ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Part 3
![]() |
ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Part 3 |
প্রিয় পাঠকেরা,
ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এর এই পোস্টে ভারতের রাষ্ট্রনীতি ইতিহাস থেকে সেরা 30টি প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। সবাইকে অনুরোধ ভারতের ভারতের রাষ্ট্রনীতির উপর সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি একবার পড়ুন। আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে এগুলি সাহায্য করবে।
ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
1. ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কবে শুরু হয়?
➠ ১৯৭৮ সালে।
2. ভারতের কেন্দ্রীয় আইনসভায় সবচেয়ে জনপ্রিয় কক্ষের নাম কি?
➠ লোকসভা।
3. ভারতের হাইকোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স কত বছর?
➠ ৬২ বছর (সুপ্রিম কোর্টের বেলায় ৬৫ বছর)।
4. কতজন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়?
➠ ৩৮৯ জন।
5. ভারতের সংবিধানে এখন ক'টি ধারা আছে?
➠ ৪৪৩টি।
(ads1)
6. ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় ভোটাধিকারের ন্যূনতম বয়স কত ছিল?
➠ ২১ বছর।
7. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত কি ধরনের রাষ্ট্র?
➠ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
8. ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে?
➠ সুপ্রিম কোর্ট।
9. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসে?
➠ ১৯৫০ সালের ২৪ জানুয়ারি।
10. ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়?
➠ নয়া দিল্লির 'কনস্টিটিউশন হল'এ।
আরও পড়ুনঃ ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Part 1
11. ভারতীয় সংবিধানের মূল ভিত্তি হল কোন আইন?
➠ ১৯৩৫ সালের ভারত শাসন আইন।
12. ভারতীয় সংবিধানে প্রস্তাবনার প্রথম অংশে 'সমাজতন্ত্র' ও 'ধর্মনিরপেক্ষ' আর শেষ অংশে 'জাতীয় সংহতি' কবে অন্তর্ভুক্ত হয়?
➠ ১৯৭৬ সালে ৪২তম সংশোধনের মাধ্যমে।
13. ভারতীয় নাগরিকদের কর্তব্য অংশটুকু কবে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়?
➠ ১৯৭৬ সালে।
14. পঞ্চায়েত গড়ার অধিকার ভারতীয় সংবিধানের কোন নীতির সঙ্গে জড়িত?
➠ রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির সঙ্গে।
15. পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন কবে গড়া হয়?
➠ ১৯৯৫ সালে।
(ads2)
16. ভারতীয় নাগরিকতা আইন কবে গৃহীত হয়?
➠ ১৯৫৫ সালে।
17. জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ার সুযোগ কবে বিলুপ্ত হয়?
➠ ১৯৮৬ সালের নভেম্বরে (সংশোধনী বিধেয়ক গৃহীত হওয়ার পর)।
18. ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিকে ক'টি ভাগে ভাগ করা যায়?
➠ ৩টি।
19. ভারতীয় সংবিধান তৈরির পর সাংবিধানিক দলিলে গণপরিষদের কতজন সদস্য সই করেন?
➠ ৩০৮ জন (৫টি আসন শূন্য ছিল) সদস্যদের মধ্যে ২৭৫ জন।
20. ভারত সরকারের 'মানবাধিকার রক্ষা আইন' কবে গৃহীত হয়?
➠ ১৯৯৩ সালে।
আরও পড়ুনঃ ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Part 2
21. সারকারিয়া কমিশন কবে গড়া হয়?
➠ ১৯৮৩ সালে।
22. সংবিধান অনুসারে ভারতের সার্বভৌম ক্ষমতা কিসের উপর নির্ভরশীল?
➠ সংসদের ওপর।
23. কোন ক্ষেত্রে কেন্দ্র শাসিত ও রাজ্য বিধান পরিষদকে একই ক্ষমতা দেওয়া হয়েছে?
➠ সম্পত্তির অধিকগ্রহণ ও দাবিকরণের ক্ষেত্রে।
24. সংবিধানের কত নম্বর সংশোধনী মতে, ভারতের রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের মতামত নেওয়ার ক্ষেত্রে দায়বদ্ধ?
➠ ৪২তম সংশোধনী।
25. শিক্ষাদানের যন্ত্র কাকে বলা হয়?
➠ '১৯৩৫ সালের ভারত শাসন আইন'কে।
26. কেন্দ্রীয় সরকার বলতে কাকে বোঝায়?
➠ কেন্দ্রীয় মন্ত্রীপরিষদকে।
27. লোকসভার অধ্যক্ষের মেয়াদ কবে ৬ বছর হয়?
➠ ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে, জরুরি অবস্থার সময়।
28. দক্ষিণ ভারত থেকে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী কে?
➠ পামুলা পর্তি ভেঙ্কট নরসিয়হা রাও।
29. কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ (ordinance) ঘোষণা করেন?
➠ সংসদে অধিবেশন বন্ধ থাকলে।
30. ব্রিটিশ আমলে ভারতে প্রথম কবে জনগণনা হয়?
➠ ১৮৮১ সালে।
আরও পড়ুনঃ
➢ ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
➢ WBCS Indian History GK in Bengali - Ancient History
➢ কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত
Please do not enter any spam link in the comment box.