KP Constable 2025 History GK: সুলতানী যুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (Most Expected)
KP Constable 2025 পরীক্ষার প্রস্তুতিতে ইতিহাসের সুলতানী যুগ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পর্বে বহু প্রশ্ন বারবার পরীক্ষায় আসে। তাই এখানে তুলে ধরা হলো সুলতানী যুগের সবচেয়ে সম্ভাব্য ও বাছাই করা গুরুত্বপূর্ণ History GK প্রশ্ন ও উত্তর, যা আপনাকে পরীক্ষায় দ্রুত রিভিশন করতে সাহায্য করবে। প্রতিটি প্রশ্ন সহজ ভাষায় ব্যাখ্যাসহ দেওয়া হয়েছে, যাতে কম সময়ে বেশি তথ্য মনে রাখা যায়। KP Constable, WBP, SSC, Rail সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই এই সেটটি অত্যন্ত উপকারী।
কলকাতা পুলিশ (KP) কনস্টেবল স্পেশাল: সুলতানী যুগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ
১. প্রশ্ন: কোন মুসলমান শাসক প্রথম বিন্ধ্য পর্বত অতিক্রম করে দক্ষিণ ভারত জয় করেন?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুতমিস
(C) আলাউদ্দিন খলজি
(D) গিয়াসউদ্দিন বলবন
সঠিক উত্তর: (C) আলাউদ্দিন খলজি
২. প্রশ্ন: কোন বিখ্যাত শাসক কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুতমিস
(C) ফিরোজশাহ তুঘলক
(D) আলাউদ্দিন খলজি
সঠিক উত্তর: (B) ইলতুতমিস
৩. প্রশ্ন: লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) ইব্রাহিম লোদী
(B) সিকান্দার লোদী
(C) বহলুল লোদী
(D) খিজির খান
সঠিক উত্তর: (C) বহলুল লোদী
৪. প্রশ্ন: ইবন বতুতা (Ibn Battuta) কোথা থেকে ভারতে এসেছিলেন?
(A) পারস্য
(B) মরক্কো
(C) তুরস্ক
(D) আফগানিস্তান
সঠিক উত্তর: (B) মরক্কো
৫. প্রশ্ন: 'তারিখ-ই-মোবারকশাহী' (Tarikh-i-Mubarak Shahi) গ্রন্থের লেখক ইয়াহিয়া বিন আহমেদ সিরিন্দি কার আমলে বাস করতেন?
(A) লোদী বংশ
(B) খলজি বংশ
(C) সৈয়দ বংশ
(D) তুঘলক বংশ
সঠিক উত্তর: (C) সৈয়দ বংশ
৬. প্রশ্ন: মোহাম্মদ বিন তুঘলক তাঁর রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন?
(A) আগ্রা
(B) কানৌজ
(C) দৌলতাবাদ (দেবগিরি)
(D) বিজাপুর
সঠিক উত্তর: (C) দৌলতাবাদ (দেবগিরি)
৭. প্রশ্ন: আমির খসরু (Amir Khusro) কার বিখ্যাত সভাকবি ছিলেন?
(A) বলবন
(B) জালালউদ্দিন খলজি
(C) আলাউদ্দিন খলজি
(D) ফিরোজশাহ তুঘলক
সঠিক উত্তর: (C) আলাউদ্দিন খলজি
৮. প্রশ্ন: চেঙ্গিস খান (Genghis Khan) নিচের কোন শাসকের সমসাময়িক ছিলেন?
(A) আলাউদ্দিন খলজি
(B) ইলতুতমিস
(C) কুতুবউদ্দিন আইবক
(D) মোহাম্মদ বিন তুঘলক
সঠিক উত্তর: (B) ইলতুতমিস
৯. প্রশ্ন: দিল্লির সুলতানদের মধ্যে কে বাজার নিয়ন্ত্রণের পন্থা প্রচলনের জন্য বিখ্যাত ছিলেন?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুতমিস
(C) গিয়াসউদ্দিন বলবন
(D) আলাউদ্দিন খলজি
সঠিক উত্তর: (D) আলাউদ্দিন খলজি
১০. প্রশ্ন: কোন প্রথম মুসলিম সামরিক প্রধান সেন বংশকে পরাস্ত করে বাংলা এবং বিহার অধিকার করেছিলেন?
(A) মালিক কাফুর
(B) বখতিয়ার খলজি
(C) আলাউদ্দিন খলজি
(D) ইব্রাহিম লোদী
সঠিক উত্তর: (B) বখতিয়ার খলজি
১১. প্রশ্ন: 'আলাই দরওয়াজা' (Alai Darwaza)-র নির্মাতা কে ছিলেন?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুতমিস
(C) আলাউদ্দিন খলজি
(D) গিয়াসউদ্দিন বলবন
সঠিক উত্তর: (C) আলাউদ্দিন খলজি
১২. প্রশ্ন: মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
(A) মোহাম্মদ ঘুরি
(B) কুতুবউদ্দিন আইবক
(C) আলাউদ্দিন খলজি
(D) ইলতুতমিস
সঠিক উত্তর: (C) আলাউদ্দিন খলজি
১৩. প্রশ্ন: কে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন?
(A) মোবারক শাহ
(B) খিজির খান
(C) ফিরোজশাহ তুঘলক
(D) আলাউদ্দিন আলম শাহ
সঠিক উত্তর: (B) খিজির খান
১৪. প্রশ্ন: কোন সুলতান একটি শহর পত্তন করেন যার বর্তমান নাম আগ্রা?
(A) বহলুল লোদী
(B) সিকান্দার লোদী
(C) ইব্রাহিম লোদী
(D) আলাউদ্দিন খলজি
সঠিক উত্তর: (B) সিকান্দার লোদী
১৫. প্রশ্ন: মধ্যযুগীয় ভারতে প্রথম মহিলা শাসক কে ছিলেন?
(A) চাঁদ বিবি
(B) সুলতানা রাজিয়া
(C) নুরজাহান
(D) জাহানারা বেগম
সঠিক উত্তর: (B) সুলতানা রাজিয়া
১৬. প্রশ্ন: দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন?
(A) ইলতুতমিস
(B) গিয়াসউদ্দিন বলবন
(C) কুতুবউদ্দিন আইবক
(D) আলাউদ্দিন খলজি
সঠিক উত্তর: (C) কুতুবউদ্দিন আইবক
১৭. প্রশ্ন: তৈমুর যখন ভারত আক্রমণ করেন, তখন ভারতের শাসনকর্তা কে ছিলেন?
(A) ফিরোজশাহ তুঘলক
(B) মোহাম্মদ বিন তুঘলক
(C) সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুঘলক
(D) সিকান্দার লোদী
সঠিক উত্তর: (C) সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুঘলক
১৮. প্রশ্ন: কোন সুলতান বেকারদের চাকরি দিয়েছিলেন?
(A) ইলতুতমিস
(B) গিয়াসউদ্দিন বলবন
(C) ফিরোজশাহ তুঘলক
(D) মোহাম্মদ বিন তুঘলক
সঠিক উত্তর: (C) ফিরোজশাহ তুঘলক
১৯. প্রশ্ন: কোন সুলতানের এর সভায় সর্বাধিক সংখ্যক কৃতদাস ছিল?
(A) মোহাম্মদ বিন তুঘলক
(B) ফিরোজশাহ তুঘলক
(C) আলাউদ্দিন খলজি
(D) গিয়াসউদ্দিন বলবন
সঠিক উত্তর: (B) ফিরোজশাহ তুঘলক
২০. প্রশ্ন: তৈমুরের আক্রমণের পরে কোন বংশের শাসকরা ভারত শাসন করেছিল?
(A) তুঘলক বংশ
(B) লোদী বংশ
(C) সৈয়দ বংশ
(D) খলজি বংশ
সঠিক উত্তর: (C) সৈয়দ বংশ
২১. প্রশ্ন: নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে 'গুলরুক' ছদ্মনামে কবিতা রচনা করেছিলেন?
(A) বহলুল লোদী
(B) ইব্রাহিম লোদী
(C) সিকান্দার লোদী
(D) আলাউদ্দিন খলজি
সঠিক উত্তর: (C) সিকান্দার লোদী
২২. প্রশ্ন: কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুতমিস
(C) আলাউদ্দিন খলজি
(D) গিয়াসউদ্দিন বলবন
সঠিক উত্তর: (B) ইলতুতমিস
২৩. প্রশ্ন: কোন সুলতান ভারতে রেশনিং সিস্টেম চালু করেছিলেন?
(A) ইলতুতমিস
(B) গিয়াসউদ্দিন বলবন
(C) আলাউদ্দিন খলজি
(D) মোহাম্মদ বিন তুঘলক
সঠিক উত্তর: (C) আলাউদ্দিন খলজি
২৪. প্রশ্ন: ইক্তা প্রথা চালু করেছিল কে?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুতমিস
(C) গিয়াসউদ্দিন বলবন
(D) আলাউদ্দিন খলজি
সঠিক উত্তর: (B) ইলতুতমিস
২৫. প্রশ্ন: ১১৯১ খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি আর কার মধ্যে হয়েছিল?
(A) জয়চাঁদ
(B) পৃথ্বীরাজ চৌহান
(C) রানা সংঘ
(D) প্রতাপ রুদ্র
সঠিক উত্তর: (B) পৃথ্বীরাজ চৌহান
২৬. প্রশ্ন: সুলতানী আমলে কে প্রথম প্রকৃত রাজা ছিলেন?
(A) মোহাম্মদ ঘুরি
(B) কুতুবউদ্দিন আইবক
(C) ইলতুতমিস
(D) গিয়াসউদ্দিন বলবন
সঠিক উত্তর: (C) ইলতুতমিস
২৭. প্রশ্ন: এলিয়াট কাকে 'আকবর অফ দা সুলতানেট' বলে বর্ণনা করেছিলেন?
(A) আলাউদ্দিন খলজি
(B) মোহাম্মদ বিন তুঘলক
(C) ফিরোজশাহ তুঘলক
(D) ইব্রাহিম লোদী
সঠিক উত্তর: (C) ফিরোজশাহ তুঘলক
২৮. প্রশ্ন: খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
(A) আলাউদ্দিন খলজি
(B) জালালউদ্দিন খলজি
(C) কুতুবউদ্দিন মোবারক খলজি
(D) নাসিরউদ্দিন খসরু শাহ
সঠিক উত্তর: (B) জালালউদ্দিন খলজি
২৯. প্রশ্ন: কোন ঘটনাটি আলাউদ্দিন খলজির সাথে জড়িত?
(A) রেশনিং সিস্টেম চালু
(B) ইক্তা প্রথা চালু
(C) তামার প্রতীকী মুদ্রা চালু
(D) ৪0 চক্র গঠন
সঠিক উত্তর: (A) রেশনিং সিস্টেম চালু
৩০. প্রশ্ন: আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য জয়ের প্রধান সেনাপতি কে ছিলেন?
(A) উলুঘ খান
(B) নুসরত খান
(C) জাফর খান
(D) মালিক কাফুর
সঠিক উত্তর: (D) মালিক কাফুর
৩১. প্রশ্ন: জিয়াউদ্দিন বরণী কার রাজসভার ঐতিহাসিক ছিলেন?
(A) গিয়াসউদ্দিন বলবন
(B) আলাউদ্দিন খলজি
(C) মোহাম্মদ বিন তুঘলক
(D) ফিরোজশাহ তুঘলক
সঠিক উত্তর: (B) আলাউদ্দিন খলজি
৩২. প্রশ্ন: খলজি বংশের শেষ শাসক কে ছিলেন?
(A) জালালউদ্দিন খলজি
(B) আলাউদ্দিন খলজি
(C) কুতুবউদ্দিন মোবারক খলজি
(D) খসরু খান
সঠিক উত্তর: (C) কুতুবউদ্দিন মোবারক খলজি
৩৩. প্রশ্ন: তুঘলক বংশের পর কোন বংশ দিল্লিতে রাজত্ব করেছিল?
(A) খলজি বংশ
(B) সৈয়দ বংশ
(C) লোদী বংশ
(D) মুঘল বংশ
সঠিক উত্তর: (B) সৈয়দ বংশ
৩৪. প্রশ্ন: দিল্লি সুলতানীর শেষ বংশ কোনটা?
