Ads Area

ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian politics important questions and answers


ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বাংলা জিকে ডায়েরি 📘

প্রিয় পাঠকেরা,

ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এর এই পোস্টে ভারতের রাষ্ট্রনীতি ইতিহাস থেকে সেরা 66টি প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। সবাইকে অনুরোধ ভারতের ভারতের রাষ্ট্রনীতির উপর সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি একবার পড়ুন। আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে এগুলি সাহায্য করবে।


ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর


1. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন?

➠ ১২৪ নম্বর ধারায়।


2. ভারতীয় সংবিধানে ভারতকে 'যুক্তরাষ্ট্র' বলে অভিহিত করা না হলেও সংবিধানের কত নম্বর ধারায় ভারতকে 'যুক্তরাষ্ট্র (Union of State)' বলা হয়েছে?

➠ ১ নম্বর ধারায়।


3. জেলা পরিষদের সভাধিপতির মর্যাদা কোন পদের মর্যাদার সমান?

➠ রাজ্যের রাষ্ট্রমন্ত্রীর পদ মর্যাদার সমান।


4. রাজ্যপালকে কোনো সাংবিধানিক দায়িত্ব পালন করতে হলে কার পরামর্শ ও সহায়তা জরুরি?

➠ মুখ্যমন্ত্রীর।


5. জেলা পরিষদের মোট আসনের কত অংশ মহিলাদের জন্য সংরক্ষিত আছে?

➠ এক-তৃতীয়াংশ।


6. পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে হন?

➠ ব্লক উন্নয়ন আধিকারিক বা, বি.ডি.ও.।


7. লোকসভায় অধ্যক্ষ ভোট দিতে না পারলেও কখন 'নির্ণায়ক ভোট' দিতে পারেন?

➠ কোনো প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে।


8. ভারতীয় সংবিধানে লোকসভা ভেঙে দেবার অধিকার কার আছে?

➠ একমাত্র রাষ্ট্রপতির।


9. মোহনদাস করমচাঁদ গান্ধী 'সর্বোদয়' ধারণাটি কোথা থেকে নেন?

➠ জন রাস্কিনের লেখা 'Unto the Last' গ্রন্থ থেকে ('সর্বোদয়' শব্দের অর্থ 'সকলের উন্নতি')।


10. লোকসভার আয়ুষ্কাল কখন ৬ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে?

➠ জাতীয় জরুরি অবস্থার সময়।

(ads1)

11. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়, সুপ্রিম কোর্ট তার নিজস্ব রায় পুনর্বিবেচনা করতে পারে?

➠ ১৩৭ নং ধারায়।


12. কেন্দ্রীয় সরকারি গাণিতিক কমিটির সদস্য সংখ্যা কত?

➠ ২২ জন (লোকসভার ১৫ জন ও রাজ্যসভার ৭ জন সাংসদ)।


13. কেন্দ্রীয় সরকারি গাণিতিক কমিটির সভাপতিকে মনোনয়ন কে করেন?

➠ লোকসভার অধ্যক্ষ।


14. ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষককে (The Comptroller and Auditor General of India)কে নিয়োগ করেন?

➠ ভারতের রাষ্ট্রপতি।


15. সরকারি গাণিতিক কমিটির কাজ কি??

➠ সরকারের ব্যয় ও আর্থিক লেনদেন পরীক্ষা করে সংসদে রিপোর্ট পেশ করা।


16. রাষ্ট্রপতির পর কার সিদ্ধান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো এক্তিয়ার নেই?

➠ লোকসভার অধ্যক্ষের।


17. সরকারি গাণিতিক কমিটির মেয়াদ কত দিনের?

➠ ১ বছরের।


18. ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যকালের মেয়াদ কত দিনের?

➠ ৬ বছরের।


19. রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

➠ অধ্যক্ষ।


20. রাষ্ট্রপতির বিচারপতি নিয়োগের সময় কার পরামর্শ নেওয়া বাধ্যতামূলক?

➠ প্রধান বিচারপতির।


21. লোকসভার অধ্যক্ষ হতে হলে প্রাথমিক কোন যোগ্যতা জরুরী?

➠ লোকসভার সাংসদ হওয়া।


22. এখনো পর্যন্ত লোকসভায় তপশিলি জাতি সম্প্রদায়ের জন্য ক'টি আসন সংরক্ষিত আছে?

➠ ৭৯টি।


23. জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে?

➠ সভাধিপতি।


24. এখনো পর্যন্ত লোকসভায় তপশিলি উপজাতি সম্প্রদায়ের জন্য ক'টি আসন সংরক্ষিত আছে?

