WBSSC Group C & D জিকে প্রস্তুতি 2026: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Set - 11
WBSSC Group C & D পরীক্ষা 2026-এর প্রস্তুতির জন্য জেনারেল নলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই পোস্টে উপস্থাপন করা হয়েছে WBSSC Group C & D জিকে প্রস্তুতি 2026: গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Set – 11, যেখানে ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান ও সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সংকলিত করা হয়েছে। পরীক্ষার সর্বশেষ প্যাটার্ন অনুযায়ী তৈরি এই সেটটি আপনার রিভিশনকে করবে আরও সহজ ও কার্যকর। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ান এবং পরীক্ষায় এগিয়ে থাকুন।
WBSSC Group C & D জিকে প্রস্তুতি 2026
প্রশ্ন: ভারতের কোন রাজ্যে প্রতি বছর আম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়?
উত্তর: আসাম (কামাখ্যা মন্দিরে)।
প্রশ্ন: গুজরাটের মাধবপুর মেলা কার স্মরণে পালিত হয়?
উত্তর: শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী।
প্রশ্ন: কুম্ভমেলা ভারতের কোন চারটি স্থানে অনুষ্ঠিত হয়?
উত্তর: প্রয়াগরাজ (এলাহাবাদ), উজ্জয়িনী, হরিদ্বার এবং নাসিক।
প্রশ্ন: রাজস্থানের বৃহত্তম উট ও গবাদি পশুর মেলার নাম কী?
উত্তর: পুষ্কর মেলা।
প্রশ্ন: 'কলাক্ষেত্রম' (নৃত্য ও কলার কেন্দ্র) কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: রুক্মিণী দেবী অরুন্ডালে।
প্রশ্ন: ধীমসা (Dhimsa) কোন রাজ্যের সরকারি লোকনৃত্য?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন: সাত্রিয়া (Sattriya) কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য?
উত্তর: আসাম।
প্রশ্ন: টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গ।
প্রশ্ন: 'ইয়ং গার্লস' (Young Girls) চিত্রটি কোন বিখ্যাত চিত্রশিল্পীর কাজ?
উত্তর: অমৃতা শেরগিল।
প্রশ্ন: ভলিবল খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে?
উত্তর: ৬ জন।
প্রশ্ন: কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন?
উত্তর: কমলজিৎ সান্ধু।
প্রশ্ন: 'ফ্রি থ্রো' (Free Throw) শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তর: বাস্কেটবল।
প্রশ্ন: গীত শেঠি (Geet Sethi) কোন খেলার সাথে যুক্ত?
উত্তর: বিলিয়ার্ডস।
প্রশ্ন: স্বাধীন ভারতের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন?
উত্তর: শৈলেন মান্না।
প্রশ্ন: হকি ইন্ডিয়া লীগ (HIL) কবে শুরু হয়েছিল?
উত্তর: ২০১৩ সালে।
প্রশ্ন: ফিফা (FIFA)-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
প্রশ্ন: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হন?
উত্তর: ৮ বছর।
প্রশ্ন: কোন ভারতীয় বিজ্ঞানী একইসাথে নোবেল পুরস্কার এবং ভারতরত্ন পেয়েছেন?
উত্তর: সি.ভি. রমন (নোবেল পান ১৯৩০ সালে)।
প্রশ্ন: প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন?
উত্তর: বিশ্বনাথন আনন্দ।
প্রশ্ন: বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তর: শ্রীমাভো বন্দরনায়েকে (শ্রীলঙ্কা)।
প্রশ্ন: প্রথম ভারতীয় হিসেবে কে সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন?
উত্তর: মিহির সেন।
প্রশ্ন: 'আর্ট অফ লিভিং'-এর প্রবক্তা ও প্রচারক কে?
উত্তর: শ্রী শ্রী রবিশঙ্কর।
প্রশ্ন: ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর: আসাম।
প্রশ্ন: স্ট্যাচু অফ ইউনিটি (বিশ্বের উচ্চতম মূর্তি)-র স্থপতি বা পরিকল্পনাকারী কে?
