7th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

Ads

7th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

7th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে হলে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে WBCS, WBPSC, SSC, Railway, WBP, Banking ও অন্যান্য চাকরির পরীক্ষায় সাম্প্রতিক ঘটনার উপর ভিত্তি করে বহু প্রশ্ন আসে। তাই আমরা প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি 7th December Daily Current Affairs in Bengali, যেখানে তুলে ধরা হয়েছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবর, অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, ক্রীড়া, পরিবেশসহ পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য।

সহজ বাংলা ভাষায় সাজানো এই Daily Current Affairs আপনাকে প্রতিদিন রিভিশন করতে ও পরীক্ষায় উচ্চ নম্বর পেতে বিশেষভাবে সাহায্য করবে।


7th December Daily Current Affairs in Bengali

7th December Daily Current Affairs in Bengali


প্রশ্ন: সম্প্রতি মহাপরিনির্বাণ দিবস কবে পালিত হয়েছে?

উত্তর: ৬ ডিসেম্বর।


প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্য কয়লা প্ল্যান্টে ৫ থেকে ৭% বাঁশের বায়োমাস ব্যবহার বাধ্যতামূলক করেছে?

উত্তর: মহারাষ্ট্র।


প্রশ্ন: সম্প্রতি ফ্রাঙ্ক গেহরি (Frank Gehry) প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন?

উত্তর: একজন স্থপতি (Architect)।


প্রশ্ন: সম্প্রতি কে রেকর্ড তৃতীয় আইজিপিএল (IGPL) শিরোপা জিতেছেন?

উত্তর: গগনজিৎ ভুল্লার।


প্রশ্ন: সম্প্রতি ভারত কোন দেশে একটি ফিল্ড হাসপাতাল (Field Hospital) স্থাপন করেছে?

উত্তর: শ্রীলঙ্কা।


প্রশ্ন: ভারত ও রাশিয়া কত সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার সংকল্প নিয়েছে?

উত্তর: ২০৩০ সাল।


প্রশ্ন: সম্প্রতি কোন দেশ RELOS (Reciprocal Exchange of Logistics Support) চুক্তির অনুমোদন দিয়েছে?

উত্তর: রাশিয়া।


প্রশ্ন: সম্প্রতি কে ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও (Warner Brothers Studio) কেনার ঘোষণা করেছে?

উত্তর: Netflix।


প্রশ্ন: সম্প্রতি ১১তম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব (India International Science Festival) কোথায় শুরু হয়েছে?

উত্তর: হরিয়ানার পাঁচকুলা।


প্রশ্ন: সম্প্রতি কে ACS 2025 লাইফটাইম অনার (Lifetime Honour) জিতেছেন?

উত্তর: ড. শার্দুল এস. রোপ।


প্রশ্ন: সম্প্রতি কে Perplexity AI-এর বিনিয়োগকারী ও রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন?

উত্তর: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।


প্রশ্ন: সম্প্রতি কোন দেশে নতুন আবিষ্কারের ফলে ১১,০০০ বছর পুরোনো নব্যপ্রস্তর যুগের জীবনযাত্রার সন্ধান পাওয়া গেছে?

উত্তর: তুর্কিয়ে (Turkiye)।


প্রশ্ন: সম্প্রতি কে NCC N (National Comprehensive Cancer Network)-এর চিফ মেডিক্যাল অফিসার (CMO) হিসেবে নিযুক্ত হয়েছেন?

উত্তর: ড. রেণুকা আইয়ার।


প্রশ্ন: সম্প্রতি ইউনেস্কো আইসিএস (UNESCO ICS) সেশনের আয়োজন কোন দেশ করবে?

উত্তর: ভারত।


প্রশ্ন: কে প্রথম ফিফা শান্তি পুরস্কারে (FIFA Peace Prize) ভূষিত হয়েছেন?

উত্তর: ডোনাল্ড ট্রাম্প।


আরও পড়ুনঃ

6th December Daily Current Affairs

5th December Daily Current Affairs



Post a Comment

0 Comments