➠ ৪০টি।


25. 'বিদ্যুৎ নিয়ন্ত্রণ আয়োগ বিধেয়ক' সংসদে কবে প্রথম উত্থাপিত হয়?

➠ কেন্দ্রীয় শক্তি মন্ত্রী পি. আর. কুমারমঙ্গলম ১৯৯৮ সালে প্রথম এই বিধেয়ক (bill) সংসদে উত্থাপন করেন।


26. জরুরি অবস্থা প্রত্যাহারের কোনো প্রস্তাব লোকসভায় গৃহীত হলে রাষ্ট্রপতিও তা মানতে বাধ্য হন কবে থেকে?

➠ ১৯৭৮ সালে ভারতীয় সংবিধানের ৪৪ তম সংশোধনী গৃহীত হওয়ার পর থেকে।


27. ভারতীয় নাগরিকদের ১০টি মৌলিক কর্তব্য কবে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়?

➠ ১৯৭৬ সালে সংবিধানের ৪২তম সংশোধনী গৃহীত হওয়ার পর।


28. পঞ্চায়েত গড়া, আসন সংখ্যা, কার্যকাল, ক্ষমতা ও দায়িত্ব কবে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়?

➠ ১৯৯৩ সালের এপ্রিলে ৭৩ তম সংশোধনী আইন প্রণীত হওয়ার পর সংবিধানে নবম অংশ যুক্ত হয়।


29. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 'সমাজতান্ত্রিক', 'ধর্ম নিরপেক্ষ' ও 'সংহতি' শব্দগুলি কবে সংযোজিত হয়?

➠ ১৯৭৬ সালে ৪২তম সংশোধনী গৃহীত হওয়ার পর।


30. ভারতের লোক আদালত কবে কোথায় প্রথম গঠিত হয়?

➠ ১৯৮৫ সালে, দিল্লিতে।

(ads2)

31. গণতন্ত্রের সার্থক রূপায়নের প্রথম শর্ত কি?

➠ জনগণকে শিক্ষিত, চিন্তাশীল ও উদ্যমী করা।


32. গণ পরিষদের সভাপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ ভারতীয় সংবিধানে প্রথম কবে স্বাক্ষর করেন?

➠ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর।


33. ভারতীয় সংবিধানে ক'টি ধারা আছে?

➠ ৩৯৮টি।


34. ভারতীয় সংবিধানে ক'টি তপশীল আছে?

➠ ১০টি।


35. ১৯৪৭ সালে ভারতে মোট ক'টি রাজ্য ছিল?

➠ ২৫টি।


36. ভারতের রাজনৈতিক শক্তির মূল উৎস কোনটি?

➠ জনগণ।


37. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংশোধন করার অধিকার একমাত্র কার আছে?

➠ ভারতীয় সংসদের।


38. পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল ৫ বছর কোন সালে প্রবর্তিত হয়?

➠ ১৯৮৩ সালে।


39. 'কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত করার ক্ষেত্রে রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন'। এই অভিমত কোন রাজ্যের উচ্চ আদালত কবে প্রদান করে?

➠ মহাবীর প্রসাদ শর্মা বনাম প্রফুল্ল চন্দ্র ঘোষ'এর মামলায় ১৯৬৯ সালে কলকাতা হাইকোর্ট।


40. রাজ্যপাল সংবিধানের কোন ধারায় রাজ্য বিধানসভায় গৃহীত বিধেয়ককে সম্মতি না দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন?

➠ সংবিধানের ২০০ ও ২০১ নং ধারায়।


41. কোনো বিধেয়কের (Bill) দ্বিতীয় পাঠের অর্থ কী?

➠ বিধেয়কটির মূল নীতি ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা হয়।


42. কোনো বিধেয়কের (Bill) তৃতীয় পাঠ বলতে কী বোঝায়?

➠ বিধেয়কটির ধারা, উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


43. কেন্দ্রের অর্থ বিধেয়কের সংজ্ঞা সংবিধানের কোন ধারায় আলোচনা করা হয়?

➠ সংবিধানের ১১০ নং ধারায়।


44. প্রতিশ্রুত বিচার ব্যবস্থার তত্ত্ব (Theory of Committed Judiciary) কে প্রচার করেন?

➠ প্রাক্তন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী মোহন কুমার মঙ্গলম।


45. কোন বিচারপতির বিরুদ্ধে ভারতে প্রথম ভর্ৎসনার (ইমপিচমেন্ট) প্রস্তাব লোকসভায় উত্থাপিত হয়?

➠ ১৯১৩ সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি রামস্বামীর বিরুদ্ধে।


46. ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার কোন কোন ধারায় সংরক্ষিত হয়?

