সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুলাই ২০২৪
সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুলাই ২০২৪ |
বাংলা জিকে ডায়েরি
প্রিয় পাঠকেরা,
আজকের এই পোস্টে থাকছে ৭২টি সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুলাই ২০২৪। সবাইকে অনুরোধ সম্পূর্ণ পোস্টটি একবার দেখার জন্য। গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে এই পোস্টটি সবাই জন্য খুবই উপকারী হবে।
সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুলাই ২০২৪
1. 'বিশ্ব তামাকমুক্ত দিবস' কবে পালিত হয়?
➠ ৩১ মে।
2. 'আন্তর্জাতিক আলু দিবস' কবে পালিত হয়?
➠ ৩০ মে।
3. অ্যান্টি র্যাডিয়েশন সুপারসনিক ক্ষেপণাস্ত্র 'রুদ্রম-২'এর সফল উৎক্ষেপন করল কোন সংস্থা?
➠ ডিআরডিও।
4. একই মরশুমে দু'বার 'মাউন্ট এভারেস্ট' ও 'মাউন্ট লোৎসে' পর্বত আরোহন করে ইতিহাস করলেন কোন ভারতীয় পর্বতারোহী?
➠ সত্যদীপ গুপ্ত।
5. দেশে কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোচিপ ইমেজার তৈরি করতে চুক্তিবদ্ধ হলো কোন দুই সংস্থা?
➠ আইআইটি বোম্বে ও টাটা কনসালট্যান্সি সার্ভিসেস।
6. 'কোল্ড চেইন এন্ড লজিস্টিক্স সামিট' কোথায় হয়েছে?
➠ নয়াদিল্লি।
7. সেকেন্দ্রাবাদের 'কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট'এর কমেন্ড্যান্ট হিসাবে দায়িত্ব নিলেন কে?
➠ মেজর জেনারেল হর্ষ চিব্বার।
8. এবছর গোয়ায় 'আউটলুক প্ল্যানেট সাসটেইনেবিলিটি সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস'এ 'নন-ফসিল ফুয়েল বিজনেস' বিভাগে 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি পুরস্কার'এ ভূষিত হল কোন সংস্থা?
➠ পাওয়ার ফিনান্স কর্পোরেশন লিমিটেড।
9. 'স্টাফ সিলেকশন কমিশন'এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
➠ রাকেশ রঞ্জন।
10. 'বিশ্ব দুধ দিবস' কবে পালিত হয়?
➠ ১ জুন।
11. 'ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি'র ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?
➠ পি.সন্তোষ।
12. তাপপ্রবাহকে 'জাতীয় বিপর্যয়' হিসাবে ঘোষণার ডাক দিল কোন হাইকোর্ট?
➠ রাজস্থান।
13. এবছর 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র তরফ থেকে, 'নেলসন ম্যান্ডেলা হেলথ প্রমোশন পুরস্কার' পেল ভারতের কোন সংস্থা?
➠ বেঙ্গালুরুর 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস'।
14. পৃথিবীর ১০০টি সেরা প্রভাবশালী কোম্পানির তালিকায় জায়গা পেল কোন ৩ ভারতীয় সংস্থা?
➠ 'রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড', 'টাটা গ্রুপ' ও 'সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া'।
15. আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় 'দার এস সালাম' বন্দরের কন্টেইনার টারমিনাল-২ পরিচালনার জন্য মোট কত বছরের লিজ নিয়েছে 'আদানি গোষ্ঠী'?
➠ ৩০।
16. কোন ভারতীয় বংশোদ্ভূত গবেষক মাত্র ১ মিনিটে ল্যাপটপ ও ফোন চার্জ করার প্রযুক্তি আবিষ্কার করেছেন?
➠ অঙ্কুর গুপ্তা।
17. মহিলা কর্মচারীদের ঋতুকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল কোন হাইকোর্ট?
➠ সিকিম হাইকোর্ট।
18. 'আন্তর্জাতিক যৌনকর্মী দিবস' কবে পালিত হয়?
➠ ২ জুন।
19. পিএইচডি শিক্ষার্থীদের জন্য 'BIMReN' (বিমস্টেক ইন্ডিয়া মেরিন রিসার্চ নেটওয়াক) উদ্যোগ চালু করল কোন দেশ?
➠ ভারত।
20. 'ব্লুমবার্গ বিলিয়নেয়রর্স ইনডেক্স' অনুসারে, মুকেশ আম্বানি'কে পিছনে ফেলে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তির শিরোপা পেলেন কে?
➠ গৌতম আদানি।
(ads1)
21. কান্ডলায়, 'দীনদয়াল বন্ধুর কর্তৃপক্ষ'এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন কে?
➠ সুশীল কুমার সিং।
22. কোথায় এই প্রথম সফলভাবে কুকুরের হার্ট সার্জারি সম্পন্ন হল?
➠ দিল্লির 'ম্যাক্স হাসপাতাল'।
23. 'মুথুট পাপ্পাচান গ্রুপ'এর প্রচারদূত হিসাবে নিযুক্ত হলেন কে?
➠ শাহরুখ খান।
24. ২০২৩ সালে রাষ্ট্রসঙ্ঘের 'মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার' পুরস্কার পেলেন কে?
➠ ভারতীয় সেনাকর্মী মেজর রাধিকা সেন।
25. সফলভাবে নিজেদের তৈরি ৩ডি প্রিন্টেড সেমি-ক্রায়োজেনিক 'অগ্নিবাণ' রকেট উৎক্ষেপণ করল কোন সংস্থা?
➠ অগ্নিকুল কসমস।
26. 'ডিআরডিও-ইন্ড্রাস্ট্রি-আকাদেমিয়া সেন্টার অফ এক্সেলেন্স' চালু করল কোন দুই সংস্থা?
➠ আইআইটি কানপুর ও ডিআরডিও।
27. চেন্নাইয়ের কাচে মাপ্পেদুতে, ভারতের প্রথম মাল্টিমোডাল লজিস্টিক পার্ক তৈরি করছে কোন সংস্থা?
➠ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
28. ডেনমার্কের কোপেনহেগেনে, এবছর বিশ্বব্যাপী 'ডব্লিউএএন-আইএফআরএ ডিজিটাল মিডিয়া পুরস্কার'এ 'বেস্ট ইন অডিয়েন্স এনগেজমেন্ট' বিভাগের পুরস্কৃত হল কোন প্রচারাভিযান?
➠ 'মেড অফ চেন্নাই' (এটি ভারতীয় সংবাদপত্র 'দ্য হিন্দু'র একটি ব্র্যান্ড ক্যাম্পেইন)।
29. কোন দেশে প্রথম বিদেশি প্রকল্প চালু করল 'ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া'?
➠ ওমান।
30. ভগবান রাম ও সীতার বিবাহের স্থান জনকপুরধাম'কে একটি ডেস্টিনেশন বিবাহের কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিল কোন দেশ?
➠ নেপাল।
31. ভারতের প্রথম আরবান রোপওয়ে কোথায় চালু হবে?
➠ বারাণসী।
32. দেশে এই প্রথমবারের মতো, অ-সংক্রামক নিপাহ ভাইরাসের মতো কণা তৈরি করলেন কোন রাজ্যের বিজ্ঞানীরা?
➠ কেরল।
33. রাষ্ট্রীয় ই-পুস্তকালয়ের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে, কোন সংস্থার সঙ্গে সমঝতা চুক্তি স্বাক্ষর করলো স্কুল শিক্ষা বিভাগ?
➠ ন্যাশনাল বুক ট্রাস্ট।
34. ভারতের ইতিহাসে সর্বোচ্চ 'নোটা' ভোট পড়েছে কোন লোকসভা কেন্দ্রে?
➠ ইন্দোর (ওই শহরটিতে নোটায় ভোট পড়েছে ২ লাখ ১৮ হাজার ৬৭৪টি)।
35. এখন থেকে শুধুমাত্র কোন রাজ্যের রাজধানী হিসাবেই গণ্য হবে হায়দ্রাবাদ?
➠ তেলেঙ্গানা।
36. মর্যাদাপূর্ণ বার্ষিক 'হিন্দি সাহিত্য ভারতী পুরস্কার' পেলেন কে?
➠ কৃষ্ণ প্রকাশ।
37. সম্প্রতি অবসর নেওয়া রুচিরা কম্বোজ কে?
➠ রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি।
38. কেন্দ্রীয় কৃষি ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে, ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের মে পর্যন্ত সময়ে সারা দেশে মোট কতজন কৃষক স্বেচ্ছায় 'প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি' প্রকল্পের অধীনে তাদের সুবিধাগুলি বন্ধ করেছেন?
➠ ১,১৬,০০০।
39. কোন সংস্থা 'সারথী সুরক্ষা নীতি' চালু করল?
➠ অশোক লেল্যান্ড।
40. এবার দেশে রেকর্ড মোট কতজন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন?
➠ ৬৪.২ কোটি।
(ads1)
41. পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা অন্তর্ভুক্ত করল কোন রাজ্য?
➠ কেরল।
42. 'জাতীয় মানবাধিকার কমিশন'এর ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন কে?
➠ বিজয়াভারতী সায়নী।
43. ২০২৩-'২৪ আর্থিক বছরে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হল কোন দেশ?
➠ নেদারল্যান্ডস।
44. এবছর মর্যাদাপূর্ণ 'গুডলেপ্পা হাল্লিকেরি পুরস্কার' পেলেন কে?
➠ কবি ও নাট্যকার সিদ্ধালিঙ্গ পত্তনাশেট্টি।
45. কোন দেশের বিরুদ্ধে 'ড্রোন ওয়াল' তৈরি করছে ৬টি ন্যাটো সদস্য দেশ?
➠ রাশিয়া।
46. জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার শূকরের যকৃত প্রতিস্থাপন করল কোন দেশ?
➠ চীন।
47. কোন দেশের সহায়তায় মহাকাশে পাড়ি দিল পাকিস্তানের স্যাটেলাইট 'PAKSAT MM1'?
➠ চীন।
48. কুয়েতের নতুন যুবরাজ হিসাবে নিযুক্ত হলেন কে?
➠ শেখ সাবাহ খালিদ আল সাবাহ।
49. কোন দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ?
➠ ইজরায়েল।
50. আইসল্যান্ডের সপ্তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?
➠ হাল্লা টমাসদত্তির।
51. 'বিশ্ব বাইসাইকেল দিবস' কবে পালিত হয়?
➠ ৩ জুন।
52. 'ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ'এর ডিরেক্টর জেনারেল হিসেবে নির্বাচিত হলেন কে?
➠ ইমানুয়েল সৌবেরান।
53. ভারতে, মালয়েশিয়ার হাইকমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?
➠ মুজাফফর শাহ মুস্তাফা।
54. বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে কারা?
➠ চীন।
55. বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ তৈরি করলেন কোন দেশের গবেষকরা?
➠ জাপান।
56. ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়তে, জেনেটিক্যালি মডিফায়েড মশা ছড়ালো পূর্ব আফ্রিকার কোন দেশ?
➠ জিবুতি।
57. নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর তালিকা থেকে আফগান-শাসক তালিবানের নাম সরাচ্ছে কোন দেশ?
➠ রাশিয়া।
58. পাপুয়া নিউ গিনির বিধ্বংসী ভূমিধসের পরিপ্রেক্ষিতে ভারত মোট কত টাকা আর্থিক সহায়তা দিয়েছে?
➠ ১ মিলিয়ন মার্কিন ডলার।
59. কোন দেশের বিজ্ঞানীরা হীরা উৎপাদনের জন্য একটি সুপারফাস্ট পদ্ধতি তৈরি করেছেন?
➠ দক্ষিণ কোরিয়া।
60. দক্ষিণ কোরিয়ার প্রথম মহাকাশ সংস্থার নাম কি?
➠ 'কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন' বা, কাসা।
(ads2)
61. ভারতের প্রথম রাজ্য হিসেবে, নেভিগেশন সিস্টেমে রাজ্যের সব দুর্ঘটনাপ্রবণ এলাকার ম্যাপিং করে নজির গড়ল কারা?
➠ পাঞ্জাব।
62. কোন দেশ সম্প্রতি 'ব্রিকস'এর সদস্যপদ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে?
➠ আর্জেন্টিনা।
63. মর্যাদাপূর্ণ 'ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি' জিতল কে?
➠ ফ্লোরিডার ভারতীয় মার্কিনি ১২ বছর বয়সি ব্রুহাত সোমা।
64. সরকারি কর্মচারী ও তাদের নির্ভরশীলদের জন্য, 'আয়ুষ্মান ভারত যোজনা'র অধীনে, ক্যাশলেস স্বাস্থ্য সুবিধা চালু করল কোন রাজ্য?
➠ হরিয়ানা।
65. দলিত ও আদিবাসীদের বার্ধক্য পেনশনের বয়সসীমা ৬০ বছর থেকে কমিয়ে ৫০ বছর করল কোন রাজ্য?
➠ ঝাড়খণ্ড।
66. 'মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে?
➠ ক্লদিয়া শিনবাউম।
67. 'জাতীম স্টার্টআপ দিবস' কবে পালিত হয়?
➠ ১৬ জানুয়ারি।
68. ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হিসাবে চিহ্নিত হল কোন এলাকা?
➠ মহারাষ্ট্রের 'পেঞ্চ টাইগার রিজার্ভ'।
69. গ্রামীণ মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে, 'মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান' নামে একটি আর্থিক সহায়তা প্রকল্প চালু করল কোন রাজ্য?
➠ অসম।
70. সম্প্রতি প্রয়াত মুনাবার রানা (৭১ বছর) কোন ভাষার কবি ছিলেন?
➠ উর্দু।
71. মর্যাদাপূর্ণ 'জনস হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইউথ'এর 'বিশ্বের উজ্জ্বল শিক্ষার্থী'দের তালিকায় স্থান পেল কোন ভারতীয়-মার্কিনী স্কুল ছাত্রী?
➠ প্রীশা চক্রবর্তী।
72. বারাণসীতে তৈরি দেশের প্রথম শহুরে পাবলিক ট্রান্সপোর্ট রোপওয়ের থিম কি হবে?
➠ ভগবান শিব।
Read More...
🟥 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুন ২০২৪
Please do not enter any spam link in the comment box.