Ads Area

ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian Freedom Struggle - Part 2

ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian freedom struggle questions and answers

ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বাংলা জিকে ডায়েরি

প্রিয় পাঠকেরা,

ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এর এই পোস্টে ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস থেকে সেরা 85টি প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। সবাইকে অনুরোধ ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি একবার পড়ুন। আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে এগুলি সাহায্য করবে।


ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


1. সাতারাই কবে নানা পাতিলের নেতৃত্বে জাতীয় সরকার হয়?

➠ ১৯৪২ সালের ১২ আগস্ট।


2. 'অধীনতামূলক মৈত্রী নীতি'র প্রবক্তা কে?

➠ রিচার্ড কোল্ল্যে ওয়েলেসলি।


3. সিয়ারাম সিং'এর নেতৃত্বে সুলতানপুরে কবে জাতীয় সরকার হয়?

➠ ১৯৪২ সালের ২০ আগস্ট।


4. 'জনগণমন অধিনায়ক' গানটি জাতীয় সঙ্গীত হিসেবে প্রথম কবে স্বীকৃতি পায়?

➠ ১৯৪৩ সালের ৫ জুলাই (আজাদ হিন্দ ফৌজের প্যারেডে)।


5. মহাত্মা গান্ধী কবে 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' স্লোগান দেন?

➠ ১৯৪২ সালের ৭ আগস্ট বোম্বেতে অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির বৈঠকে।


6. সুভাষচন্দ্র বসুর সঙ্গে জার্মানের অ্যাডলফ হিটলারের কবে বৈঠক হয়?

➠ ১৯৪২ সালের ২৭ মে।


7. মহাত্মা গান্ধীর সঙ্গে চিয়াং-কাই-শেখ'এর বৈঠক কবে হয়?

➠ ১৯৪২ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতায়।


8. অ্যানি বেসান্ত কবে 'সর্বভারতীয় মহিলা সম্মেলন'এর উদ্বোধন করেন?

➠ ১৯১৯ সালের ১ জানুয়ারি।


9. চক্রবর্তী রাজাগোপালাচারি কবে পাকিস্তান রাষ্ট্রের পক্ষে মত দেন?

➠ ১৯৪২ সালের ২৩ এপ্রিল।


10. 'জনসন ফর্মুলা'র উদ্গাতা লুই জনসন কে?

➠ মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের প্রতিনিধি হিসাবে ভারতে আসেন।


11. কলকাতায় প্রথম রক্তক্ষয়ী সংগ্রাম কবে শুরু হয়?

➠ ১৯৪২ সালের ১৩ আগস্ট।


12. জাপান সরকার কবে প্রথম স্বাধীন আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয়?

➠ ১৯৪৩ সালের ২৩ অক্টোবর।


13. বার্লিনে সুভাষচন্দ্র বসু কবে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করেন?

➠ ১৯৪৩ সালের ২৬ জানুয়ারি।


14. জাপানের প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে সুভাষচন্দ্র বসুর কবে বৈঠক হয়?

➠ ১৯৪৩ সালের ১৪ জুন।


15. 'আজাদ হিন্দ ফৌজ' গঠনের কথা প্রথম কবে ঘোষিত হয়?

➠ ১৯৪৩ সালের ৫ জুলাই।


16. ভারতের জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে 'ভারত ছাড়ো' আন্দোলনের প্রস্তাব কবে প্রথম উত্থাপিত হয়?

➠ ১৯৪২ সালের ৬ জুলাই।


17. সিপাহী বিদ্রোহ বা, ভারতের মহাবিদ্রোহের সময় কোন উর্দু ও ফরাসি ভাষার বিখ্যাত কবি দিল্লিতে মোগল সাম্রাজ্যের পতনের প্রত্যক্ষ শারিক ছিলেন?

➠ মির্জা মহম্মদ আসাদ-উল্লাহ খাঁ গালিব।


18. ১৭৮৮ সালে মোগল সম্রাট শাহ আলমকে কে বন্দী করে দিল্লি দখল করেন?