(A) তুঘলক বংশ
(B) সৈয়দ বংশ
(C) লোদী বংশ
(D) খলজি বংশ
সঠিক উত্তর: (C) লোদী বংশ
৩৫. প্রশ্ন: দিল্লি সুলতানীর শেষ সুলতান কে ছিলেন?
(A) বহলুল লোদী
(B) সিকান্দার লোদী
(C) ইব্রাহিম লোদী
(D) নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুঘলক
সঠিক উত্তর: (C) ইব্রাহিম লোদী
৩৬. প্রশ্ন: পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
(A) বাবর ও রানা সংঘ
(B) বাবর ও ইব্রাহিম লোদী
(C) আকবর ও হেমু
(D) ইব্রাহিম লোদী ও সিকান্দার লোদী
সঠিক উত্তর: (B) বাবর ও ইব্রাহিম লোদী
৩৭. প্রশ্ন: দিল্লিতে তুঘলক বংশের শাসন কে প্রতিষ্ঠা করেন?
(A) ফিরোজশাহ তুঘলক
(B) মোহাম্মদ বিন তুঘলক
(C) গিয়াসউদ্দিন তুঘলক
(D) নাসিরউদ্দিন মাহমুদ শাহ
সঠিক উত্তর: (C) গিয়াসউদ্দিন তুঘলক
৩৮. প্রশ্ন: কোন মোগল নেতাকে 'পৃথিবী দহনকারী' বলা হতো?
(A) বাবর
(B) চেঙ্গিস খান
(C) তৈমুর
(D) কুতুবউদ্দিন আইবক
সঠিক উত্তর: (B) চেঙ্গিস খান
৩৯. প্রশ্ন: মোহাম্মদ বিন তুঘলকের পূর্ব নাম কি ছিল?
(A) জুনা খাঁ
(B) উলুঘ খাঁ
(C) জাফর খাঁ
(D) গিয়াসউদ্দিন খাঁ
সঠিক উত্তর: (A) জুনা খাঁ
৪০. প্রশ্ন: মোহাম্মদ বিন তুঘলক কোন ধরনের নতুন মুদ্রার প্রচলন করেন?
(A) সোনা ও রুপার মুদ্রা
(B) তামার প্রতীকী মুদ্রা
(C) শুধুমাত্র রুপার মুদ্রা
(D) ব্রোঞ্জের প্রতীকী মুদ্রা
সঠিক উত্তর: (B) তামার প্রতীকী মুদ্রা
৪১. প্রশ্ন: মোহাম্মদ বিন তুঘলকের সময় দক্ষিণ ভারতে কোন হিন্দু রাজ্যের উদ্ভব হয়েছিল?
(A) বাহমনি রাজ্য
(B) চালুক্য রাজ্য
(C) বিজয়নগর সাম্রাজ্য
(D) চোল রাজ্য
সঠিক উত্তর: (C) বিজয়নগর সাম্রাজ্য
৪২. প্রশ্ন: মোহাম্মদ বিন তুঘলকের সময় বাংলায় কার শাসনের সূচনা হয়?
(A) শের শাহ
(B) ইলিয়াস শাহী
(C) হোসেন শাহী
(D) লক্ষণ সেন
সঠিক উত্তর: (B) ইলিয়াস শাহী
৪৩. প্রশ্ন: '৪০ চক্র' (Bandagān-i Chihilgānī) কে প্রবর্তন করেন?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুতমিস
(C) গিয়াসউদ্দিন বলবন
(D) আলাউদ্দিন খলজি
সঠিক উত্তর: (B) ইলতুতমিস
৪৪. প্রশ্ন: ইলতুতমিস প্রবর্তিত তাম্র ও রৌপ্য মুদ্রার নাম কি ছিল?
(A) দাম ও রূপিয়া
(B) মোহর ও জীতল
(C) জীতল ও তঙ্কা
(D) তঙ্কা ও রূপিয়া
সঠিক উত্তর: (C) জীতল ও তঙ্কা
৪৫. প্রশ্ন: 'সিজদা' ও 'পাইবস' প্রথা কে চালু করেন?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুতমিস
(C) গিয়াসউদ্দিন বলবন
(D) আলাউদ্দিন খলজি
সঠিক উত্তর: (C) গিয়াসউদ্দিন বলবন
৪৬. প্রশ্ন: দাস বংশের শেষ সম্রাট কে ছিলেন?
(A) ইলতুতমিস
(B) গিয়াসউদ্দিন বলবন
(C) কায়কোবাদ
(D) কায়ুমারস
সঠিক উত্তর: (C) কায়কোবাদ
৪৭. প্রশ্ন: বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(C) সিকান্দার শাহ
(D) রাজা গণেশ
সঠিক উত্তর: (B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
৪৮. প্রশ্ন: ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল?
(A) সপ্তগ্রাম
(B) সোনারগাঁও
(C) লক্ষণাবতী
(D) পান্ডুয়া
সঠিক উত্তর: (C) লক্ষণাবতী
৪৯. প্রশ্ন: ফিরোজশাহ তুঘলকের আক্রমণ থেকে বাঁচার জন্য ইলিয়াস শাহ কোন দুর্গে আশ্রয় নেন?
(A) গৌড়ের দুর্গ
(B) একডালা দুর্গ
(C) পান্ডুয়ার দুর্গ
(D) সোনারগাঁও দুর্গ
সঠিক উত্তর: (B) একডালা দুর্গ
৫০. প্রশ্ন: পান্ডুয়ার 'আদিনা মসজিদ' কে নির্মাণ করেন?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) সিকান্দার শাহ
(C) আলাউদ্দিন হোসেন শাহ
(D) নুসরত শাহ
সঠিক উত্তর: (B) সিকান্দার শাহ
৫১. প্রশ্ন: কৃত্তিবাস ওঝা রামায়ণের বাংলা অনুবাদ করেন কোন সময়কালে?
(A) বৈদিক যুগ
(B) ইলিয়াস শাহী যুগ
(C) নবাবী আমল
(D) ব্রিটিশ আমল
সঠিক উত্তর: (B) ইলিয়াস শাহী যুগে
৫২. প্রশ্ন: বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) সিকান্দার শাহ
(C) আলাউদ্দিন হোসেন শাহ
(D) নুসরত শাহ
সঠিক উত্তর: (C) আলাউদ্দিন হোসেন শাহ
৫৩. প্রশ্ন: শ্রী চৈতন্যদেবের আবির্ভাব কোন বংশের শাসনকালে হয়েছিল?
(A) লোদী বংশ
(B) ইলিয়াস শাহী বংশ
(C) হোসেন শাহী বংশ
(D) তুঘলক বংশ
সঠিক উত্তর: (C) হোসেন শাহী বংশ
৫৪. প্রশ্ন: 'বাংলার আকবর' কাকে বলা হতো?
(A) ইলিয়াস শাহ
(B) সিকান্দার শাহ
(C) আলাউদ্দিন হোসেন শাহ
(D) নুসরত শাহ
সঠিক উত্তর: (C) আলাউদ্দিন হোসেন শাহ
৫৫. প্রশ্ন: 'বড় সোনা মসজিদ' কে নির্মাণ করেন?
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) সিকান্দার শাহ
(C) নুসরত শাহ
(D) শামসুদ্দিন ইলিয়াস শাহ
সঠিক উত্তর: (C) নুসরত শাহ
৫৬. প্রশ্ন: 'শ্রীমদ ভগবতের' বাংলা অনুবাদ কে করেছিলেন?
(A) কৃত্তিবাস ওঝা
(B) মালাধর বসু
(C) কৃষ্ণদাস কবিরাজ
(D) বরু চণ্ডীদাস
সঠিক উত্তর: (B) মালাধর বসু
৫৭. প্রশ্ন: 'চৈতন্য চরিতামৃত' গ্রন্থটির লেখক কে ছিলেন?
(A) মালাধর বসু
(B) কৃষ্ণদাস কবিরাজ
(C) বৃন্দাবন দাস
(D) জ্ঞানদাস
সঠিক উত্তর: (B) কৃষ্ণদাস কবিরাজ
৫৮. প্রশ্ন: হোসেন শাহী বংশের পতন ঘটান কে?
(A) বাবর
(B) শের শাহ সুরি
(C) হুমায়ুন
(D) আকবর
সঠিক উত্তর: (B) শের শাহ সুরি
৫৯. প্রশ্ন: বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) কৃষ্ণদেব রায়
(B) হরিহর ও বুক্কো
(C) দ্বিতীয় দেবরায়
(D) তিরুমল
সঠিক উত্তর: (B) হরিহর ও বুক্কো
৬০. প্রশ্ন: বিজয়নগর রাজ্যে সর্বপ্রথম কোন বংশ শাসন করেছিল?
(A) সালুব বংশ
(B) তুলুব বংশ
(C) সঙ্গম বংশ
(D) আরবিডু বংশ
সঠিক উত্তর: (C) সঙ্গম বংশ
৬১. প্রশ্ন: বিজয়নগর রাজ্যটি কোন নদীর তীরে অবস্থিত ছিল?
(A) কাবেরী
(B) কৃষ্ণা
(C) তুঙ্গভদ্রা
(D) গোদাবরী
সঠিক উত্তর: (C) তুঙ্গভদ্রা
৬২. প্রশ্ন: সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
(A) প্রথম দেবরায়
(B) দ্বিতীয় দেবরায়
(C) বীর নরসিংহ রায়
(D) কৃষ্ণদেব রায়
সঠিক উত্তর: (B) দ্বিতীয় দেবরায়
৬৩. প্রশ্ন: তুলুভ বংশের প্রতিষ্ঠাতা কে?
(A) কৃষ্ণদেব রায়
(B) নরসিংহ সালুব
(C) বীর নরসিংহ রায়
(D) তিরুমল
সঠিক উত্তর: (C) বীর নরসিংহ রায়
৬৪. প্রশ্ন: কোন সময়কে তেলেগু ভাষার স্বর্ণযুগ বলা হয়?
(A) দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল
(B) নরসিংহ সালুবের রাজত্বকাল
(C) কৃষ্ণদেব রায়ের রাজত্বকাল
(D) হরিহরের রাজত্বকাল
সঠিক উত্তর: (C) কৃষ্ণদেব রায়ের রাজত্বকাল
৬৫. প্রশ্ন: কৃষ্ণদেব রায়ের লেখা 'অমুক্ত মাল্যদা' কোন ভাষায় রচিত?
(A) সংস্কৃত
(B) তেলেগু
(C) কন্নড়
(D) তামিল
সঠিক উত্তর: (B) তেলেগু ভাষা
৬৬. প্রশ্ন: বিজয়নগর সাম্রাজ্যের শেষ বংশ কোনটি?
(A) সঙ্গম
(B) সালুব
(C) তুলুব
(D) আরবিডু
সঠিক উত্তর: (D) আরবিডু
৬৭. প্রশ্ন: বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) মোহাম্মদ শাহ
(B) আলাউদ্দিন হাসান বাহমন শাহ
(C) ফিরোজ শাহ বাহমনি
(D) মোহাম্মদ গাওয়ান
সঠিক উত্তর: (B) আলাউদ্দিন হাসান বাহমন শাহ (হাসান গঙ্গু)
৬৮. প্রশ্ন: বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল?
(A) বিজাপুর
(B) গুলবর্গা
(C) বিদর
(D) গোলকোন্ডা
সঠিক উত্তর: (B) গুলবর্গা
৬৯. প্রশ্ন: তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
(A) ১৫২৬ খ্রিস্টাব্দ
(B) ১৫৬৫ খ্রিস্টাব্দ
(C) ১৫৭৬ খ্রিস্টাব্দ
(D) ১৬০০ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর: (B) ১৫৬৫ খ্রিস্টাব্দ
৭০. প্রশ্ন: কে চারমিনার নির্মাণ করেন?
(A) আলাউদ্দিন খলজি
(B) কুলি কুতুব শাহ
(C) ইব্রাহিম লোদী
(D) নিজাম-উল-মুলক
সঠিক উত্তর: (B) কুলি কুতুব শাহ
আরও পড়ুনঃ
✅ প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে | Most Expected Set 2
✅ প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে | Most Expected Set 1


Please do not enter any spam link in the comment box.