KP Constable 2025 GK Set 5: কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে

Ads

KP Constable 2025 GK Set 5: কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে

KP Constable 2025 GK Set 5: কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে


KP Constable 2025 পরীক্ষার প্রস্তুতিতে General Knowledge একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ লিখিত পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নই GK থেকে আসে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, polity, অর্থনীতি এবং সাম্প্রতিক ঘটনাবলী—সব ক্ষেত্র থেকেই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাই নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অনুশীলন করা প্রতিটি পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয়।

এই ব্লগ পোস্টে আমরা তুলে ধরেছি KP Constable 2025 GK Set 5, যেখানে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এমন বাছাই করা প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত করা হয়েছে। সহজ বাংলায় সাজানো এই প্রশ্নগুলি দ্রুত রিভিশন ও প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে, বিশেষ করে যারা বাংলা মাধ্যমে KP Constable পরীক্ষার প্রস্তুতি করছেন তাদের জন্য এটি অত্যন্ত সাহায্যকারী।


KP Constable 2025 GK

KP Constable 2025 GK


প্রশ্ন: আইসোয়েট লাইন দ্বারা কী দেখানো হয়?

উত্তর: বৃষ্টিপাত।


প্রশ্ন: নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার?

উত্তর: দ্বিতীয় শ্রেণীর লিভার।


প্রশ্ন: বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট স্থাপিত হয়েছিল কত সালে?

উত্তর: ১৯১৭ সালে।


প্রশ্ন: পদার্থের জড়তার পরিমাপকে কী বলে?

উত্তর: ভর।


প্রশ্ন: "To India My Native Land" এটি কে রচনা করেন?

উত্তর: ডিরোজিও।


প্রশ্ন: ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী কে?

উত্তর: মাদার টেরেসা।


প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ ভারতে কোন নামে প্রবেশ করেছে?

উত্তর: দিহং।


প্রশ্ন: তিরোৎ সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন?

উত্তর: খাসি বিদ্রোহের।


প্রশ্ন: কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হীনযান আর মহাযান নামে দুটো সম্প্রদায় বিভক্ত হয়?

উত্তর: কনিষ্ক।


প্রশ্ন: রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়?

উত্তর: H₂SO₄ (সালফিউরিক অ্যাসিড)।


প্রশ্ন: প্রকৃতিতে সালফার পাওয়া যায় কোথায়?

উত্তর: আগ্নেয়গিরিতে।


প্রশ্ন: রাজ্য সরকারের সর্বোচ্চ আইনগত আধিকারিক কে?

উত্তর: অ্যাডভোকেট জেনারেল।


প্রশ্ন: বেশিরভাগ ধাতব অক্সাইড কী ধরনের হয়?

উত্তর: ক্ষারকীয়।


প্রশ্ন: উচ্চতাজনিত ভয়কে কী বলে?

উত্তর: অ্যাক্রোফোবিয়া।


প্রশ্ন: কৃত্রিম উপগ্রহে কোন ব্যক্তি নিজেকে কিরূপ অনুভব করবে?

উত্তর: ভারহীন।


প্রশ্ন: কোন বিদ্রোহের সাথে সিধু আর কানু নাম যুক্ত?

উত্তর: সাঁওতাল বিদ্রোহ।


প্রশ্ন: দশম নামক জলপ্রপাতটা কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: ঝাড়খণ্ডে।


প্রশ্ন: ভারতের শীতল মরুভূমি কোনটা?

উত্তর: লাদাখ মালভূমি।


প্রশ্ন: সরামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?

উত্তর: নাগা পর্বত।


প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?

উত্তর: ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড।


প্রশ্ন: "আম্বেদকার: এ লাইফ" নামক গ্রন্থটার রচয়িতা কে?

উত্তর: শশি থরুর।


প্রশ্ন: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন কে?

উত্তর: মঙ্গল পান্ডে।


প্রশ্ন: তিস্তা নদী কোন নদীর উপনদী?

উত্তর: ব্রহ্মপুত্রের।


প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষভাগ কোথায় কাটিয়েছিলেন?

উত্তর: শ্রাবণবেলাগোলা।


প্রশ্ন: কে টাইগার লিজিয়ন বা ফ্রি ইন্ডিয়া লিজিয়নের প্রতিষ্ঠাতা ছিলেন?