➠ গলাম কাদির।


19. ১৮০৩ সালে কোন ব্রিটিশ কম্যান্ডারের নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী মারাঠাদের (মারাট্টাদের) দিল্লির কাছে পতপারগঞ্জে পরাজিত করে দিল্লি দখল মুক্ত করে?

➠ লর্ড লেক।


20. মোগল সম্রাট শাহ আলম কবে থেকে ব্রিটিশদের পেনশন গ্রাহক (বছরে সাড়ে ১১ লাখ টাকা) হিসাবে নামে মাত্র সম্রাট রইলেন ও রাজনৈতিকভাবে কার্যনির্বাহী শাসক হন ব্রিটিশ?

➠ ১৮০৩ সালের ১৬ সেপ্টেম্বর।

(ads1)

21. মোগল সম্রাট শাহ আলমের কাছ থেকে বক্সার যুদ্ধের পর কবে ব্রিটিশ বাংলার দেওয়ানী পুরোপুরি হাতে পায়?

➠ ১৭৬৫ সালে।


22. 'সংবাদ প্রভাকর' কে, কবে প্রকাশ করেন?

➠ ঈশ্বরচন্দ্র গুপ্ত, ১৮৩১ সালে।


23. মোগল সম্রাট শাহ আলম ও দ্বিতীয় আকবরের সময় ব্রিটিশদের প্রশাসনিক অবস্থান বা, ক্ষমতা কি ছিল?

➠ লালকেল্লা ও কাশ্মীরি দরওয়াজা এলাকার বাইরে মোগল সম্রাটের নামে ব্রিটিশ প্রশাসন নিয়ন্ত্রণ করত।


24. মারাঠা শাসক দ্বিতীয় তুকোজি রাও ১৮৪৪ সাল থেকে ১৮৮৬ সাল পর্যন্ত কোন সম্রাটের নামে রাজত্ব করতেন?

➠ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম।


25. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় ও তার আগে ব্রিটিশ শাসন কারা নিয়ন্ত্রণ করত?

➠ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টর, যাদের অফিস ছিল লন্ডনে আর কলকাতার গভর্নর জেনারেল-ইন-কাউন্সিল, শুধুমাত্র তাদের আদেশ প্রতিপালন করতেন।


26. বাংলায় ভারতীয়দের প্রাচ্য বিদ্যা অনুশীলনের জন্য প্রথম কোন মহাবিদ্যালয় হয়?

➠ কলিকাতা মাদ্রাসা (১৭৮১ সালে)।


27. হিন্দু ছেলেদের প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে সুপ্রিম কোর্টের বিচারপতি হাইড ইস্টের সভাপতিত্বে ১৮১৬ সালের ১৪ মে হিন্দু কলেজ তৈরির যে কমিটি হয়, তাতে কে কোষাধ্যক্ষ হিসেবে কাজের জন্য মনোনীত হন?

➠ পর্তুগিজ ব্যবসায়ী যোশেফ ব্যারেটো।


28. ভারতের শেষ গভর্নর জেনারেল কে?

➠ ফ্রান্সিস অ্যালবার্ট ভিক্টর নিকোলাস (১৯৪৩-৪৫ সালে বার্মা-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ কম্যান্ডার ও ব্রিটিশ অ্যাডমিরাল হিসাবে মাউন্টব্যাটেনের প্রথম আর্ল খেতাব পান বলে ভারতীয় জনসাধারণ তাকে অতি সম্ভ্রমে লর্ড মাউন্টব্যাটেন বলতেন)।


29. ভারতে ফোর্ট উইলিয়ামের প্রেসিডেন্টসির কোন গভর্নর জেনারেল-ইন-কাউন্সিল প্রথম সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ জারি করেন?

➠ রিচার্ড কোল্ল্যে (ওয়েলেসলি অঞ্চলের প্রথম মার্কয়েস ছিলেন বলে ভারতের ইতিহাসে ও জনসাধারণের মধ্যে অতি সম্ভ্রমজনিত কারণে লর্ড ওয়েলেসলি নামে পরিচিত হন)।


30. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের (বিদ্যাসাগরের) সর্বশ্রেষ্ঠ সামাজিক সংস্কার কি?

