বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করেন?
উত্তর: লোকমহাদেবী।
প্রশ্ন: বাতাপীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: চালুক্য আর পল্লবদের মধ্যে।
প্রশ্ন: কুশানরা কোন ধর্মের অনুরাগী ছিলেন?
উত্তর: বৌদ্ধ ধর্ম।
প্রশ্ন: আদি তামিল সাহিত্যের নাম কি?
উত্তর: সঙ্গম সাহিত্য।
প্রশ্ন: সঙ্গম যুগের শ্রেষ্ঠ দেবতার নাম কি?
উত্তর: মুরুগণ (কার্তিক)।
প্রশ্ন: পুষ্যভূতি বংশ কোথায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল?
উত্তর: থানেশ্বর।
প্রশ্ন: পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর: হর্ষবর্ধন।
প্রশ্ন: হর্ষাব্দ নামক শব্দের প্রচলন কে করেছিল?
উত্তর: হর্ষবর্ধন।
প্রশ্ন: কাকে সকল উত্তরাপথনাথ বলা হতো?
উত্তর: হর্ষবর্ধনকে।
প্রশ্ন: হর্ষচরিত গ্রন্থটা কে লিখেছিলেন?
উত্তর: বানভট্ট।
প্রশ্ন: চৈনিক পর্যটক হিউয়েন সাং কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন?
উত্তর: হর্ষবর্ধনের সময়।
প্রশ্ন: সি ইউ কি (Si-Yu-Ki) গ্রন্থের লেখক কে?
উত্তর: হিউয়েন সাং।
প্রশ্ন: হর্ষবর্ধনের পিতার নাম কি ছিল?
উত্তর: প্রভাকর বর্ধন।
প্রশ্ন: শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উত্তর: হর্ষবর্ধন।
প্রশ্ন: কত সালে হর্ষবর্ধনের মৃত্যু হয়?
উত্তর: ৬৪৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন: হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: শীলভদ্র।
প্রশ্ন: হর্ষবর্ধন শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তর: বৌদ্ধ ধর্ম।
প্রশ্ন: হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কোথায় স্থানান্তরিত করেন?
উত্তর: কনৌজ।
প্রশ্ন: হর্ষবর্ধন দক্ষিণ ভারতের কোন রাজার কাছে পরাজিত হয়েছিলেন?
উত্তর: দ্বিতীয় পুলকেশী।
প্রশ্ন: হর্ষবর্ধনের সভাকবি কে ছিল?
উত্তর: বানভট্ট।
প্রশ্ন: বল্লভী কোথায় অবস্থিত?
উত্তর: সৌরাষ্ট্র।
প্রশ্ন: মৈত্রক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ভর্তাকা।
প্রশ্ন: মৌখরী বংশের প্রতিষ্ঠাতা কে ছিল?
উত্তর: হরি বর্মণ।
প্রশ্ন: যশোভর্মনের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মান্দাসোর।
প্রশ্ন: শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তর: গৌড়/কর্ণসুবর্ণ।
প্রশ্ন: শশাঙ্কের উপাধি কি ছিল?
উত্তর: নরেন্দ্রাদিত্য।
প্রশ্ন: প্রতিহার বংশ কোন জাতির শাখা ছিল?
উত্তর: গুর্জর।
প্রশ্ন: প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: হরিচন্দ্র।
প্রশ্ন: প্রতিহার বংশের সর্বপ্রথম রাজা কে ছিলেন?
উত্তর: প্রথম ভোজ।
প্রশ্ন: প্রথম ভোজের রাজধানীতে কোন পর্যটক আসেন?
উত্তর: সুলেমান।
প্রশ্ন: প্রথম মহেন্দ্রপালের সভাকবি কে ছিলেন?
উত্তর: রাজশেখর।
প্রশ্ন: কাকে আর্যাবর্তের মহারাজাধিরাজ বলা হতো?
উত্তর: মহিপালকে।
প্রশ্ন: প্রতিহার বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তর: যশপাল।
প্রশ্ন: পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গোপাল।
প্রশ্ন: গোপালের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মগধ।
প্রশ্ন: ওদন্তপুরী মহাবিহার কে নির্মাণ করেন?
উত্তর: গোপাল।
প্রশ্ন: বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন?
উত্তর: ধর্মপাল।
প্রশ্ন: রক্ত লৌহ নীতি কে প্রথম প্রয়োগ করেন?
উত্তর: দেবপাল।
প্রশ্ন: পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর: ধর্মপাল।
প্রশ্ন: পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উত্তর: প্রথম মহিপাল।
প্রশ্ন: সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তর: রামপাল।
প্রশ্ন: কোন শাসকের রাজত্বকালে বাংলায় রাজেন্দ্র চোল আক্রমণ করেন?
উত্তর: প্রথম মহিপালের রাজত্বকালে।
প্রশ্ন: সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সামন্ত সেন।
প্রশ্ন: সেন বংশের প্রতিষ্ঠা কোথায় হয়েছিল?
উত্তর: বাংলা।
প্রশ্ন: বিজয় সেনের সভাকবি কে ছিলেন?
উত্তর: উমাপতিধর।
প্রশ্ন: দানসাগর ও অদ্ভুত সাগর এই গ্রন্থ দুটো কে রচনা করেন?
