KP Constable 2025 GK – প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে | Most Expected Set 1

Ads

KP Constable 2025 GK – প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে | Most Expected Set 1

KP Constable 2025 GK – প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে | Most Expected Set 1


KP Constable 2025 পরীক্ষার প্রস্তুতিতে প্রাচীন ভারতের ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে ইতিহাস থেকে নিয়মিতভাবে বহু প্রশ্ন আসে। বিশেষ করে সভ্যতা, ধর্ম, দর্শন, রাজবংশ, প্রশাসনিক কাঠামো, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন দেখা যায়।

পরীক্ষার্থীদের সুবিধার জন্য আমরা নিয়ে এসেছি Most Expected Ancient History GK – Set 1, যেখানে KP Constable 2025 পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এমন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহজ বাংলায় সাজানো হয়েছে। এই সেটটি আপনাকে দ্রুত রিভিশন করতে, গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে এবং পরীক্ষায় সঠিক উত্তর দেওয়ার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।


Most Expected Ancient History GK – Set 1

Most Expected Ancient History GK – Set 1


প্রশ্ন: সিন্ধু সভ্যতায় কোন ধাতুটির ব্যবহার ছিল না?

উত্তর: লোহা।


প্রশ্ন: সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটা ছিল?

উত্তর: লোথাল।


প্রশ্ন: সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?

উত্তর: দয়ারাম সাহানি।


প্রশ্ন: সিন্ধু উপত্যকা সভ্যতার মানুষেরা কি উপকরণ দিয়ে তাদের বাড়ি তৈরি করত?

উত্তর: পোড়া ইট।


প্রশ্ন: সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল?

উত্তর: গম এবং বার্লি।


প্রশ্ন: কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল?

উত্তর: ১৯৭৪ সালে।


প্রশ্ন: সিন্ধু সভ্যতার কোন স্থানে জলাধারের প্রমাণ পাওয়া যায়?

উত্তর: ধোলাভিরা।


প্রশ্ন: প্রাচীন ধোলাভিরা শহরটি কোন রাজ্যে রয়েছে?

উত্তর: গুজরাট।


প্রশ্ন: হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন সালে?

উত্তর: ১৯২১ সালে।


প্রশ্ন: সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল?

উত্তর: লোথাল।


প্রশ্ন: রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি?

উত্তর: কালিবঙ্গান।


প্রশ্ন: ভীমবেটকা কোথায় রয়েছে?

উত্তর: মধ্যপ্রদেশ।


প্রশ্ন: রাখিগড়ি প্রত্নক্ষেত্রটি বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: হরিয়ানা।


প্রশ্ন: হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হত?

উত্তর: লোথালকে।


প্রশ্ন: সিন্ধু সভ্যতার কোথায় শস্যাগার পাওয়া গেছে?

উত্তর: মহেঞ্জোদারো।


প্রশ্ন: ধানচাষ হরপ্পা সভ্যতার কোন স্থানের সাথে সম্পর্কিত?

উত্তর: লোথাল।


প্রশ্ন: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় রয়েছে?

উত্তর: নিউ দিল্লিতে।


প্রশ্ন: সংহিতা, অরণ্যক, মহাভারত আর উপনিষদের মধ্যে কোনটা বেদের অংশ নয়?

উত্তর: মহাভারত।


প্রশ্ন: ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল?

উত্তর: সাবিত্রী।


প্রশ্ন: আর্যগ্রন্থের ভাষা কি ছিল?

উত্তর: সংস্কৃত।


প্রশ্ন: রামায়ণ অনুসারে রত্নাকর ছিল কার অপর নাম?

উত্তর: বাল্মীকির।


প্রশ্ন: কোন বেদকে গানের বই, মন্ত্রের বেদ বা গানের যুগ বলা হয়?

উত্তর: সামবেদ।


প্রশ্ন: কোন বেদে রোগের চিকিৎসার কথা বলা হয়েছে?

উত্তর: অথর্ববেদ।


প্রশ্ন: কতদিন ধরে কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ হয়েছিল?

উত্তর: ১৮ দিন।


প্রশ্ন: বৈদিক যুগের সর্বশ্রেষ্ঠ দেবতা কে?

উত্তর: ইন্দ্র।


প্রশ্ন: ভারতের জাতীয় প্রতীকে 'সত্যমেব জয়তে' এই শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে?

উত্তর: মুন্ডক উপনিষদ।


প্রশ্ন: প্রাচীনকালের মহান আইন প্রণেতা কে?

উত্তর: মনু।


প্রশ্ন: মনুস্মৃতি প্রধানত কি আলোচনা করে?

উত্তর: আইন।


প্রশ্ন: গায়ত্রী মন্ত্র কে রচনা করেন?

