জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 121

Ads

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 121

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | GK in Bengali Part - 121


সরকারি চাকরির পরীক্ষায় নিয়মিত ভালো ফল করার জন্য জেনারেল নলেজে শক্ত দখল থাকা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই আমরা নিয়ে এসেছি GK in Bengali – Part 121, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, ক্রীড়া ও সাম্প্রতিক বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর সহজ ও সংক্ষিপ্ত ভাষায় উপস্থাপন করা হয়েছে। এই প্রশ্নগুলো WBSSC Group C & D, WBP, KP Constable সহ বিভিন্ন Competitive Exam–এর প্রস্তুতির জন্য বিশেষভাবে উপযোগী। নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান।


GK in Bengali Part - 121


GK in Bengali Part - 121


প্রশ্ন: 'মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ' (My Experiment with Truth) বইটি কার আত্মজীবনী?

উত্তর: মহাত্মা গান্ধী।


প্রশ্ন: প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর: ১৯৩০ সালে (উরুগুয়েতে)।


প্রশ্ন: ফিফা (FIFA)-এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?

উত্তর: সুইজারল্যান্ডের জুরিখ শহরে।


প্রশ্ন: কোন আইনের মাধ্যমে প্রথমবারের মতো কেন্দ্রীয় ও প্রদেশিক বাজেট আলাদা করা হয়েছিল?

উত্তর: ১৯১৯ সালের ভারত শাসন আইন।


প্রশ্ন: ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি?

উত্তর: জ্ঞানপীঠ পুরস্কার।


প্রশ্ন: জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম মহিলা সাহিত্যিক কে?

উত্তর: আশাপূর্ণা দেবী।


প্রশ্ন: ভারতের কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা বিধান পরিষদ নেই?

উত্তর: মধ্যপ্রদেশ।


প্রশ্ন: 'নাবার্ড' (NABARD) ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: ১৯৮২ সালে।


প্রশ্ন: তুলার কারখানা থেকে নির্গত পদার্থের কারণে কোন ক্যান্সার হয়?

উত্তর: হোয়াইট লাং ক্যান্সার।


প্রশ্ন: ১৯০৬ সালে 'বন্দে মাতরম' পত্রিকা কে প্রকাশ করেন?

উত্তর: বিপিনচন্দ্র পাল।


প্রশ্ন: 'বন্দে মাতরম' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর: অরবিন্দ ঘোষ।


প্রশ্ন: সুলতানি যুগে কৃষি বিভাগ বা 'আমির-ই-কোহী' কে শুরু করেছিলেন?

উত্তর: মহম্মদ বিন তুঘলক।


প্রশ্ন: দিল্লির কোন সুলতানকে 'সুলতানি যুগের আকবর' বলা হয়?

উত্তর: ফিরোজ শাহ তুঘলক।


প্রশ্ন: সংবিধানের কোন ধারায় নাগরিকদের ভারতের যেকোনো জায়গায় বসতি স্থাপনের অধিকার দেওয়া হয়েছে?

উত্তর: ১৯ নম্বর ধারা।


প্রশ্ন: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) কোথায় অবস্থিত?

উত্তর: নেদারল্যান্ডসের হেগ শহরে।


প্রশ্ন: ম্যালেরিয়া কোন ধরনের রোগ?

উত্তর: প্রোটোজোয়া ঘটিত রোগ।


প্রশ্ন: কার শাসনামলে ভারতীয় জাতীয় কংগ্রেস (১৮৮৫) প্রতিষ্ঠিত হয়?

উত্তর: লর্ড ডাফরিন।


প্রশ্ন: কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে?

উত্তর: ৮টি।


প্রশ্ন: আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়?

উত্তর: ১২ই মে।


প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: সুইজারল্যান্ডের জেনেভাতে।


প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

উত্তর: ৭ই এপ্রিল।


প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত?

উত্তর: সাংপো (Tsangpo)।


প্রশ্ন: 'স্ট্যাচু অফ ইউনিটি' ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: গুজরাট।


প্রশ্ন: আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম নদী কোনটি?

উত্তর: ব্রহ্মপুত্র।


প্রশ্ন: ক্রিপস মিশন কত সালে ভারতে আসে?

উত্তর: ১৯৪২ সালে।


প্রশ্ন: মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা কত?

উত্তর: ৮৮৪৮.৮৬ মিটার।


প্রশ্ন: ভারতের কোন ভাইসরয় 'আগস্ট প্রস্তাব' ঘোষণা করেন?

উত্তর: লর্ড লিনলিথগো (১৯৪০ সালে)।


প্রশ্ন: পেনিসিলিন কে আবিষ্কার করেন?

উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং।


প্রশ্ন: 'অয়েল অফ ভিট্রিওল' নামে পরিচিত অ্যাসিড কোনটি?

উত্তর: সালফিউরিক অ্যাসিড।


প্রশ্ন: কাবেরী নদীর উৎপত্তিস্থল কোন পাহাড়ে?

উত্তর: ব্রহ্মগিরি পর্বত।


প্রশ্ন: চারমিনার ভারতের কোন শহরে অবস্থিত?

উত্তর: হায়দ্রাবাদ।


প্রশ্ন: কাকে মনোবিজ্ঞানের জনক বলা হয়?

উত্তর: উইলিয়াম ওয়ান্ড।


প্রশ্ন: বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালিত হয়?

উত্তর: ১৮ই এপ্রিল।


প্রশ্ন: চোখের রোগ প্রতিরোধের জন্য কোন ভিটামিন প্রয়োজন?

উত্তর: ভিটামিন এ (রেটিনাল)।


প্রশ্ন: পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি?

উত্তর: পূর্ব মেদিনীপুর।


প্রশ্ন: কোন মৌলটিকে 'সুপার হ্যালোজেন' বলা হয়ে থাকে?

উত্তর: ফ্লোরিন।


প্রশ্ন: ২০২৪-২৫ সালে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কোন দল?

উত্তর: পশ্চিমবঙ্গ (বাংলা)।


প্রশ্ন: 'কোষের শক্তিঘর' বা পাওয়ার হাউস কাকে বলা হয়?

উত্তর: মাইটোকন্ড্রিয়া।


প্রশ্ন: পাটলিপুত্র শহরটি কে নির্মাণ করেন?

উত্তর: উদয়ন।


প্রশ্ন: মুঘল সম্রাট ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন?

উত্তর: নবম শিখ গুরু তেগ বাহাদুর।


প্রশ্ন: চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে কত সময় নেয়?

উত্তর: ২৭.৩ দিন।


আরও পড়ুনঃ

✅ Indian Freedom Struggle Part - 1

✅ Indian Freedom Struggle Part - 2

✅ Indian Freedom Struggle Part - 3


Post a Comment

0 Comments