WBSSC & KP Constable 2025: Geography GK Bengali Set 2 – গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Ads

WBSSC & KP Constable 2025: Geography GK Bengali Set 2 – গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBSSC & KP Constable 2025: Geography GK Bengali Set 2 – গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


WBSSC & KP Constable 2025: Geography GK Bengali Set 2–এ আপনাদের স্বাগতম। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রায় প্রতি বছরই এখান থেকে একাধিক প্রশ্ন আসে। তাই এই সেটে আমরা তুলে ধরেছি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নোত্তর, যেগুলি WBSSC, KP Constable, WBP, SSC, Railway সহ বিভিন্ন পরীক্ষার জন্য সমানভাবে উপকারী।

প্রতিটি প্রশ্ন সহজ ভাষায় সাজানো হয়েছে যাতে বাংলা মাধ্যমের পরীক্ষার্থীরা খুব দ্রুত রিভিশন করতে পারেন এবং পরীক্ষায় সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা আরও বাড়ে। নিয়মিত এই ধরনের সেট প্র্যাকটিস করলে আপনার ভূগোলের প্রস্তুতি হবে আরও শক্তিশালী ও পরীক্ষামুখী।


WBSSC & KP Constable 2025: Geography GK Bengali Set 2

ভারতের ভূগোল: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


প্রশ্ন: আন্তর্জাতিক তারিখ রেখা (ইন্টারন্যাশনাল ডেডলাইন) কোন দ্রাঘিমা রেখার কাজ দিয়ে অতিক্রম করে?

উত্তর: ১৮০ ডিগ্রি গ্রিনিচ।


প্রশ্ন: ভারতীয় প্রমাণ সময় (IST) গ্রিনিচ গড় সময় (GMT)-র থেকে কত ঘন্টা এগিয়ে?

উত্তর: ৫ ঘণ্টা ৩০ মিনিট (+5:30)।


প্রশ্ন: পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি কোথায়?

উত্তর: নিরক্ষরেখায়।


প্রশ্ন: কোনো একদিনে কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে ব্যবধান কত?

উত্তর: ৬ ঘণ্টা।


প্রশ্ন: মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে অতিক্রম করেছে?

উত্তর: লন্ডনের গ্রিনিচ।


প্রশ্ন: ১ ডিগ্রি অক্ষাংশ আনুমানিক কত কিলোমিটার হয়?

উত্তর: ১১১ কিলোমিটার।


প্রশ্ন: কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত?

উত্তর: ২৪ মিনিট।


প্রশ্ন: মিচাং নামক ঝড়টির নামকরণ করেছে কোন দেশ?

উত্তর: মায়ানমার।


প্রশ্ন: সুপারনোভা কী?

উত্তর: মৃত তারা।


প্রশ্ন: কত বছর পর হ্যালির ধুমকেতু দেখা যায়?

উত্তর: ৭৬ বছর পরে।


প্রশ্ন: গ্রহের গতি সম্বন্ধীয় সূত্র কে বলেছিলেন?

উত্তর: কেপলার।


প্রশ্ন: চাঁদের অক্ষের একটি ঘূর্ণন সম্পন্ন হতে কতদিন সময় লাগে?

উত্তর: ২৭.৩ পার্থিব দিন।


প্রশ্ন: চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?

উত্তর: ১.৩ সেকেন্ড।


প্রশ্ন: চন্দ্রগ্রহণ ঘটে কেবলমাত্র কোন দিনে?

উত্তর: পূর্ণিমার দিনে।


প্রশ্ন: পৃথিবীর সর্বনিম্ন বিন্দুকে কী বলে যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত?

উত্তর: চ্যালেঞ্জার ডিপ।


প্রশ্ন: পৃথিবীর একমাত্র সাগর কোনটা যার কোন স্থলসীমান্ত নেই?

উত্তর: সারগাস সাগর।


প্রশ্ন: পশ্চিমবঙ্গের শীতকালে বৃষ্টিপাত কম হয় বলে বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যায় কোন উদ্ভিদ?

উত্তর: পর্ণমোচি উদ্ভিদ।


প্রশ্ন: ভারতের কোন রাজ্যে রাবার গাছের চাষ সর্বাধিক?

উত্তর: কেরলে।


প্রশ্ন: পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে কী ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায়?