উত্তর: সুভাষচন্দ্র বসু।


প্রশ্ন: পিন্ডার নদী আর অলোকনন্দা নদী কোথায় মিলিত হয়?

উত্তর: কর্ণপ্রয়াগে।


প্রশ্ন: বাংলাদেশ আর কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে কোনটা?

উত্তর: তিন বিঘা করিডোর।


প্রশ্ন: কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?

উত্তর: নর্মদা নদী।


প্রশ্ন: ভারতের জাতীয় কংগ্রেস কোথায় পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাশ করেছিল?

উত্তর: লাহোরে।


প্রশ্ন: কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে?

উত্তর: ক্লোরিন।


প্রশ্ন: টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?

উত্তর: সালমোনেলা টাইফি।


প্রশ্ন: অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?

উত্তর: বিদ্যুৎ প্রবাহ।


প্রশ্ন: মাউন্ট ফুজি আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত?

উত্তর: জাপান।


প্রশ্ন: মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: সৈয়দ আহমেদ খান।


প্রশ্ন: ভারতের নেপোলিয়ন কাকে বলে?

উত্তর: সমুদ্রগুপ্ত।


প্রশ্ন: গোদাবরী আর কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদটির নাম কী?

উত্তর: কোলেরু হ্রদ।


প্রশ্ন: দেশলাই বাক্সে আগুন জ্বালানোর জন্য কোন মৌল ব্যবহার করা হয়?

উত্তর: রেড ফসফরাস।


প্রশ্ন: সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: গান্ধীজি।


প্রশ্ন: পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত?

উত্তর: ৪২টি।


প্রশ্ন: রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম?

উত্তর: ভিটামিন এ।


প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেসে বিভাজন কোন বছরে হয়েছিল?

উত্তর: ১৯০৭।


প্রশ্ন: পশ্চিমঘাট পর্বতের অপর নাম কী?

উত্তর: সহ্যাদ্রি।


প্রশ্ন: কোন শহরে ভারতের জাতীয় যুদ্ধ স্মারক (National War Memorial) অবস্থিত?

উত্তর: নিউ দিল্লি।


প্রশ্ন: মেঘ আর মেঘ গঠনের অধ্যয়নকে কী বলা হয়?

উত্তর: নেফোলজি।


প্রশ্ন: নন-স্টিক বাসনপত্র কী দিয়ে তৈরি করা হয়?

উত্তর: টেফলন।

প্রশ্ন: প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল কোনটি?

উত্তর: প্রি প্রেস অফ ইন্ডিয়া।


প্রশ্ন: রোমিও অ্যান্ড জুলিয়েট কে লিখেছিলেন?

উত্তর: উইলিয়াম শেক্সপিয়ার।


প্রশ্ন: "উইংস অফ ফায়ার" বইটি কার লেখা?

উত্তর: আব্দুল কালাম।


প্রশ্ন: সর্বপ্রথম কোন বিদেশী দূত ভারতে আসেন?

উত্তর: মেগাস্থিনিস।


প্রশ্ন: আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয়?

উত্তর: ২রা অক্টোবর।


প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর বাংলার কত বঙ্গাব্দে হয়?

উত্তর: ১১৭৬।


প্রশ্ন: কোন গ্যাসের জন্য পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায়?

উত্তর: হাইড্রোজেন সালফাইড।


প্রশ্ন: নেদারল্যান্ডের রাজধানীর নাম কী?

উত্তর: আমস্টারডাম।


প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

উত্তর: বল্লভ ভাই প্যাটেল।


প্রশ্ন: কত সালে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: ১৫২৬।


প্রশ্ন: কাকে ত্রাসের নদী বলা হয়?

উত্তর: তিস্তা।


প্রশ্ন: "জয় জওয়ান জয় কিষান" এই বিখ্যাত উক্তিটি কার?

উত্তর: লাল বাহাদুর শাস্ত্রী।


প্রশ্ন: উইলিয়াম হকিংস কার আমলে ভারতে আসেন?

উত্তর: জাহাঙ্গির।


প্রশ্ন: সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর: ব্রহ্মবান্ধব উপাধ্যায়।


প্রশ্ন: মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে জিন্দা পীর বলে পরিচিত ছিলেন?

উত্তর: ঔরঙ্গজেব।


প্রশ্ন: লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে?

উত্তর: অনন্তশয়নম আয়েঙ্গার।


প্রশ্ন: মেঘদূত কাব্যের রচয়িতা কে?