উত্তর: রাম ভি. সুতার।
প্রশ্ন: ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?
উত্তর: জিম করবেট জাতীয় উদ্যান (১৯৩৬ সালে স্থাপিত)।
প্রশ্ন: পান্না জাতীয় উদ্যান (Panna National Park) কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন: বিমানের উচ্চতা পরিমাপ করার যন্ত্রের নাম কী?
উত্তর: অল্টিমিটার।
প্রশ্ন: কোন দেশকে 'কফি বোল অফ দ্য ওয়ার্ল্ড' (Coffee Bowl of the World) বলা হয়?
উত্তর: ব্রাজিল।
প্রশ্ন: আদিত্য L1 মিশন প্রাথমিকভাবে সূর্যের কোন স্তর অধ্যয়ন করবে?
উত্তর: করোনা (Corona)।
প্রশ্ন: কোন যন্ত্রের সাহায্যে বিমানের উচ্চতা পরিমাপ করা হয়?
উত্তর: অল্টিমিটার (Altimeter)।
প্রশ্ন: বাইফোকাল গ্লাস কে আবিষ্কার করেছিলেন?
উত্তর: বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন।
প্রশ্ন: 'ডং শট' (Dunk Shot) কোন খেলার সাথে জড়িত?
উত্তর: বাস্কেটবল।
প্রশ্ন: গ্রেক চ্যাপেল (Greg Chappell) কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তর: ক্রিকেট।
প্রশ্ন: সি. কে. নাইডু কাপ (C.K. Nayudu Cup) কোন খেলার সাথে জড়িত?
উত্তর: ক্রিকেট।
প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেছেন?
উত্তর: ক্রিস গেইল।
প্রশ্ন: অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন এবং পদ্মশ্রী—এই সবকটি পুরস্কারই কে পেয়েছেন?
উত্তর: পুলেল্লা গোপীচাঁদ।
প্রশ্ন: রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তর: চম্বল নদী (রাজস্থান)।
প্রশ্ন: পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গ (দার্জিলিং)।
প্রশ্ন: ফেনি ব্রিজ (Feni Bridge) কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: ত্রিপুরা।
প্রশ্ন: কেন (Ken) নদী মধ্যপ্রদেশের কোন টাইগার রিজার্ভের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তর: পান্না টাইগার রিজার্ভ।
প্রশ্ন: ভারতের বৃহত্তম ব্যাঘ্র অভয়ারণ্য কোনটি?
উত্তর: নাগার্জুনসাগর-শ্রীশৈলম (অন্ধ্রপ্রদেশ)।
প্রশ্ন: ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র অভয়ারণ্য কোনটি?
উত্তর: সাউথ বাটন আইল্যান্ড (আন্দামান ও নিকোবর)।
প্রশ্ন: হোসেন সাগর হ্রদ কোন শহরে অবস্থিত?
উত্তর: হায়দ্রাবাদ।
প্রশ্ন: লুনি নদী কোন উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর: পুষ্কর ভ্যালি।
প্রশ্ন: নেদারল্যান্ডের রাজধানীর নাম কী?
উত্তর: আমস্টারডাম।
প্রশ্ন: চণ্ডীগড়ের অফিসিয়াল ভাষা কী?
উত্তর: ইংরেজি।
প্রশ্ন: ভুটানের জাতীয় খেলা কী?
উত্তর: তিরন্দাজি (Archery)।
প্রশ্ন: শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: ঝিলাম।
প্রশ্ন: ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন: সম্প্রতি কোন জাতীয় উদ্যান আফ্রিকা থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য খবরের শিরোনামে এসেছে?
উত্তর: কুনো (Kuno) জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশ।
আরও পড়ুনঃ
◼️ ভারতের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের RTO কোড তালিকা
◼️ Indian Freedom Struggle - Part 4


Please do not enter any spam link in the comment box.