উত্তর: গুল্ম এবং তৃণ।


প্রশ্ন: হুগলি নদীর মোহনায় কোন গাছ বেশি দেখা যায়?

উত্তর: সুন্দরী।


প্রশ্ন: লম্বা আর সূচালো প্রকৃতির গাছ দেখা যায় কোথায়?

উত্তর: পাহাড়ি পার্বত্য অঞ্চলে।


প্রশ্ন: কোন রাজ্যে অরণ্যের বিন্যাস (শতকরায় বনভূমির পরিমাণ) সবথেকে কম?

উত্তর: হরিয়ানাতে।


প্রশ্ন: ভারতে বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়েছে?

উত্তর: ১৯৮০ খ্রিস্টাব্দে।


প্রশ্ন: বিখ্যাত পিচাবারাম ম্যানগ্রোভ ফরেস্ট ভারতের কোন রাজ্যে রয়েছে?

উত্তর: তামিলনাড়ুতে।


প্রশ্ন: সুন্দরী গাছ কোন ধরনের অরণ্যে পাওয়া যায়?

উত্তর: ম্যানগ্রোব অরণ্যে।


প্রশ্ন: কাঁটাযুক্ত ঝোপঝাড় কোন অঞ্চলে পাওয়া যায়?

উত্তর: শুষ্ক মরুভূমি।


প্রশ্ন: ২০১১ সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত ছিল?

উত্তর: ৩৮২ জন।


প্রশ্ন: ২০১১ সালের জনগণনা অনুসারে মহিলাদের সাক্ষরতার হার কত রেকর্ড করা হয়েছিল?

উত্তর: ৬৫.৪৬ শতাংশ।


প্রশ্ন: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা?

উত্তর: বিহার।


প্রশ্ন: ভারতে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে?

উত্তর: হরিয়ানায়।


প্রশ্ন: ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি?

উত্তর: ভিলাই।


প্রশ্ন: উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?

উত্তর: কানপুরকে।


প্রশ্ন: ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়?

উত্তর: চেন্নাইকে।


প্রশ্ন: ভারতে টেক সিটি নামে কোন শহর পরিচিত?

উত্তর: বেঙ্গালুরু।


প্রশ্ন: ভারতের রুর কাকে বলে?

উত্তর: দুর্গাপুরকে।


প্রশ্ন: কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়?

উত্তর: লৌহ ইস্পাত শিল্পকে।


প্রশ্ন: ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় রয়েছে?

উত্তর: গুড়গাঁও।


প্রশ্ন: ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোথায় রয়েছে?

উত্তর: চিত্তরঞ্জন।


প্রশ্ন: রাউকেল্লা স্টিল প্লান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে?

উত্তর: ব্রাহ্মণী।


প্রশ্ন: 'কটন পলিশ অফ ইন্ডিয়া' বলা হয় কোন শহরকে?

উত্তর: মুম্বাইকে।


প্রশ্ন: ভারতের রেলবগি তৈরি করা হয় কোথায়?

উত্তর: পেরাম্বুর।


প্রশ্ন: দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র কোনটা?

উত্তর: কোয়েমবাটর।


প্রশ্ন:৮ ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত?

উত্তর: মিনিকয় ও মালদ্বীপ।


প্রশ্ন: ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক?

উত্তর: বাংলাদেশের।


প্রশ্ন: বাংলাদেশ আর কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে কোনটা?

উত্তর: তিন বিঘা করিডোর।


প্রশ্ন: ভারতের বৃহত্তম জেলা কোনটা?

উত্তর: কচ্ছ।


প্রশ্ন: ডানকান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যে বিস্তৃত?

উত্তর: দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান।


প্রশ্ন: ভারতে ম্যাপ কারা তৈরি করে?

উত্তর: সার্ভে অফ ইন্ডিয়া।


প্রশ্ন: ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত?

উত্তর: গ্রেট নিকোবরে।


প্রশ্ন: পীর পাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত?

উত্তর: মধ্য হিমালয়।


প্রশ্ন: কয়াল কী?

উত্তর: কেরালার উপহ্রদ (লেগুন)


প্রশ্ন: দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা?

উত্তর: আনাইমুদি।


প্রশ্ন: শতদ্রু আর কালী নদীর মাঝে হিমালয়ের অংশ কী নামে পরিচিত?