উত্তর: কালিদাস।


প্রশ্ন: ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ডে কবে পালন করা হয়?

উত্তর: ৩রা মার্চ।


প্রশ্ন: হকির জাদুকর নামে কে পরিচিত?

উত্তর: মেজর ধ্যানচাঁদ।


প্রশ্ন: কে আদি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন?

উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: রাজ্যমন্ত্রী সভার কোন সদস্য পদত্যাগ করলে সমগ্র মন্ত্রিসভার পতন ঘটে?

উত্তর: মুখ্যমন্ত্রী।


প্রশ্ন: ভারতীয় রুপির চিহ্নটা কবে গ্রহণ করা হয়?

উত্তর: ২০১০ সালে।


প্রশ্ন: দুগ্ধ ব্যবসা অর্থনৈতিক কার্যকলাপের কোন খাতের অন্তর্ভুক্ত?

উত্তর: প্রাথমিক।


প্রশ্ন: কার ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিজ নিজ পদে বহাল থাকতে পারেন?

উত্তর: রাষ্ট্রপতি।


প্রশ্ন: নিম্নলিখিত জাতীয়তাবাদী নেতাদের মধ্যে কাকে মহাত্মা (গান্ধী) 'আধুনিক ভারতের নির্মাতা' উপাধি দিয়েছিলেন?

উত্তর: বালগঙ্গাধর তিলক।


প্রশ্ন: ভারতবর্ষে প্রথম আদমশুমারি কত সালে হয়?

উত্তর: ১৮৭২।


প্রশ্ন: "অ্যাডভেঞ্চারস অফ শার্লক হোমস" এর রচয়িতা কে?

উত্তর: আর্থার কোনান ডয়েল।


প্রশ্ন: অপটিক স্নায়ু ও রেটিনার মিলনস্থল কী নামে পরিচিত?

উত্তর: অন্ধবিন্দু।


প্রশ্ন: রেডিয়াম কে আবিষ্কার করেছিলেন?

উত্তর: মেরি কুরি আর পিয়ের কুরি।


প্রশ্ন: ফিফার সদর দপ্তর কোথায়?

উত্তর: জুরিখ, সুইজারল্যান্ড।


প্রশ্ন: ব্লু রেভলিউশন কথাটা কিসের সাথে সম্পর্কযুক্ত?

উত্তর: মৎস, চিংড়ি আর কাঁকড়া চাষ।


প্রশ্ন: সৌরকোষ কী দিয়ে তৈরি হয়?

উত্তর: সিলিকন।


প্রশ্ন: ডিভিডি-র পুরো নাম কী?

উত্তর: ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক।


প্রশ্ন: স্নুকার খেলায় কতগুলো বল থাকে?

উত্তর: ২২টা।


প্রশ্ন: রাশিয়ার আইনসভার নাম কী?

উত্তর: ডুমা।


প্রশ্ন: অগ্নিবীণা বইটার রচয়িতা কে?

উত্তর: কাজী নজরুল ইসলাম।


প্রশ্ন: বিচার বিভাগীয় পর্যালোচনা কোন সংবিধান থেকে গৃহীত হয়েছে?

উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্র।


প্রশ্ন: জাতীয় চিনি গবেষণা কেন্দ্র কোথায় আছে?

উত্তর: কানপুরে।


প্রশ্ন: কে বলেছিলেন 'স্বরাজ আমার জন্মগত অধিকার'?

উত্তর: বালগঙ্গাধর তিলক।


প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?

উত্তর: ১৯১৮।


প্রশ্ন: পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কী বলে?

উত্তর: এন্টোমোলজি।


প্রশ্ন: বক্সার টাইগার রিজার্ভ স্থাপিত হয় কত সালে?

উত্তর: ১৯৮৩।


প্রশ্ন: পাটকাই পাহাড় কোন পর্বত শ্রেণীর অংশ?

উত্তর: পূর্বাঞ্চল।


প্রশ্ন: লিয়েন্ডার পেস কোন খেলার সাথে যুক্ত।

উত্তর: লন টেনিস।


প্রশ্ন: বিজয় হাজারে ট্রফি নিচের কোন খেলার সাথে যুক্ত?

উত্তর: ক্রিকেট।


প্রশ্ন: কার আমলে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: লর্ড ডাফরিন।


প্রশ্ন: স্পাইরোগাইরা কী প্রকার জনন সম্পন্ন করে?