উত্তর: বল্লাল সেন।
প্রশ্ন: কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর: বল্লাল সেন।
প্রশ্ন: লক্ষ্মণ সেনের সভাকবি কে ছিলেন?
উত্তর: জয়দেব।
প্রশ্ন: গীত গোবিন্দ কার লেখা?
উত্তর: জয়দেব।
প্রশ্ন: রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: দন্তিদুর্গ।
প্রশ্ন: পাল, প্রতিহার, রাষ্ট্রকূট সংগ্রাম কোন জনপদকে দখল করা নিয়ে হয়?
উত্তর: কনৌজ।
প্রশ্ন: মাসকি কর্ণাটকের কোন জেলার একটি প্রত্নতাত্ত্বিক স্থান?
উত্তর: রায়চুর।
প্রশ্ন: ভারতবর্ষে রৌপ্য মুদ্রার প্রচলন কে করেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন: মৌর্য সম্রাট অশোক নির্মিত সারনাথের সিংহ স্তম্ভটি তৈরি হয়েছিল কিসের দ্বারা?
উত্তর: বেলে পাথর।
প্রশ্ন: অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গজয়ের উল্লেখ আছে?
উত্তর: ত্রয়োদশ শিলালিপিতে।
প্রশ্ন: কোন রাজার কাহিনী 'মুদ্রারাক্ষস নাট্য'টির প্রধান বিষয়বস্তু?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন: কার রাজত্বকালে ভারতের উপর সিল্ক রুট বা রেশম পথ তৈরি হয়েছিল?
উত্তর: কনিষ্ক।
প্রশ্ন: কোন ভাষায় কালিদাস তার মেঘদূত কাব্য রচনা করেন?
উত্তর: সংস্কৃত।
প্রশ্ন: ৩২৬ খ্রিষ্টপূর্বাব্দে আলেকজান্ডার প্রথম ভারত আক্রমণ করতে কোন নদী পাড়ি দিয়েছিলেন?
উত্তর: ঝিলাম।
প্রশ্ন: কোন আদি ভারতীয় রাজবংশ তাদের শাসকদের প্রতিকৃতিসহ তাদের নিজস্ব মুদ্রা জারি করেছিল?
উত্তর: সাতবাহন রাজবংশ।
প্রশ্ন: আল বিরুনি তার কিতাবুল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লিখেছিলেন?
উত্তর: আরবি ভাষায়।
প্রশ্ন: সুশ্রুত সংহিতায় কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে?
উত্তর: মেডিসিন এবং সার্জারি।
প্রশ্ন: রানী রুদ্রমাদেবী কোন রাজবংশের অন্তর্গত ছিলেন?
উত্তর: কাকতীয় রাজবংশ।
প্রশ্ন: মহাভাষ্যের রচয়িতা কে?
উত্তর: পতঞ্জলি।
প্রশ্ন: শিয়ালকোট কার রাজধানী ছিল?
উত্তর: মিনান্দারের রাজধানী।
প্রশ্ন: বৃহৎ সংহিতা কোন বিষয়ের গ্রন্থ ছিল?
উত্তর: জ্যোতির্বিদ্যা।
প্রশ্ন: আলভাররা কোন দক্ষিণ ভারতীয় ধর্মের ভক্ত ছিলেন?
উত্তর: বৈষ্ণব ধর্ম।
প্রশ্ন: পাল রাজবংশের শাসকরা মূলত কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন?
উত্তর: বৌদ্ধ ধর্ম।
প্রশ্ন: কোন পল্লব রাজাদের শাসনামলে মহাবলিপুরমে শোর মন্দির নির্মিত হয়েছিল?
উত্তর: দ্বিতীয় নরসিংহ বর্মন।
প্রশ্ন: কান্ডারিয়া মহাদেব মন্দির কোন রাজবংশের রাজা ধনদেব দ্বারা নির্মিত হয়েছিল?
উত্তর: চান্দেলা।
প্রশ্ন: রবিকীর্তি কোন রাজবংশের শাসকের রাজসভায় সভাকবি ছিলেন?
উত্তর: চালুক্য।
প্রশ্ন: এলিফ্যান্টার গুহা প্রধানত নিচের কোন দেবতাকে উৎসর্গ করে করা হয়েছে?
উত্তর: ভগবান শিব।
প্রশ্ন: আর্যভট্ট কে ছিলেন?
উত্তর: গণিতবিদ।
প্রশ্ন: ভারতে বীজগণিত ক্ষেত্রে কোন ব্যক্তির প্রধান অবদান ছিল?
উত্তর: আর্যভট্ট।
প্রশ্ন: কাম সূত্র কে রচনা করেন?
উত্তর: বাৎস্যায়ন।
প্রশ্ন: হোসালা রাজ্যের রাজধানী কি ছিল?
উত্তর: দ্বার সমুদ্র।
প্রশ্ন: কোন চোল সম্রাট 'ভিক্টর অফ দা গ্যাঞ্জেস' নামে পরিচিত?
উত্তর: প্রথম রাজেন্দ্র চোল।
প্রশ্ন: প্রথম কোন ভারতীয় দার্শনিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণুর কথা উল্লেখ করেন?
উত্তর: কণাদ।
আরও পড়ুনঃ
✅ KP constable Ancient History GK – Set 1


Please do not enter any spam link in the comment box.