উত্তর: কুমায়ুন হিমালয়।


প্রশ্ন: দোয়াব বলতে কী বোঝায়?

উত্তর: দুটো নদীর মাঝের জমি।


প্রশ্ন: উত্তরের সমভূমিতে শীতকালে যে বৃষ্টিপাত ঘটে সেটি কিসের জন্য?

উত্তর: পশ্চিমী ঝঞ্ঝার জন্য।


প্রশ্ন: কোন মৃত্তিকাটি তুলা চাষের উপযোগী?

উত্তর: কৃষ্ণ মৃত্তিকা।


প্রশ্ন: কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য উপযোগী?

উত্তর: কারেওয়াসের মাটি।


প্রশ্ন: কোন রাজ্যে খাল দ্বারা জলসেচ সর্বাধিক?

উত্তর: উত্তরপ্রদেশ।


প্রশ্ন: ভারতের কোন রাজ্যে খালের সংখ্যা সর্বাধিক?

উত্তর: উত্তরপ্রদেশ।


প্রশ্ন: বাকিংহাম খাল কোথায় রয়েছে?

উত্তর: অন্ধ্রপ্রদেশ।


প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোনটি?

উত্তর: দামোদর।


প্রশ্ন: ভারতে যে পদ্ধতিতে জলসেচ সর্বাধিক হয়?

উত্তর: কুপ ও নলকুপ।


প্রশ্ন: কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত সরকার সবুজ বিপ্লবের পরিকল্পনা নেয়?

উত্তর: তৃতীয়।


প্রশ্ন: নীল বিপ্লব কিসের সাথে যুক্ত?

উত্তর: মাছ উৎপাদন।


প্রশ্ন: ধাপ চাষ করা হয় কোথায়?

উত্তর: পর্বতের ঢালে।


প্রশ্ন: ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি?

উত্তর: অন্ধ্রপ্রদেশ।


প্রশ্ন: ভারতের নতুন জাতীয় কৃষি নীতি কী নামে পরিচিত?

উত্তর: রামধনু বিপ্লব।


প্রশ্ন: কোনটি প্রধানত মাটি গঠনের জন্য দায়ী?

উত্তর: ক্ষয় প্রক্রিয়া।


প্রশ্ন: ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয় কাকে?

উত্তর: মুম্বাইকে।


প্রশ্ন: চুনা পাথর কোন শিল্পে ব্যবহৃত কাঁচামাল?

উত্তর: সিমেন্ট।


প্রশ্ন: ভারতের একমাত্র করমুক্ত বন্দর কোনটি?

উত্তর: কান্দালা।


প্রশ্ন: সৌরজগতের কোন গ্রহে সবচেয়ে বড় দিন দেখা যায়?

উত্তর: শুক্র।


প্রশ্ন: জারোয়া উপজাতিরা কোথায় বাস করে?

উত্তর: দক্ষিণ আন্দামান।


প্রশ্ন: ভারতের বৃহত্তম উপজাতি কোনটা?

উত্তর: ভিল।


প্রশ্ন: ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়?

উত্তর: মুম্বাইকে।


প্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে?

উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার।


প্রশ্ন: সৌরজগতের কোন গ্রহটি নিজের অক্ষে সবচেয়ে দ্রুত আবর্তন করে?

উত্তর: বৃহস্পতি।


প্রশ্ন: কোন গ্রহ জলগ্রহ নামে পরিচিত?

উত্তর: পৃথিবী।


প্রশ্ন: মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্য গঠিত হয়েছিল?

উত্তর: ছত্তিসগড়।


প্রশ্ন: ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন কবে উদযাপিত হয়?

উত্তর: ১৬ই সেপ্টেম্বর।


প্রশ্ন: উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন কোনটা?

উত্তর: ২২শে ডিসেম্বর।


প্রশ্ন: কোনটিকে ভারতের পরিবেশগত হটস্পট বলা হয়?

উত্তর: পশ্চিম ঘাট।


প্রশ্ন: আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা?

উত্তর: গোয়া।


আরও পড়ুনঃ

Geography GK in Bengali Set 1 - WBSSC ও KP Constable

KP Constable GK Question in Bengali Set 6



Post a Comment

0 Comments