উত্তর: বিশ্বামিত্র।


প্রশ্ন: বৈদিক যুগের কোন দেবতা 'পুরন্দর' নামে পরিচিত ছিলেন?

উত্তর: ইন্দ্র।


প্রশ্ন: ঋগবেদ অনুসারে নদীর দেবী কে?

উত্তর: সরস্বতী।


প্রশ্ন: কোন বেদকে জাদুবিদ্যার বই বলা হয়?

উত্তর: অথর্ব।


প্রশ্ন: বেদের শেষ অংশ কোনটা?

উত্তর: উপনিষদ (বেদান্ত)।


প্রশ্ন: রামায়ণ কে রচনা করেন?

উত্তর: ঋষি বাল্মীকি।


প্রশ্ন: রামায়ণ প্রথম কে বাংলায় অনুবাদ করেন?

উত্তর: কৃত্তিবাস ওঝা।


প্রশ্ন: কে মহাভারত রচনা করেন?

উত্তর: বেদব্যাস।


প্রশ্ন: ভারতে মোট কতগুলো পুরাণ আছে?

উত্তর: ১৮টি।


প্রশ্ন: বৈদিক যুগে সমাজের উচ্চস্তরের কারা ছিলেন?

উত্তর: ব্রাহ্মণরা।


প্রশ্ন: কোন বেদ ভারতীয় ধ্রুপদী সংগীতের উৎস?

উত্তর: সামবেদ।


প্রশ্ন: লীলাবতী লিখেছিলেন কে?

উত্তর: ভাস্করাচার্য।


প্রশ্ন: কোন মহাজনপদে গৌতম বুদ্ধ আর মহাবীর দুজনেই মারা যান?

উত্তর: মল্ল।


প্রশ্ন: মহাজনপদের যুগে বর্তমান দিল্লির কি নাম ছিল? উত্তর: কুরু।


প্রশ্ন: গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজনপদ কোনটা?

উত্তর: অস্মক।


প্রশ্ন: অষ্টাঙ্গিক মার্ক কোন ধর্মের সাথে সম্পর্কিত?

উত্তর: বৌদ্ধ ধর্মের।


প্রশ্ন: বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতায় (মূর্তি পূজো) বিশ্বাসী নয়?

উত্তর: হীনযান।


প্রশ্ন: বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা?

উত্তর: পালি ভাষা।


প্রশ্ন: কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল?

উত্তর: কুশিনগরে।


প্রশ্ন: বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পালরাজা বিখ্যাত বিক্রমশীল বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন?

উত্তর: ধর্মপাল।


প্রশ্ন: গৌতম বুদ্ধের সময় বিখ্যাত চিকিৎসক কে ছিলেন?

উত্তর: জীবক।


প্রশ্ন: কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?

উত্তর: বসুমিত্র।


প্রশ্ন: গৌতম বুদ্ধের পুত্রের নাম কি?

উত্তর: রাহুল।


প্রশ্ন: বৌদ্ধ স্থাপত্য প্রসঙ্গে 'চৈত্য' বলতে কি বোঝানো হয়?

উত্তর: প্রার্থনার হল বা প্রার্থনা কক্ষ।


প্রশ্ন: অজন্তা গুহাচিত্র কোন ধর্মের স্বর্ণযুগের নিদর্শন?

উত্তর: বৌদ্ধ ধর্মের।


প্রশ্ন: গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন?

উত্তর: সারনাথ।


প্রশ্ন: বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কার রচনা?

উত্তর: অশ্বঘোষের।


প্রশ্ন: গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী কোথায় বর্ণিত আছে?

উত্তর: জাতকে।


প্রশ্ন: কোন সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায়?

উত্তর: চতুর্থ বৌদ্ধ সংহীতি।


প্রশ্ন: শেষ বা ২৪তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন?

উত্তর: মহাবীর।


প্রশ্ন: মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন?

উত্তর: প্রাকৃত ভাষায়।


প্রশ্ন: মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায়?

উত্তর: পাবাপুরি।


প্রশ্ন: আজীবিক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: মোগালীপুত্র গোশাল।


প্রশ্ন: কোন ভারতীয় রাজা তার শেষ জীবনে জৈনধর্মে দীক্ষা দেন?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।


প্রশ্ন: শ্বেতাম্বরদের প্রবক্তা কে ছিলেন?

উত্তর: স্থূলভদ্র।


প্রশ্ন: প্রথম জৈন সংহীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর: পাটলীপুত্রে ।


প্রশ্ন: পট্টদাকলের জৈন মন্দির কাদের দ্বারা নির্মিত হয়েছিল?

উত্তর: রাষ্ট্রকূট।


প্রশ্ন: মহাবীরের উপদেশের সংকলন কি নামে বিখ্যাত?

উত্তর: সিদ্ধান্ত।


প্রশ্ন: আলেকজান্ডারের সময় মগধের রাজা কে ছিলেন?

উত্তর: ধননন্দ।


প্রশ্ন: মগধে নন্দ বংশের পতন কে ঘটান?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।


প্রশ্ন: হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিল?

উত্তর: নাগদশক।


প্রশ্ন: নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?

উত্তর: ধননন্দ।


প্রশ্ন: রাজগীর নামক শহরটা কে স্থাপন করেছিল?

উত্তর: বিম্বিসার।


প্রশ্ন: 'কুনিক' উপাধি কে গ্রহণ করেছিলেন?

উত্তর: অজাতশত্রু।


প্রশ্ন: কার আমলে প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়?

উত্তর: অজাতশত্রুর সময়।


প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্য যে নন্দ রাজাকে পরাজিত করেছিলেন তার নাম কি?

উত্তর: ধননন্দ।


প্রশ্ন: মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।


প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: চাণক্য।


প্রশ্ন: কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল?

উত্তর: ২৬১ খ্রিস্টপূর্বাব্দে।


প্রশ্ন: চন্দ্রগুপ্ত কর্তৃক পরাজিত গ্রিক সেনাপতি কে ছিলেন?

উত্তর: সেলুকাস।


প্রশ্ন: 'অমিত্রাঘাত' উপাধি কার?

উত্তর: বিন্দুসারের।


প্রশ্ন: ১৮৩৭ সালে অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন?

উত্তর: জেমস প্রিন্সেপ।


প্রশ্ন: 'ধর্ম মহামাত্র' এই পদটা কে সৃষ্টি করেন?

উত্তর: অশোক।


প্রশ্ন: সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিল?

উত্তর: সম্রাট অশোক।


প্রশ্ন: কলিঙ্গ যুদ্ধের সময় মগধের রাজা কে ছিলেন?

উত্তর: অশোক।


প্রশ্ন: "সকল মানুষ আমার সন্তান" - এটা কে বলেছিলেন?

উত্তর: সম্রাট অশোক।


প্রশ্ন: সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য মহেন্দ্র আর সংজ্ঞামিত্রাকে কোথায় পাঠিয়েছিলেন?

উত্তর: সিংহল।


প্রশ্ন: মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন?

উত্তর: বৃহদ্রথ।


প্রশ্ন: মেগাস্থিনিসের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি?

উত্তর: ইন্ডিকা।


প্রশ্ন: চন্দ্রগুপ্তের সময় আগত গ্রিক দূতের নাম কি?

উত্তর: মেগাস্থিনিস।


প্রশ্ন: কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন?

উত্তর: বিম্বিসার।


প্রশ্ন: প্রাচীন ভারতে মগধের সর্বপ্রথম রাজধানী কোনটা ছিল?

উত্তর: রাজগৃহ।


প্রশ্ন: পাটলীপুত্র কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: উদয়ীন।


প্রশ্ন: নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: মহাপদ্মনন্দ।


প্রশ্ন: কোন দুটি নদীর মধ্যে প্রাচীন শহর তক্ষশীলা অবস্থিত?

উত্তর: সিন্ধু আর ঝিলাম।


প্রশ্ন: কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য যুক্ত ছিলেন?

উত্তর: তক্ষশীলা।


প্রশ্ন: কার শাসনকালে সুদর্শন রথ খনন করা হয়?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের সময়।


প্রশ্ন: মৌর্য শাসকদের মধ্যে কে দাক্ষিণাত্য জয় করেছিলেন?

উত্তর: বিন্দুসার।


প্রশ্ন: অশোকের শিলালিপিতে কোন ভাষা ব্যবহার করা হয়েছে?

উত্তর: প্রাকৃত।


প্রশ্ন: নন্দ বংশের পর মগধে কোন বংশ রাজত্ব করেছিল?

উত্তর: মৌর্য বংশ।


প্রশ্ন: কুশানরা কোন জাতির শাখা ছিল?

উত্তর: ইউচি জাতির শাখা।


প্রশ্ন: কুশানরা কোন দেশ থেকে এসেছিল?

উত্তর: চীন।


প্রশ্ন: কুশানদের নেতা কে ছিলেন?

উত্তর: কুজুল কদফিসেস।


প্রশ্ন: বুদ্ধচরিত গ্রন্থটি কার লেখা?

উত্তর: অশ্বঘোষ।


আরও পড়ুনঃ

গুরুত্বপূর্ণ Science GK প্রশ্ন ও উত্তর (Bengali)

কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫ জিকে



Post a Comment

0 Comments