স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ - Important GK Questions about Statue of Unity
স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ |
নমস্কার বন্ধুরা,
আজকের পাঠে আমরা স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। Important GK Questions about Statue of Unity থেকে অনেক সময় পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। তাই আজ স্ট্যাচু অফ ইউনিটি থেকে বাছাই করা কিছু প্রশ্নসমূহ নিয়ে এসেছি যেমন স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত? ইত্যাদি।
ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সর্দার বল্লভভাই পটেলের স্মৃতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নির্মিত এটি একটি শ্রেষ্ঠ ভাস্কর্য। ১৮২ মিটার লম্বা এই ভাস্কর্য বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য যা প্রায় ৬০ তলা ভবনের সমান উঁচু।
ভাস্কর্যটি তিনটি স্তরবিশিষ্ট কাঠামোয় বিন্যস্ত। অভ্যন্তরীণ স্তরে ১২৭ মিটার দুটি উঁচু টাওয়ার আছে, যা ভাস্কর্যের বুক পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয় স্তরটি স্টিলের কাঠামো এবং তৃতীয় স্তর বা ভাস্কর্যের উপরিভাগ আট মিলিমিটার ব্রোঞ্জ দিয়ে মোড়ানো। ভাস্কর্যের আপাদমস্তক দর্শনের জন্য দুটি লিফট আছে। প্রতি লিফট ২৬ জন বহন করতে পারে। লিফটে আধা মিনিটের মধ্যে ভাস্কর্যের শীর্ষ স্থানে পৌঁছানো সম্ভব।
Official Website:- 'স্ট্যাচু অফ ইউনিটি'
READ MORE
▶ 1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৪
▶ WBJEE GNM & ANM Mock Test in Bengali (Part-05)
▶ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 - GK Questions Answers in Bengali - Part 17
স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ
✹ স্ট্যাচু অফ ইউনিটি কোন মহান ব্যক্তির মূর্তি?
➢ সর্দার বল্লভ ভাই প্যাটেল।
✹ ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রক কে ছিলেন?
➢ সর্দার বল্লভ ভাই প্যাটেল।
✹ ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন?
➢ সর্দার বল্লভ ভাই প্যাটেল।
✹ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম কত সালে?
➢ 31 অক্টোবর 1875 সালে।
✹ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন কী দিবস হিসাবে পালন করা হয়?
➢ রাষ্ট্রীয় একতা দিবস।
✹ স্ট্যাচু অফ ইউনিটির ভিত্তি কখন স্থাপন করা হয়?
➢ 2013 সালে।
✹ স্ট্যাচু অফ ইউনিটির প্রতিষ্ঠা কোথায় করা হয়েছে?
➢ গুজরাটের নর্মদা জেলায় কেভাদিয়া শহরে।
✹ স্ট্যাচু অফ ইউনিটির কোন নদীর তীরে অবস্থিত?
➢ নর্মদা।
✹ স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত?
➢ 182 মিটার (597 ফুট)।
✹ মূর্তিটি তৈরী করতে কত খরচ হয়েছে?
➢ 2,990 কোটি টাকা।
✹ মূর্তি তৈরিতে দৈনিক কত জন কাজ করত?
➢ 3,400 জন শ্রমিক।
✹ স্ট্যাচু অফ ইউনিটির আগে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিটি কী ছিল?
➢ চিনে অবস্থিত মহাত্মা বুদ্ধের মূর্তি (উচ্চতা 153 মিটার)।
✹ স্ট্যাচু অফ ইউনিটির মূর্তিটি কে ডিজাইন করেছিলেন?
➢ রাম ভি সুতার।
✹ স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করেছে কোন সংস্থা?
➢ L&T (লারসেন এবং টুব্রো) এবং সর্দার সরোবরের নর্মদা নিগম লিমিটেড।
✹ স্ট্যাচু অফ ইউনিটি কবে উন্মোচন করা হয়েছিল?
➢ 31 অক্টোবর 2018 সালে।
✹ স্ট্যাচু অফ ইউনিটির জন্য লোহা উত্থাপনের জন্য কোন ট্রাস্ট গঠিত হয়েছিল?
➢ সরদার বল্লভভাই প্যাটেল জাতীয় সংহতি ট্রাস্ট।
✹ রান ফর ইউনিটি নামক ম্যারাথন দৌড় প্রথম কবে অনুষ্ঠিত হয়?
➢ 15 ডিসেম্বর 2013 সালে।
✹ স্ট্যাচু অফ ইউনিটির কত কিলোমিটার দূর থেকে দেখা যায়?
➢ 12 কিলোমিটার দূর থেকে।
✹ সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু কত সালে?
➢ 15 ডিসেম্বর 1950 সালে।
✹ সর্দার বল্লভভাই প্যাটেল কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন?
➢ 1931 সালের করাচি অধিবেশনে।
✹ সর্দার বল্লভভাই প্যাটেলের নামে কোথায় আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে?
➢ আহমেদাবাদ (গুজরাট)।
✹ সর্দার বল্লভভাই প্যাটেলকে কখন মরণোত্তর ভারতরত্নে ভূষিত করা হয়?
➢ 1991 সালে।
✹ সর্দার বল্লভভাই প্যাটেলকে, সর্দার উপাধি কে দিয়েছিলেন?
➢ মহাত্মা গান্ধী।
✹ সর্দার বল্লভভাই প্যাটেল অন্য কোন নামে পরিচিত?
➢ ভারতের বিসমার্ক এবং ভারতের লৌহমানব।
More Important GK | Link |
---|---|
ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপি গুলির তালিকা PDF | Click Here |
Please do not enter any spam link in the comment box.