11th December 2025 Daily Current Affairs in Bengali | 11 ডিসেম্বর 2025 কারেন্ট অ্যাফেয়ার্স
11 ডিসেম্বর 2025-এর Daily Current Affairs in Bengali নিয়ে আজকের এই ব্লগ পোস্টটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সকল পরীক্ষার্থীর জন্য অত্যন্ত উপকারী। WBCS, KP Constable, WBP, WBPSC, Rail, SSC, Banking সহ যেকোনো পরীক্ষায় সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে প্রশ্ন আসা এখন খুবই সাধারণ। তাই আজকের দিনের গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, পুরস্কার, ক্রীড়া এবং সরকারি বিভিন্ন রিপোর্ট—সবকিছু এখানে সংক্ষিপ্ত ও পরীক্ষামুখীভাবে আলোচনা করা হয়েছে।
নিয়মিত এই Daily Current Affairs পড়লে আপনার পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী হবে এবং স্কোর বাড়াতে বিশেষ সহায়ক হবে।
11th December 2025 Daily Current Affairs in Bengali
প্রশ্ন: সম্প্রতি মানবাধিকার দিবস কবে পালিত হয়েছে?
উত্তর: ১০ ডিসেম্বর।
প্রশ্ন: ভারতের প্রথম ২৪/৭ ওপেন নেটওয়ার্ক পোর্ট (24/7 Open Network Port) কোথায় খোলা হয়েছে?
উত্তর: কেরালার কোল্লামে।
প্রশ্ন: টাইম ম্যাগাজিন ২০২৫ সালের 'সিইও অফ দ্য ইয়ার' হিসেবে কাকে মনোনীত করেছে?
উত্তর: নীল মোহনকে (ইউটিউবের সিইও)।
প্রশ্ন: গ্লোবাল এআই শো ২০২৫-এর আয়োজক শহর কোনটি?
উত্তর: আবু ধাবি।
প্রশ্ন: ইন্ডিয়া এআই মিশন কোন আইআইটির সাথে হাত মিলিয়ে চেন্নাইয়ে গ্লোবাল এআই কনক্লেভ আয়োজন করবে?
উত্তর: আইআইটি মাদ্রাজ-এর সাথে।
প্রশ্ন: টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—এই তিনটি ফরম্যাটেই কমপক্ষে ১০০টি করে উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কে?
উত্তর: জসপ্রিত বুমরাহ।
প্রশ্ন: ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট অ্যাসেম্বলির সপ্তম অধিবেশন (7th Session) কোন দেশে শুরু হয়েছে?
উত্তর: কেনিয়াতে।
প্রশ্ন: পেটা ইন্ডিয়ার (PETA India) শীর্ষ বার্ষিক পুরস্কার কে জিতেছেন?
উত্তর: অভিনেত্রী রবীনা ট্যান্ডন।
প্রশ্ন: আদানি গোষ্ঠী ৫০০ কোটি টাকার বিনিয়োগে কোন রাজ্যে ডেটা সেন্টার স্থাপন করবে?
উত্তর: তেলেঙ্গানায়।
প্রশ্ন: ভারতীয় বংশোদ্ভূত কোন তরুণ ফোর্বসের '৩০ আন্ডার ৩০' তালিকায় জায়গা করে নিয়েছেন?
উত্তর: আর্কিন গুপ্তা।
প্রশ্ন: ঐতিহ্যবাহী চিকিৎসার উপর দ্বিতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) গ্লোবাল সম্মেলন কোথায় আয়োজিত হবে?
উত্তর: নয়াদিল্লিতে।
প্রশ্ন: ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের (Intangible Cultural Heritage) প্রতিনিধি তালিকা ২০২৫-এ আনুষ্ঠানিকভাবে কাকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: দীপাবলিকে।
প্রশ্ন: ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য বিশ্বের প্রথম সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা (Social Media Ban) কোথায় কার্যকর হয়েছে?
উত্তর: অস্ট্রেলিয়ায়।
প্রশ্ন: মাইক্রোসফট সম্প্রতি ভারতে কত বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে?
উত্তর: ১৭.৫ বিলিয়ন ডলার।
প্রশ্ন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ভারতের কর্মীদের বৈশ্বিক সুযোগের জন্য প্রস্তুত করতে কোন কোম্পানির সাথে চুক্তি করেছে?
উত্তর: মাইক্রোসফটের সাথে।
আরও পড়ুনঃ
🔰 10th December 2025 Daily Current Affairs
🔰 9th December 2025 Daily Current Affairs


Please do not enter any spam link in the comment box.