Ads Area

কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত - Person Associated with Musical Instrument in Bengali

কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত - Person Associated with Musical Instrument in Bengali

কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত - Person Associated with Musical Instrument in Bengali
কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত - Person Associated with Musical Instrument in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

'কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত'- এই পোস্টে গুরুত্বপূর্ণ কিছু বাদ্যযন্ত্রের নাম ও তার সাথে সম্পর্কিত শিল্পীর নাম সুন্দর ভাবে বর্ণনা করা হলো।

বিভিন্ন চাকরির পরীক্ষায় কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই ধরনের প্রশ্ন প্রায়ই দেখা যায় যেমন, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল? ইত্যাদি। আজকের এই পোস্টে তাই কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিষয়টি নিয়ে এসেছি। নিচে দেওয়া প্রতিটি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ শিল্পীর নামগুলি ভালো করে দেখে নিন যাতে করে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিষয় থেকে সব ধরনের প্রশ্ন গুলির উত্তর করতে পারেন।



কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত - Person Associated with Musical Instrument in Bengali


বাঁশি :


➣ 1) হরিপ্রসাদ চৌরাসিয়া

➣ 2) সুভাষ কামাদ

➣ 3) রাজেন্দ্র প্রসন্ন

➣ 4) নারায়ণ ঘোষ

➣ 5) টি মহালিঙ্গম

➣ 6) পান্নালাল ঘোষ

➣ 7) জিয়া মহিউদ্দিন খান

➣ 8) এন. রামানি



তবলা :


➣ 1) আল্লারাখা খান

➣ 2) জাকির হোসেন

➣ 3) ওস্তাদ শকত আহমেদ খান

➣ 4) লাতিফ আহমেদ খান

➣ 5) ফজল কুরেশি

➣ 6) স্বপন চৌধুরী

➣ 7) পন্ডিত কিষান মহারাজ

➣ 8) রাধাকান্ত নন্দী

➣ 9) সন্দীপ দাস



বেহালা :


➣ 1) এল সুব্রামনিয়াম

➣ 2) টি এন কৃষ্ণন

➣ 3) এন রাজম

➣ 4) দয়ারাম ভেঙ্কটস্বামী নাইডু

➣ 5) কুম্বকোনম রাজা মণিকমপিল্লাই

➣ 6) টি চৌদায়াহ

➣ 7) পাপা ভেঙ্কট রামাইয়া

➣ 8) গজানন রাও যোশী

➣ 9) মহাভরম গোবিন্দরাজ পিল্লাই

➣ 10) লালগুড়ি জয়রামন

➣ 11) এম. এস. গোপালকৃষ্ণন

➣ 12) ভি. জি. যোগ

➣ 13) কুন্নাকুড়ি বিদ্যানাথন

➣ 14) কুন্নাকুড়ি বিদ্যানাথন



বীণা :


➣ 1) সুন্দরাম বালাচন্দর

➣ 2) কল্যান কৃষ্ণ

➣ 3) দোরাইস্বামী আয়েঙ্গার

➣ 4) আয়গরী শ্যামসুন্দরম

➣ 5) চিট্টি বাবু

➣ 6) কে আর কুমারস্বামী আইয়ার

➣ 7) বীণাই ধনাম্মাল

➣ 8) ইমানি শঙ্করা শাস্ত্রী



রুদ্র বীণা :


➣ 1) আসাদ আলী খান

➣ 2) জিয়া মহিউদ্দিন দাগার



মোহনবীণা :


➣ 1) পন্ডিত বিশ্ব মোহন ভট্ট



সেতার :


➣ 1) পন্ডিত রবিশঙ্কর

➣ 2) নিশাদ খান

➣ 3) দেবু চৌধুরী

➣ 4) শামীম আহমেদ খান

➣ 5) বুদ্ধদিত্য মুখার্জি

➣ 6) ওস্তাদ শহীদ পারভেজ খান

➣ 7) অনুষ্কা শঙ্কর

➣ 8) হর শঙ্কর ভট্টাচার্য

➣ 9) নিখিল ব্যানার্জি

➣ 10) বিলায়েত খান

➣ 11) মোস্তাক আলী খান



সানাই :


➣ 1) ওস্তাদ বিসমিল্লাহ খান

➣ 2) কৃষ্ণ রাম চৌধুরী

➣ 3) আলী আহমেদ হোসেন খান



সারেঙ্গী :


➣ 1) পন্ডিত রাম নারায়ণ

➣ 2) ওস্তাদ শাকুর খান

➣ 3) সাবির খান

➣ 4) হনুমান মিশ্র

➣ 5) রমেশ মিশ্র

➣ 6) সুলতান খান

➣ 7) ওস্তাদ বিন্দা খান



সরোদ :


