9th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

Ads

9th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

9th December Daily Current Affairs in Bengali | আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স


প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে হলে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে WBCS, WBPSC, SSC, Railway, WBP, Banking ও অন্যান্য চাকরির পরীক্ষায় সাম্প্রতিক ঘটনার উপর ভিত্তি করে বহু প্রশ্ন আসে। তাই আমরা প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি 9th December Daily Current Affairs in Bengali, যেখানে তুলে ধরা হয়েছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবর, অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, ক্রীড়া, পরিবেশসহ পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য।

সহজ বাংলা ভাষায় সাজানো এই Daily Current Affairs আপনাকে প্রতিদিন রিভিশন করতে ও পরীক্ষায় উচ্চ নম্বর পেতে বিশেষভাবে সাহায্য করবে।


9th December Daily Current Affairs in Bengali

9th December Daily Current Affairs in Bengali


প্রশ্ন: আন্তর্জাতিক নাগরিক বিমান চলাচল দিবস কবে পালিত হয়েছে?

উত্তর: ৭ ডিসেম্বর।


প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্যে বাঘদের প্রথম আন্তঃরাজ্য স্থানান্তর হবে?

উত্তর: রাজস্থানে।


প্রশ্ন: সম্প্রতি এনএমডিসি (NMDC) সাইবার নিরাপত্তা জোরদার করতে কোন আইআইটি-এর সাথে চুক্তি করেছে?

উত্তর: আইআইটি কানপুরের সাথে।


প্রশ্ন: কে বানাস ডেইরি-এর বায়ো-সিএনজি প্ল্যান্টের উদ্বোধন করেছেন?

উত্তর: অমিত শাহ।


প্রশ্ন: ভারত ও নেপালের মধ্যে যৌথ সামরিক মহড়া 'সূর্য কিরণ'-এর ১৯তম সংস্করণটি কোথায় সম্পন্ন হয়েছে?

উত্তর: উত্তরাখণ্ডের পিথোরাগড়ে।


প্রশ্ন: সম্প্রতি কোথায় পাঁচ বছরব্যাপী পশুসম্পদ টিকাকরণ অভিযান শুরু হয়েছে?

উত্তর: তাঞ্জানিয়াতে।


প্রশ্ন: সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা ১২ বিলিয়ন বছরের পুরনো অলকানন্দা গ্যালাক্সি আবিষ্কার করেছেন?

উত্তর: ভারতের বিজ্ঞানীরা।


প্রশ্ন: কার জীবনের ওপর ভিত্তি করে লেখা 'আই লাইক চ্যালেঞ্জেস' বইটির গুজরাটি সংস্করণ প্রকাশিত হয়েছে?

উত্তর: আনন্দীবেন প্যাটেলের।


প্রশ্ন: ভারত কোথায় স্কোয়াশ বিশ্বকাপ (Squash World Cup)-এর আয়োজন করবে?

উত্তর: চেন্নাইয়ে।


প্রশ্ন: সম্প্রতি কাকে পরবর্তী মোসাদ (Mossad) প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে?

উত্তর: রোমান গোফম্যানকে।


প্রশ্ন: সম্প্রতি কল্যাণ চট্টোপাধ্যায় ৮২ বছর বয়সে মারা গেছেন, তিনি কে ছিলেন?

উত্তর: একজন অভিনেতা।


প্রশ্ন: কে ফর্মুলা ওয়ান (Formula 1) বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন?

উত্তর: ল্যান্ডো নরিস।


প্রশ্ন: কোন রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য 'মুখ্যমন্ত্রী ভারত দর্শন যোজনা' শুরু করা হয়েছে?

উত্তর: বিহারে।


প্রশ্ন: সম্প্রতি ভারত কোথায় একটি নতুন বাণিজ্যিক দূতাবাস ভবনের উদ্বোধন করেছে?

উত্তর: সাংহাইয়ে।


প্রশ্ন: ভারতীয় সেনাবাহিনী কোন শহরে তাদের বার্ষিক আইডিয়া ও ইনোভেশন প্রতিযোগিতা এবং সেমিনার 'ইনোভেশন যোদ্ধা ২০২৫'-এর আয়োজন করেছে?

উত্তর: নয়াদিল্লিতে।


আরও পড়ুনঃ

8th December Daily Current Affairs

7th December Daily Current Affairs



Post a Comment

0 Comments