➠ সংবিধানের ১৯ নং ধারা থেকে ২২ নং ধারায়।


47. কোনো রাজ্যের বিধানসভায় আনা অর্থ বিধেয়কে (Bill) রাজ্যপালের আপত্তি থাকলে তিনি কী করতে পারেন?

➠ রাষ্ট্রপতির সম্মতির জন্য বিধেয়কটি রেখে দিতে পারেন (তবে তা শুধুমাত্র সংবিধানের ২০০ নং ধারায় পড়লে)।


48. রাজ্যের প্রশাসন কখন পুরোপুরি রাজ্যপালের নিয়ন্ত্রণে চলে আসে?

➠ জরুরি অবস্থা জারি হলে।


49. কোনো বিষয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের মন্ত্রিপরিষদের মতদ্বৈততা হলে কার সিন্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হয়?

➠ রাজ্যপালের।


50. বিধানসভার সদস্য না হয়েও কত দিন যে কেউ রাজ্যপালের মনোনয়নে মন্ত্রী বা, মুখ্যমন্ত্রী থাকতে পারেন?

➠ সর্বোচ্চ ৬ মাস (এর মধ্যেই তাকে নির্বাচনে জিতে বিধায়ক হতে হবে)।


51. রাজ্য বিধানসভার প্রধান কে?

➠ রাজ্যপালের প্রতিনিধি হিসাবে অধ্যক্ষ।


52. রাজ্যপাল রাজ্যের প্রধান হলেও মূল ক্ষমতা বাস্তবে কার হাতে থাকে?

➠ মন্ত্রিসভার।


53. নির্বাচনী আসন সীমানা পুনর্বিন্যাসকারী কমিশন (ডিলিমিটেশন কমিশন) কবে নির্দেশিকা জারি করে?

➠ ২০০৮ সালে।


54. নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাসের ফলে লোকসভায় তপশিলী জাতিভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ক'টি বেড়েছে?

➠ ৫টি।


55. ভারতীয় সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী শিশুদের শিক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়া অভিভাবকদের মৌলিক কর্তব্য?

➠ অনুচ্ছেদ ৫১(ক)।


56. ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি শিশুর ৬ বছর বয়স পর্যন্ত যত্ন ও শিক্ষার ব্যবস্থা করা কর্তব্য?

➠ ৪৫ নং অনুচ্ছেদ।


57. পঞ্চদশ লোকসভা নির্বাচনে কোন কোন রাজ্যে আসন সীমানা পুনর্বন্যাসের নীতি প্রযোজ্য হচ্ছে না?

➠ ঝাড়খণ্ড, অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, চন্ডিগড়, দমন ও দিউ, দাদরা-নগরহাভেলি ও লাক্ষাদ্বীপ।


58. ১৯৫০ সালে ভারতীয় সংবিধান চালু হওয়ার সময় (৪৫ নং অনুচ্ছেদে) কত বছরের মধ্যে ১৪ বছর বয়সী সব শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে বলে বলা হয়েছিল?

➠ ১০ বছরের মধ্যে।


59. ১৪ বছর বয়স পর্যন্ত সব শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার মৌলিক অধিকার কবে হয়?

➠ ২০০১ সালে সংবিধানের ৮৬তম সংশোধনের মাধ্যমে।


60. ভারতীয়দের হাতে ভারতের ক্ষমতা হস্তান্তরের দিন প্রথমে কবে ঠিক হয়?

➠ ১৯৪৮ সালের জুনে (ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলির হাত থেকে)।


61. কোন মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট অভিমত দেয়, ভারতীয় সংবিধানের অংশ 'প্রস্তাবনা'?

➠ কেশবানন্দ ভারতী বনাম কেরল রাষ্ট্র মামলায়।


62. রাষ্ট্রপতির বিরুদ্ধে 'ভর্ৎসনা' সংসদের কোন কক্ষে তোলা যায়?

➠ সংসদের যে কোন পক্ষে (রাজ্যসভা বা, লোকসভা)।


63. ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদে ক'টি 'কমিটি' গড়া হয়?

➠ ১৩টি।


64. ভারতের গণপরিষদের উপদেষ্টার হিসাবে কে কাজ করেছিলেন?

➠ বি. এন. রাও।


65. মৌলিক অধিকার বলবৎ করার লক্ষ্যে হাই কোর্ট বা, সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নিতে পারে?

➠ লেখ (writ) জারি করতে পারে।


66. সংসদে 'অর্থ বিধেয়ক' উত্থাপন করার জন্য আগে কার অনুমতির দরকার?

➠ ভারতের রাষ্ট্রপতির।


Read More...

ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ - জুন ২০২৪

Important Concepts - Geographical Indication (GI)


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad