10th December 2025 Daily Current Affairs in Bengali | 10 ডিসেম্বর 2025 কারেন্ট অ্যাফেয়ার্স

Ads

10th December 2025 Daily Current Affairs in Bengali | 10 ডিসেম্বর 2025 কারেন্ট অ্যাফেয়ার্স

10th December 2025 Daily Current Affairs in Bengali | 10 ডিসেম্বর 2025 কারেন্ট অ্যাফেয়ার্স


10 ডিসেম্বর 2025-এর Daily Current Affairs in Bengali নিয়ে আজকের এই ব্লগ পোস্টটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সকল পরীক্ষার্থীর জন্য অত্যন্ত উপকারী। WBCS, KP Constable, WBP, WBPSC, Rail, SSC, Banking সহ যেকোনো পরীক্ষায় সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে প্রশ্ন আসা এখন খুবই সাধারণ। তাই আজকের দিনের গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, পুরস্কার, ক্রীড়া এবং সরকারি বিভিন্ন রিপোর্ট—সবকিছু এখানে সংক্ষিপ্ত ও পরীক্ষামুখীভাবে আলোচনা করা হয়েছে।

নিয়মিত এই Daily Current Affairs পড়লে আপনার পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী হবে এবং স্কোর বাড়াতে বিশেষ সহায়ক হবে।


10th December 2025 Daily Current Affairs in Bengali

10th December 2025 Daily Current Affairs in Bengali


প্রশ্ন: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস (International Anti-Corruption Day) কবে পালিত হয়েছে?


(ক) ৭ ডিসেম্বর

(খ) ৮ ডিসেম্বর

(গ) ৯ ডিসেম্বর

(ঘ) ১০ ডিসেম্বর


সঠিক উত্তর: (গ) ৯ ডিসেম্বর।



প্রশ্ন: অনূর্ধ্ব-১৩ (১৩ বছরের কম বয়সী) ছেলে ও মেয়েদের ফুটবল প্রতিভা তৃণমূল স্তর থেকে খুঁজে বের করার জন্য কোন রাজ্য সরকার 'প্রজেক্ট মহাদেবা' চালু করেছে?


(ক) উত্তর প্রদেশ

(খ) গুজরাট

(গ) গোয়া

(ঘ) মহারাষ্ট্র


সঠিক উত্তর: (ঘ) মহারাষ্ট্র।



প্রশ্ন: ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (IBCA)-এর ১৯তম সদস্য দেশ হিসেবে সম্প্রতি কোন দেশটি যুক্ত হয়েছে?


(ক) চীন

(খ) জার্মানি

(গ) রাশিয়া

(ঘ) জাপান


সঠিক উত্তর: (গ) রাশিয়া।



প্রশ্ন: আহমেদাবাদে বিএপিএস (BAPS) দ্বারা আয়োজিত প্রমখ স্বামী অমৃত মহোৎসব-এ কে ভাষণ দিয়েছেন?


(ক) নরেন্দ্র মোদী

(খ) রাজনাথ সিং

(গ) অমিত শাহ

(ঘ) এস জয়শঙ্কর


সঠিক উত্তর: (গ) অমিত শাহ।



প্রশ্ন: ভারতের ইউপিআই (UPI)-কে বিশ্বের সবচেয়ে বড় রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম হিসেবে কোন আন্তর্জাতিক সংস্থা স্বীকৃতি দিয়েছে?


(ক) বিশ্ব ব্যাংক

(খ) আইএমএফ (IMF)

(গ) এডিবি

(ঘ) বিশ্ব অর্থনৈতিক ফোরাম


সঠিক উত্তর: (খ) আইএমএফ (IMF)।



প্রশ্ন: সম্প্রতি ৩৩তম দক্ষিণ-পূর্ব এশীয় গেমস কোথায় শুরু হয়েছে?


(ক) ভিয়েতনাম

(খ) মালয়েশিয়া

(গ) ইন্দোনেশিয়া

(ঘ) থাইল্যান্ড


সঠিক উত্তর: (ঘ) থাইল্যান্ড।



প্রশ্ন: ইউনেস্কোর ২০তম ইনট্যানজিবল হেরিটেজ (অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য) কমিটি সেশনের আয়োজন কোন দেশ করেছে?


(ক) ফ্রান্স

(খ) চীন

(গ) জাপান

(ঘ) ভারত


সঠিক উত্তর: (ঘ) ভারত।



প্রশ্ন: সম্প্রতি টাটা গ্রুপ ভারতে সেমিকন্ডাক্টর (semiconductor) উৎপাদন করার জন্য কোন প্রযুক্তি সংস্থার সাথে চুক্তি করেছে?


(ক) স্যামসাং

(খ) ইনটেল (Intel)

(গ) এনভিডিয়া

(ঘ) কোয়ালকম


সঠিক উত্তর: (খ) ইনটেল (Intel)।



প্রশ্ন: রুক্মিণী আন্টি এবং আর কে নারায়ণন ফ্যান ক্লাবের মোড়ক উন্মোচন কোথায় করা হয়েছে?


(ক) বেঙ্গালুরু

(খ) চেন্নাই

(গ) হায়দ্রাবাদ

(ঘ) মাইসুরু (Mysuru)


সঠিক উত্তর: (ঘ) মাইসুরু (Mysuru)।



প্রশ্ন: বিশ্বের সবচেয়ে কমবয়সী (মাত্র ৩ বছর বয়সী) অফিসিয়াল রেটেড দাবা খেলোয়াড় (Chess Player) কে হয়েছেন?


(ক) আর. প্রজ্ঞানন্দ

(খ) ডি. গুকেশ

(গ) বিশ্বনাথন আনন্দ

(ঘ) সর্বজ্ঞ সিং কুশওয়াহা


সঠিক উত্তর: (ঘ) সর্বজ্ঞ সিং কুশওয়াহা।



প্রশ্ন: সম্প্রতি ৯৫ বছর বয়সে প্রয়াত বাবা আধব (Baba Adhav) কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?


(ক) রাজনীতিবিদ

(খ) পরিবেশবিদ

(গ) সামাজিক কর্মী

(ঘ) অভিনেতা


সঠিক উত্তর: (গ) সামাজিক কর্মী।



প্রশ্ন: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর ঘোষণা অনুযায়ী, ভারত বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধ স্মৃতিস্তম্ভ (War Memorial) কোথায় স্থাপন করেছে?


(ক) সিয়াচেন

(খ) লেহ

(গ) গালওয়ান

(ঘ) কার্গিল


সঠিক উত্তর: (গ) গালওয়ান।



প্রশ্ন: ভোটার তালিকা (Voter List) সম্পূর্ণরূপে ডিজিটাইজ করার ক্ষেত্রে প্রথম রাজ্য কোনটি, যারা 'গণনা প্রপত্র' নামে একটি বিশেষ প্রক্রিয়া ব্যবহার করেছে?


(ক) মধ্যপ্রদেশ

(খ) গুজরাট

(গ) উত্তর প্রদেশ

(ঘ) রাজস্থান


সঠিক উত্তর: (ঘ) রাজস্থান।



প্রশ্ন: পশু কল্যাণ ও উদ্ধার কাজের জন্য 'বন্তারা' (Vantara)-এর প্রতিষ্ঠাতা হিসেবে 'গ্লোবাল হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড' কে জিতেছেন?


(ক) মুকেশ আম্বানি

(খ) নীতা আম্বানি

(গ) অনন্ত আম্বানি

(ঘ) গৌতম আদানি


সঠিক উত্তর: (গ) অনন্ত আম্বানি।



প্রশ্ন: জল সঞ্চয় ও সংরক্ষণের লক্ষ্যে জলাশয়গুলোর পুনরুজ্জীবনের জন্য সম্প্রতি কোথায় 'মিশন ওয়াটারশেড পুনরুত্থান' চালু করা হয়েছে?


(ক) আসাম

(খ) মণিপুর

(গ) মেঘালয়

(ঘ) নাগাল্যান্ড


সঠিক উত্তর: (ঘ) নাগাল্যান্ড।



আরও পড়ুনঃ

9th December 2025 Daily Current Affairs

8th December 2025 Daily Current Affairs



Post a Comment

0 Comments