KP Constable GK Question in Bengali Set 6 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

Ads

KP Constable GK Question in Bengali Set 6 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

KP Constable GK Question in Bengali Set 6 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর


KP Constable GK Question in Bengali Set 6–এ আপনাকে স্বাগতম। কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৫ পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে আজ আমরা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK) প্রশ্ন ও উত্তর। এখানে দেওয়া প্রতিটি প্রশ্ন WB Police ও KP Constable পরীক্ষার সিলেবাস অনুযায়ী সাজানো, সহজ ভাষায় ব্যাখ্যাসহ তুলে ধরা হয়েছে যাতে আপনি অল্প সময়ে বেশি তথ্য মনে রাখতে পারেন।

এ সেটটি বিশেষভাবে Bengali medium প্রার্থীদের জন্য তৈরি, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা এবং বেসিক জিকে—সব ধরনের গুরুত্বপূর্ণ টপিক কভার করা হয়েছে। নিয়মিত এই ধরনের সেট প্র্যাকটিস করলে আপনার স্কোর ও আত্মবিশ্বাস দুইই বৃদ্ধি পাবে।


KP Constable GK Question in Bengali

কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫: গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর


প্রশ্ন: ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের সময় হয়েছিল?

উত্তর: লর্ড রিপন।


প্রশ্ন: ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনী প্রক্রিয়া আলোচনা করা হয়েছে?

উত্তর: ৩৬৮ নম্বর ধারা।


প্রশ্ন: কোন মোগল সম্রাট তাঁর আত্মজীবনী 'তুজুক-ই-বাবরী' রচনা করেন?

উত্তর: বাবর।


প্রশ্ন: ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা (Concurrent List)-এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?

উত্তর: অস্ট্রেলিয়া।


প্রশ্ন: প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন?

উত্তর: দেবিকা রানী।


প্রশ্ন: একটি পরমাণুর ভর সংখ্যা (Mass Number) কিসের সমষ্টি?

উত্তর: প্রোটন ও নিউট্রন।


প্রশ্ন: হুমায়ুনের সমাধি কোথায় রয়েছে?

উত্তর: দিল্লিতে (বেগা বেগম দ্বারা নির্মিত)।


প্রশ্ন: সালোকসংশ্লেষ পাতার কোন কলায় সংঘটিত হয়?

উত্তর: মেসোফিল কলা।


প্রশ্ন: পার্লামেন্টের যৌথ অধিবেশনকে কে আহ্বান করেন?

উত্তর: রাষ্ট্রপতি।


প্রশ্ন: ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি?

উত্তর: তারাপুর (মহারাষ্ট্রে)।


প্রশ্ন: অ্যান্টিবায়োটিক কিসের বিরুদ্ধে কাজ করে?

উত্তর: ব্যাকটেরিয়া।


প্রশ্ন: বিখ্যাত হিরোশিমা স্মৃতিস্তম্ভ কোথায় রয়েছে?

উত্তর: জাপানে।


প্রশ্ন: ভারতের প্রথম রামসার সাইট কোনটি?

উত্তর: চিলকা হ্রদ (ওড়িশা)।


প্রশ্ন: ভারতের কোন রাজ্যকে ডিমের ঝুড়ি বলা হয়?

উত্তর: অন্ধ্রপ্রদেশ।


প্রশ্ন: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর সদর দপ্তর কোথায় আছে?

উত্তর: দুবাই (সংযুক্ত আরব আমিরশাহী)।


প্রশ্ন: আড়াই দিনকা ঝোপড়া কে নির্মাণ করেন?

উত্তর: কুতুবউদ্দিন আইবক।


প্রশ্ন: তুঘলক বংশের শেষ শাসক কে ছিলেন?

উত্তর: নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুঘলক।


প্রশ্ন: বিশ্বের প্রথম কোন দেশ পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে?

উত্তর: ভারত (১৯৫২ সালে)।


প্রশ্ন: শ্বাসপ্রশ্বাসের সময় ফুসফুসের আয়তন পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উত্তর: স্পাইরোমিটার (Spirometer)।


প্রশ্ন: ত্রিকুট পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: ঝাড়খণ্ড।


প্রশ্ন: রাজ্যপালকে (Governor) কে শপথবাক্য পাঠ করান?

উত্তর: সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি।


প্রশ্ন: ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি আছে?

উত্তর: মধ্যপ্রদেশ।


প্রশ্ন: বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) সদর দপ্তর কোথায় রয়েছে?

উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।


প্রশ্ন: কোন দেশকে 'নীল আকাশের দেশ' বলে?

উত্তর: মঙ্গোলিয়া।


প্রশ্ন: অস্ট্রেলিয়ার রাজধানী কি?

উত্তর: ক্যানবেরা।


প্রশ্ন: হাইড্রোজিওলজি বলতে কোনটির বৈজ্ঞানিক অধ্যয়নকে বোঝায়?

উত্তর: ভূগর্ভস্থ জলের অধ্যয়ন।


প্রশ্ন: লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়?

উত্তর: অস্থি মজ্জায়।


প্রশ্ন: মানুষের শরীরের কোন অঙ্গ রক্ত পরিশ্রুত (Filter) করার কাজ করে?

উত্তর: বৃক্ক বা কিডনি।


প্রশ্ন: 'ফাউল' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?

উত্তর: ফুটবল।


প্রশ্ন: ভারতের কোন শহরকে 'কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া' বলা হয়?

উত্তর: ধানবাদ।


প্রশ্ন: বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল?

উত্তর: গুলবর্গা (আহসানাবাদ)।


প্রশ্ন: কম্পাঙ্কের (Frequency) এসআই একক কি?

উত্তর: হার্জ (Hertz)।


প্রশ্ন: মানুষের শরীরে হাড়কে মজবুত করতে কোন ভিটামিন প্রয়োজন?

উত্তর: ভিটামিন ডি।


প্রশ্ন: বৈষ্ণোদেবী মন্দির কোথায় রয়েছে?

উত্তর: জম্মু ও কাশ্মীর।


প্রশ্ন: নেহরু রিপোর্ট কে উত্থাপন করেছিলেন?

উত্তর: মতিলাল নেহরু (১৯২৮ সালে)।


প্রশ্ন: কোন নদীটি সাংপো (Tsangpo) নামেও পরিচিত?

উত্তর: ব্রহ্মপুত্র নদ।


প্রশ্ন: কে প্রথম 'G' (মহাকর্ষীয় ধ্রুবক)-এর পরীক্ষামূলক মান প্রদান করেন?

উত্তর: ক্যাভেন্ডিস।


আরও পড়ুনঃ

🔰 সুলতানী যুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (Most Expected)

🔰 মুঘল সাম্রাজ্য গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর (Most Expected)



Post a Comment

0 Comments