➣ 1) আলাউদ্দিন খান

➣ 2) আমজাদ আলী খান

➣ 3) আলী আকবর খান

➣ 4) বুদ্ধদেব দাশগুপ্ত

➣ 5) বাহাদুর খান

➣ 6) শরণ রানী বাকলিওয়াল

➣ 7) জারিন এস শর্মা



গিটার :


➣ 1) কমলা শঙ্কর

➣ 2) দেবাশীষ ভট্টাচার্য

➣ 3) বরুণ পাল

➣ 4) বিশ্বমোহন ভাট

➣ 5) ব্রিজ ভূষণ কাবরা



সন্তুর :


➣ 1) পণ্ডিত শিবকুমার শর্মা

➣ 2) ভজন সপরি

➣ 3) রাহুল শর্মা

➣ 4) তরুণ ভট্টাচার্য



মৃদাঙ্গম :


➣ 1) উমালায়াপুরম শিবরামন

➣ 2) পালঘাট টি এস মণি আইয়ার

➣ 3) কে. বি. প্রসাদ

➣ 4) পালঘাট আর. রঘু

➣ 5) এস. ভি. রাজা রাও



ঘাতম :


➣ 1) থেটাকুডি হরিহর বিনায়করাম

➣ 2) সুরেশ বৈদ্যনাথন

➣ 3) সুকন্যা রামগোপাল

➣ 4) ই. এম. সুব্রামানিয়াম

➣ 5) উমায়ালপুরম কে. নারায়ণস্বামী



পিয়ানো :


➣ 1) অনিল শ্রীনিবাসন

➣ 2) আদনান সামি

➣ 3) উৎসব লাল



সুরবাহার :


➣ 1) অন্নপূর্ণা দেবী



ম্যান্ডোলিন :


➣ 1) সাজ্জাদ হোসেন

➣ 2) ইউ শ্রীনিবাস



পাখোয়াজ :


➣ 1) গোপাল দাস

➣ 2) টোটারাম শর্মা



নাদাস্বরাম :


➣ 1) শেইখ চিন্না মৌলা



কাঞ্জরা :


➣ 1) দক্ষিণামূর্তি পিল্লাই




নমুনা প্রশ্ন উত্তর :


1) আলী আকবর খান কিসের সাথে যুক্ত ছিলেন?


A) তবলা

B) সেতার

C) সরোদ

D) বাঁশি


উত্তরঃ C) সরোদ


2) পান্নালাল ঘোষ কিসের সাথে যুক্ত ছিলেন?


A) সানাই

B) বাঁশি

C) বেহালা

D) গিটার


উত্তরঃ B) বাঁশি


3) নিচের কে একজন সেতার বাদক ছিলেন?


A) জাকির হোসেন

B) হরিপ্রসাদ চৌরাশিয়া

C) পান্নালাল ঘোষ

D) রবি শঙ্কর


উত্তরঃ D) রবি শঙ্কর


4) বিসমিল্লাহ খান ছিলেন একজন বিখ্যাত-


A) সেতার বাদক

B) তবলা বাদক

C) সানাই বাদক

D) কোনোটিই নয়


উত্তরঃ C) সানাই বাদক


5) নিচের একজন বিখ্যাত তবলা বাদক হলেন-


A) ভিনসেন যোশী

B) জুবিন মেহেতা

C) জাকির হোসেন

D) শুভ কুমার শর্মা


উত্তরঃ C) জাকির হোসেন


6) রবিশঙ্কর নিচের কিসের সাথে যুক্ত ছিলেন?


A) বাঁশি

B) সরোদ

C) ক্লাসিকাল সিঙ্গার

D) সেতার


উত্তরঃ D) সেতার


7) আলী আকবর খান নিম্নলিখিত এর মধ্যে কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত?


A) সুরবাহার

B) সেতার

C) সন্তুর

D) সরোদ


উত্তরঃ D) সরোদ


8) বুদ্ধদেব দাশগুপ্ত নিম্নলিখিত এর মধ্যে কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত?


A) সরোদ

B) গিটার

C) তবলা

D) পিয়ানো


উত্তরঃ A) সরোদ


9) বাহাদুর খান নিম্নলিখিত এর মধ্যে কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত?


A) বাঁশি

B) গিটার

C) সরোদ

D) সানাই


উত্তরঃ C) সরোদ


10) ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল?


A) বাঁশি

B) তবলা

C) সরোদ

D) সেতার


উত্তরঃ D) সেতার



আরও পড়ুন...


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad