WBSSC Group C 2025 GK: ভারতের শাস্ত্রীয় ও লোকনৃত্য | Art & Culture GK
ভারতবর্ষ হলো বিভিন্ন ভাষা, ধর্ম এবং সংস্কৃতির একটি মিলনমেলা। আর এই সংস্কৃতির অন্যতম অবিচ্ছেদ্য অংশ হলো এর নৃত্যশৈলী। প্রাচীন মন্দিরের দেবদাসী প্রথা থেকে শুরু করে গ্রাম-বাংলার মেঠো পথ পর্যন্ত ভারতের প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে হাজার বছরের পুরনো সব লোকনৃত্য ও শাস্ত্রীয় নৃত্যের ইতিহাস।
আপনি কি জানেন, ভারতে মোট কতগুলো শাস্ত্রীয় নৃত্য রয়েছে? কিংবা কোন লোকনৃত্যটি কোন রাজ্যের আদিম সংস্কৃতির পরিচয় বহন করে?
আসন্ন WBSSC Group C & D, WBP, KP বা অন্য যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রছাত্রীদের জন্য ভারতের শিল্প ও সংস্কৃতি (Art & Culture) বিভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের লোকনৃত্য ও শাস্ত্রীয় নৃত্য থেকে প্রতি বছরই একাধিক প্রশ্ন পরীক্ষায় আসে।
আজকের এই পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য ও লোকনৃত্য সম্পর্কিত কমনযোগ্য জেনারেল নলেজ তথ্য সহজ ও সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে। মোহিনী আট্টম থেকে শুরু করে বিহু, গর্বা বা পশ্চিমবঙ্গের গম্ভীরা—প্রতিটি নৃত্যশৈলীর উৎস নিয়ে সাজানো হয়েছে আজকের এই পোস্টটি।
চলুন, ভারতের এই রঙিন নৃত্যশৈলীর জগতে প্রবেশ করা যাক এবং পরীক্ষার জন্য সেরা প্রস্তুতিটি সেরে নেওয়া যাক।
ভারতের শাস্ত্রীয় ও লোকনৃত্য | Art & Culture GK
প্রশ্ন: মোহিনী আট্টম শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি কোন রাজ্য থেকে?
উত্তর: কেরালা।
প্রশ্ন: ভারতে মোট কতগুলো শাস্ত্রীয় নৃত্য (Classical Dance) রয়েছে?
উত্তর: ৮টি।
প্রশ্ন: কুচিপুরি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন: সাত্রিয়া (Sattriya) কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য?
উত্তর: আসাম।
প্রশ্ন: জাত-জতীন ভারতের কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: বিহার।
প্রশ্ন: যক্ষগান (Yakshagana) লোকনৃত্যটি কোন রাজ্যের অন্তর্গত?
উত্তর: কর্নাটক।
প্রশ্ন: গর্বা (Garba) কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য?
উত্তর: গুজরাট।
প্রশ্ন: ঢালি কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: পশ্চিমবঙ্গ।
প্রশ্ন: গোটিপুয়া (Gotipua) কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: ওড়িশা।
প্রশ্ন: ডান্ডিয়া রাস কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: গুজরাট।
প্রশ্ন: ফুগুড়ি কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: গোয়া।
প্রশ্ন: তামাশা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য?
উত্তর: মহারাষ্ট্র।
প্রশ্ন: গম্ভীরা কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য?
উত্তর: পশ্চিমবঙ্গ।
প্রশ্ন: লুরি (Lure) নাচ কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: পাঞ্জাব।
প্রশ্ন: হোজগিরি কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: ত্রিপুরা।
প্রশ্ন: বারদো ছাম (Bardo Chham) কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: অরুণাচল প্রদেশ।
প্রশ্ন: লাই হারাওবা কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: মণিপুর।
প্রশ্ন: নৌটাঙ্গি কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: উত্তরপ্রদেশ।
প্রশ্ন: ধীমসা (Dhimsa) কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন: কোনারক নৃত্য উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়?
উত্তর: ওড়িশা।
প্রশ্ন: ডান্ডা যাত্রা কোন রাজ্যের একটি লোকনৃত্য?
উত্তর: ওড়িশা।
প্রশ্ন: লাবনী (Lavani) কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: মহারাষ্ট্র।
প্রশ্ন: ছু-ফাট কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: সিকিম।
প্রশ্ন: রামায়ণ ও মহাভারতের গল্পের ওপর ভিত্তি করে কোন শাস্ত্রীয় নৃত্য পরিবেশিত হয়?
উত্তর: কথাকলি (কেরালা)।
প্রশ্ন: থিয়াম বা কালিয়াত্তাম কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: কেরালা।
প্রশ্ন: গুগ্গা কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: হরিয়ানা।
প্রশ্ন: বিদেশীয়া লোকনৃত্যটি কোন রাজ্যে তৈরি হয়েছিল?
উত্তর: বিহার (ভিখারী ঠাকুর দ্বারা নির্মিত)।
প্রশ্ন: রাউফ (Rouff) কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: জম্মু ও কাশ্মীর।
প্রশ্ন: লাভা (Lava) কোন অঞ্চলের লোকনৃত্য?
উত্তর: লাক্ষাদ্বীপ।
প্রশ্ন: রাউত নাচা কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: ছত্তিসগড়।
প্রশ্ন: নংরেম (Nongkrem) কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: মেঘালয়।
প্রশ্ন: পাইকা নৃত্য সাধারণত কোন উপজাতি দ্বারা পরিবেশিত হয়?
উত্তর: মুন্ডা উপজাতি (ঝাড়খন্ড)।
প্রশ্ন: বিহু কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: আসাম।
প্রশ্ন: পুরুলিয়া ছৌ কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: পশ্চিমবঙ্গ।
প্রশ্ন: নোটি বা নাটি কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: হিমাচল প্রদেশ।
প্রশ্ন: তরঙ্গমেল কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: গোয়া।
প্রশ্ন: বাগরুম্বা কোন উপজাতির লোকনৃত্য?
উত্তর: বোড়ো উপজাতি (আসাম)।
প্রশ্ন: ঘুমর (Ghoomar) কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর: রাজস্থান।
প্রশ্ন: থুমড়ি সংগীত কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত?
উত্তর: কথক।
প্রশ্ন: মটকি নৃত্য কোন রাজ্যের নারীরা পরিবেশন করে?
উত্তর: মধ্যপ্রদেশ।
আরও পড়ুনঃ
✅ পশ্চিমবঙ্গের লোকনৃত্য - Folk Dance of West Bengal
✅ ভারতের শাস্ত্রীয় নৃত্য ও তাদের আরাধ্য দেবতা


Please do not enter any spam link in the comment box.