➠ বিধবাদের পুনর্বিবাহ আইনিকরণ ও নারী শিক্ষার ব্যবস্থা।


31. 'The Enquirer' এর সম্পাদক কে ছিলেন?

➠ রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।


32. হিন্দু কলেজ কবে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়?

➠ ১৮৫৫ সালের ১৫ এপ্রিল।


33. জাপান কবে ব্রহ্ম দেশকে প্রথম স্বাধীনতা দেয়?

➠ ১৯৪৩ সালের ১ আগস্ট।


34. পাঞ্জাবে কুকা (কৃষক) বিদ্রোহ কার নেতৃত্বে হয়?

➠ বাবা রাম সিং।


35. বিহারের ভাগলপুরে কবে প্রথম জাতীয় সরকার স্থাপিত হয়?

➠ ১৯৪২ সালের ১৮ আগস্ট।


36. ভারতে কবে হিন্দু বিধবার পুনর্বিবাহ বৈধ হয়?

➠ ১৮৫৬ সালে (গভর্নর জেনারেল জেমস অ্যান্ড্রু ব্রোন র‍্যামসের সময়ে, যিনি লর্ড ডালহৌসি নামে ইতিহাসে পরিচিত)।


37. ভারতের প্রথম কবে সরকারি অনুমোদন ছাড়া সংবাদপত্র প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করে অধ্যাদেশ (ordinance) হয়?

➠ ১৮২৩ সালের ১৪ মার্চ (অস্থায়ী গভর্নর জন অ্যাডামের সময়)।


38. বালশাস্ত্রী জাম্বেকর কে ছিলেন?

➠ বম্বের একজন সমাজ সংস্কারক।


39. পরমহংসমন্ডলী কি?

➠ মহারাষ্ট্রের এক সমাজ সংস্কারপন্থী সংগঠন।


40. ঊনবিংশ শতাব্দীতে গুজরাটি কোন পত্রিকা বিধবাদের পুনর্বিবাহে প্রথম সোচ্চার হয়?

➠ সত্যপ্রকাশ।


41. যুক্তিবাদ, মানবতাবাদ ও ধর্মনিরপেক্ষতার নিরিখে ভারতীয় সমাজের পুনর্গঠন চেয়ে 'লোকহিতবাদী' ছদ্মনামে কে লিখতেন?

➠ গোপালহরি দেশমুখ।


42. মোহনদাস করমচাঁদ গান্ধীর আগে কে 'মহাত্মা' নামে ভারতবর্ষে পরিচিত ছিলেন?

➠ মহাত্মা জ্যোতিবা ফুলে (জাতিভেদ প্রথা ও ব্রাহ্মণ্যবাদ বিরোধী আর মহারাষ্ট্রের পুণেতে প্রথম বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিধবা বিবাহের উগ্র সমর্থক)।


43. ব্রিটিশ আমলে কোন আইনে ভারতীয়দের শিক্ষার উন্নয়নে প্রথম বার্ষিক ১ লাখ টাকা বরাদ্দ হয়?

➠ ১৮১৩ সালের সনদ আইনে।


44. কে ভারতে ইংরেজি ভাষার মাধ্যমে উচ্চশিক্ষার ব্যবস্থা করেন?

➠ লর্ড উইলিয়াম বেন্টিং, ১৮৩৫ খ্রিস্টাব্দে (আইন উপদেষ্টা টমাস ব্যাবিংটোন মেকলের সুপারিশ অনুযায়ী)।


45. দাদাভাই নওরজি কে?

➠ ভারতের জাতীয় সংগ্রামের পিতামহ ও সমাজ সংস্কারক।


46. কে প্রথম ঘোষণা করেন, একমাত্র ইংরেজি শিক্ষিত ব্যক্তিরা সরকারি চাকরি পাবেন?

➠ গভর্নর জেনারেল হেনরি হার্ডিঞ্জ।


47. কলিকাতা, বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে?