উত্তর: খণ্ডীভবন।


প্রশ্ন: অ্যাপালেশিয়ান পর্বতমালা কোন মহাদেশের অংশ?

উত্তর: উত্তর আমেরিকা।


প্রশ্ন: দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন?

উত্তর: ক্যারোলাস লিনিয়াস।


প্রশ্ন: কাকে ভারতীয় ম্যাকিয়াভেলি বলা হত?

উত্তর: কৌটিল্য।


প্রশ্ন: কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?

উত্তর: ১৮৩৫।


প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলায় বিষ্ণুপুর মেলা অনুষ্ঠিত হয়?

উত্তর: বাঁকুড়া।


প্রশ্ন: হায়দার আলী কোথাকার শাসক ছিলেন?

উত্তর: মহিসুরের।


প্রশ্ন: রেডিও অ্যাকটিভিটি বা তেজস্ক্রিয়তার এসআই একক কী?

উত্তর: বেকারেল।


প্রশ্ন: একজন মেয়ের বয়স সর্বোচ্চ কত হলে সে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্য হবে?

উত্তর: ১০ বছর।


প্রশ্ন: নিম্নলিখিত কোন রাজ্যে প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস আয়োজিত হয়েছিল?

উত্তর: ওডিশা।


প্রশ্ন: কোষের অধ্যয়নকে কী বলে?

উত্তর: সাইটোলজি।


প্রশ্ন: রৌপ্য বিপ্লব কিসের সাথে সম্পর্কিত?

উত্তর: ডিম।


প্রশ্ন: কাকে সিভিল সার্ভিসের জনক বলা হয়?

উত্তর: চার্লস কর্নওয়ালিস।


প্রশ্ন: রড এবং কোণ কোষ কিসে থাকে?

উত্তর: চোখ।


প্রশ্ন: শ্রীনিবাস রামানুজন কে ছিলেন?

উত্তর: গণিতবিদ।


প্রশ্ন: "স্বদেশ ও স্বাধীনতা" এই বইটার লেখক কে?

উত্তর: অশ্বিনী কুমার দত্ত।


প্রশ্ন: পশ্চিমবঙ্গে কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়?

উত্তর: কোচবিহারে।


প্রশ্ন: কে ১৯৩৯ সালে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন?

উত্তর: সুভাষচন্দ্র বসু।


প্রশ্ন: আকবরনামা কটা গ্রন্থে বিভক্ত?

উত্তর: তিনটি বইয়ে।


প্রশ্ন: ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে?

উত্তর: রাষ্ট্রপতি।


প্রশ্ন: দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহায়তায় তৈরি হয়?

উত্তর: ব্রিটেন।


প্রশ্ন: ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে হাইকোর্টের সংখ্যা কতগুলো ছিল?

উত্তর: ২৫টি।


প্রশ্ন: শেষ জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর: বল্লভী।


প্রশ্ন: কোন জাতির রাজারা ক্ষত্রপ নামে পরিচিত ছিলেন?

উত্তর: শখ।


প্রশ্ন: প্রাচীন ভারতীয় ইতিহাসে কাকে প্লাস্টিক সার্জারির জনক বলা হয়?

উত্তর: সুশ্রুত।


প্রশ্ন: বজ্জি মহাজনপদের রাজধানী কোথায় ছিল?

উত্তর: বৈশালী।


প্রশ্ন: ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারড-ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল?

উত্তর: প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।


প্রশ্ন: শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদী তীরে অবস্থিত?

উত্তর: কাবেরী।


প্রশ্ন: কে মহলওয়ারি রাজস্ব ব্যবস্থা নামে একটি নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রণয়ন করেছিলেন?

উত্তর: হল্ট ম্যাকেঞ্জি।


প্রশ্ন: রাজ্যবর্ধন কার দ্বারা নিহত হন?

উত্তর: শশাঙ্ক।


প্রশ্ন: কে 'বর্তমান শাক্যমুনি' নামে অভিহিত?

উত্তর: হিউয়েন সাং।


প্রশ্ন: দুটি পৃথক অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ কে?

উত্তর: পিভি সিন্ধু।


প্রশ্ন: কত হার্জের কম্পাঙ্কবিশিষ্ট শব্দতরঙ্গকে শব্দোত্তর তরঙ্গ বলা হয়।

উত্তর: ২০,০০০ হার্জ-এর বেশি।


প্রশ্ন: জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কী ছিল?

উত্তর: বর্ধমান।


প্রশ্ন: ভিটামিন K-এর কাজ কী?

উত্তর: রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।


প্রশ্ন: হাম্পির ধ্বংসাবশেষ কোথায় রয়েছে?

উত্তর: কর্ণাটক।


প্রশ্ন: ফসফরাসের একটি পরমাণুতে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত?

উত্তর: পাঁচটি।


প্রশ্ন: অধাতব অক্সাইডগুলি সাধারণত কী রকম হয়?

উত্তর: আম্লিক।


প্রশ্ন: ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: রোম।


প্রশ্ন: টিস্যু অধ্যয়নকে কী বলা হয়?

উত্তর: হিস্টোলজি।


প্রশ্ন: মানুষের হৃদপিণ্ডে কটা প্রকোষ্ঠ আছে?

উত্তর: চারটি প্রকোষ্ঠ।


প্রশ্ন: আইএনএস বিক্রমাদিত্য কী?

উত্তর: এটি একটি বিমানবাহী রণতরী।


প্রশ্ন: আন্টার্কটিকার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটা?

উত্তর: মাউন্ট এরেবুজ।


প্রশ্ন: দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর রাজধানী কোনটি?

উত্তর: দমন।


প্রশ্ন: অতিবেগুনি বিকিরণ শোষণকারী ওজন স্তর কোন বায়ুমণ্ডলীয় স্তরে বিদ্যমান?

উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার।


প্রশ্ন: প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: মহারাষ্ট্র।


প্রশ্ন: ক্রিকেটে দুই উইকেটের দূরত্ব কত?

উত্তর: ২২ গজ।


প্রশ্ন: ২০২৩ সালের নভেম্বরে কোন স্থানটিকে বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে ঘোষণা করা হয়েছিল?

উত্তর: আংকর ওয়াট।


প্রশ্ন: "ওয়েলথ অফ নেশনস" এই বইটির লেখক কে?

উত্তর: অ্যাডাম স্মিথ।


প্রশ্ন: দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: বৈশালী।


প্রশ্ন: পল্লব বংশের শেষ শাসক কে ছিলেন?

উত্তর: অপরাজিত বর্মণ।


প্রশ্ন: বন্দিবাসের চূড়ান্ত যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

উত্তর: ইংরেজ এবং ফরাসি।


প্রশ্ন: ভারতের শীতলতম স্থান কোনটা?

উত্তর: দ্রাস।


প্রশ্ন: টায়ার পার্ক কোন রাজ্যে রয়েছে?

উত্তর: পশ্চিমবঙ্গ।


প্রশ্ন: বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (BSI)-এর সদর দপ্তর কোথায় রয়েছে?

উত্তর: কলকাতা।


প্রশ্ন: আল্পস কোন ধরনের পর্বত?

উত্তর: নবীন ভঙ্গিল পর্বত।


প্রশ্ন: লোকসভার সেক্রেটারি জেনারেল কে নিযুক্ত করেন?

উত্তর: লোকসভার স্পিকার।


প্রশ্ন: হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন?

উত্তর: পুষ্যভূতি।


প্রশ্ন: ভারতের কোন রাজ্য ১৯৫৬ সালে ভাষার ভিত্তিতে প্রথম পৃথক হয়েছিল?

উত্তর: অন্ধ্রপ্রদেশ।


প্রশ্ন: ভারতের সংবিধানের ধারা ৫ থেকে ১১ কিসের সাথে সম্পর্কিত?

উত্তর: নাগরিকত্ব।


প্রশ্ন: বিশ্বের কফি বন্দর নামে পরিচিত সান্তোস বন্দর কোথায় রয়েছে?

উত্তর: ব্রাজিল।


প্রশ্ন: পৃথিবীর ফুসফুস নামে পরিচিত অ্যামাজন রেইনফরেস্টটা কোথায় অবস্থিত?

উত্তর: দক্ষিণ আমেরিকা।


প্রশ্ন: ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় কে?

উত্তর: সত্যেন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: ন্যাপথলিনের প্রধান উৎস কী?

উত্তর: খনিজ আলকাতরা।


প্রশ্ন: জঙ্গল মহল নামে পরিচিত অঞ্চলটি কোথায় অবস্থিত?

উত্তর: পশ্চিমবঙ্গে।


আরও পড়ুনঃ

KP Constable 2025 GK Set 4

KP Constable 2025 GK Set 3



Post a Comment

0 Comments