➠ ১৮৫৭ সালে।


48. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ও উপাচার্য কে ছিলেন?

➠ প্রথম আচার্য হন চার্লস জন (লর্ড ক্যানিং নামে যিনি ইতিহাসে পরিচিত) ও প্রথম উপাচার্য হন স্যার জেমস উইলিয়াম কোলভিল।


49. ভারতে উচ্চ বর্ণের মধ্যে প্রথম বিধবা বিবাহ কবে অনুষ্ঠিত হয়?

➠ ১৮৫৬ সালের ৭ ডিসেম্বর, কলকাতায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের (বিদ্যাসাগরের) উদ্যোগে।


50. ইশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ক'টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন?

➠ ৩৫টি।


51. ভারতে কবে প্রথম রেলপথ স্থাপিত হয়?

➠ ১৮৫৩ সালে (ভারতের গভর্নর জেনারেল জেমস অ্যান্ড্রু ব্রোন র‍্যামসের শাসনকালে বোম্বে থেকে থানে পর্যন্ত, ইতিহাসে তিনি লর্ড ডালহৌসি নামে পরিচিত)।


52. ভারতে কবে টেলিগ্রাফ লাইন চালু হয়?

➠ ১৮৫৩ সালে (কলকাতা থেকে আগ্রা)।


53. মহারাষ্ট্রের 'প্রার্থনা সমাজ' কবে স্থাপিত হয়?

➠ ১৮৪৯ সালে।


54. শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে স্থাপিত হয়?

➠ ১৮০০ খ্রিস্টাব্দে (উইলিয়াম কেরি, ওয়ার্ড ও যোশেফ মার্শম্যান স্থাপন করেন)।


55. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কে ছিলেন?

➠ ফোর্ট উইলিয়াম কলেজের হেড পন্ডিত আর বাংলা গদ্যের অন্যতম নির্মাতা ও গ্রন্থকার।


56. ভারতে কে প্রথম ডাক টিকিটের প্রবর্তন করেন?

➠ লর্ড ডালহৌসি (দু'পয়সার ডাক টিকিট দিয়ে)।


57. 'A Grammar of the Bengali Language' কে সংকলন করেন?

➠ ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত ও বাংলার প্রধান অধ্যাপক উইলিয়াম কেরি।


58. স্বামী বিবেকানন্দ কবে শিকাগোর ধর্ম মহাসভায় বক্তৃতা দেন?

➠ ১৮৯৩ সালে।


59. কোন লেখক রামমোহন রায়ের তীব্র বিরোধী ছিলেন?

➠ পাষণ্ডপীড়ন গ্রন্থের লেখক কাশীনাথ তর্কপঞ্চানন।


60. বাংলায় প্রথম প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম কি?

➠ জেমস অগস্টাস হিকি সম্পাদিত ইংরেজি 'বেঙ্গল গেজেটী'।

(ads2)

61. ভারতে প্রথম কোন সংবাদপত্রের মাসিক, দ্বি-সাপ্তাহিক, সাপ্তাহিক ও দৈনিক সংস্করণ প্রকাশিত হয়?

➠ সংবাদ প্রভাকর।


62. ইয়ং বেঙ্গল বা, নব্য বঙ্গ কোন কোন বাংলা পত্রিকা প্রকাশ করে?

➠ 'জ্ঞানান্বেষণ' ও 'বিজ্ঞান সেবধি'।


63. স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?

➠ ১৮৯৭ সালে।


64. আত্মীয়-সভা ও ব্রাহ্মসভা কবে স্থাপিত হয়?

➠ ১৮১৫ ও ১৮২৮ সালে (১৮৩০ সালে স্থাপিত হয় ব্রাহ্ম সমাজের ভবন)।


65. কাদের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

➠ ডেভিড হেয়ার, স্যার হাইড ইস্ট ও বৈদ্যনাথ মুখোপাধ্যায়।


66. ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি?

➠ 'সংবাদ প্রভাকর'।


67. ডিরোজিও-র পদচ্যুতির সময় হিন্দু কলেজের হেডমাস্টার কে ছিলেন?

➠ D. Anseleme.


68. শ্রীরামকৃষ্ণকে কে প্রথম 'প্রকৃত বিশ্বজনীন মুক্তিবাদী' বলেন?

➠ ব্রাহ্ম ধর্মাবলম্বী বিপিনচন্দ্র পাল।


69. 'স্বামী বিবেকানন্দকে কে 'জাতীয়তাবাদের ভবিষ্যৎ বক্তা' আখ্যা দেন?

➠ বিপিনচন্দ্র পাল।


70. কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়?

➠ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।


71. সতীদাহ প্রথার বিরুদ্ধে কে প্রথম লেখেন?

➠ সংস্কৃতজ্ঞ পন্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (রামমোহন তাঁরই যুক্তি অনুসরণ করেন)।


72. আধুনিক ভারতের কোন অঞ্চলে সতীদাহ প্রথা সর্বপ্রথম নিষিদ্ধ হয়?

➠ দিনেমারদের শ্রীরামপুরে, ওলন্দাজদের চুঁচুড়ায় ও ফরাসিদের চন্দননগরে।


73. সিভিল সার্ভিসে নতুন নিযুক্ত কর্মীদের ট্রেনিংয়ের জন্য কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কার আমলে স্থাপিত হয়?

➠ ১৮০২ সালে রিচার্ড কোল্ল্যের (লর্ড ওয়েলেসলি) আমলে।


74. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (জমিদারির) কার আমলে কবে হয়?

➠ গভর্নর জেনারেল চার্লস কর্নওয়ালিসের আমলে ১৭৯৩ সালে।


75. ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়?

➠ গভর্নর জেনারেল রিচার্ড কোল্ল্যে (ভারতের ইতিহাসে যিনি অত্যাধিক খাতিরে লর্ড ওয়েলেসলি নামে পরিচিত)।


76. দ্বৈত শাসন পদ্ধতির অবসান হয় কার আমলে?

➠ গভর্নর জেনারেল-ইন-কাউন্সিল ওয়ারেন্ট হেস্টিংসের আমলে।


77. বাংলার কোন পত্রিকা সতীদাহ প্রথার সমর্থনে প্রচার চালায়?

➠ সমাচার চন্দ্রিকা।


78. ১৮৭৫ সালের সেপ্টেম্বরে 'ইন্ডিয়া লিগ'এর প্রতিষ্ঠাতা কে?

➠ শিশিরকুমার ঘোষ।


79. কার নেতৃত্বে লন্ডনে 'ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন' গঠিত হয়?

➠ দাদাভাই নওরোজী (১৮৬৬ সালে)।


80. কোন ভাইসরয়ের আমলে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়?

➠ ফ্রেডরিখ টেম্পল হ্যামিল্টন - টেম্পল ব্ল্যাকউডের (লর্ড ডাফরিন নামে যিনি ইতিহাসে পরিচিত)।


81. 'Gift to Monotheism' কার লেখা?

➠ রাজা রামমোহন রায়ের।


82. কোন ভারতীয় সাংবাদিক রাজনীতিক সাংবাদিকতার জন্য ভারতে প্রথম কারাদণ্ড পান?

➠ রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


83. মহারাষ্ট্রে জাতীয়তাবোধের উন্মেষের জন্য কে শিবাজী উৎসব প্রচলন করেন?

➠ লোকমান্য বাল গঙ্গাধর তিলক (১৮৯৫ সালে)।


84. কোন তারিখ থেকে বঙ্গভঙ্গ কার্যকরী করার নির্দেশ জর্জ নাথানিয়েল কার্জন দিয়েছিলেন?

➠ ১৯০৫ সালের ১৬ অক্টোবর।


85. জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ কে হন?

➠ অরবিন্দ ঘোষ (স্থাপিত হয় ১৯০৬ সালের ১৫ আগস্ট)।


Read More...

🟥 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুন ২০২৪

🟦 ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর - Part 1

🟩 ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর - Part 1

🟧 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুলাই ২০২৪


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad