Ads Area

29th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

29th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

29th April 2023 - Daily Current Affairs in Bengali
29th April 2023 - Daily Current Affairs in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

29th April 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



29th April 2023 - Daily Current Affairs in Bengali


1. 68 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেলেন কে?


A) আমির খান

B) অক্ষয় কুমার

C) রাজকুমার রাও

D) রণবীর সিং


উত্তরঃ C) রাজকুমার রাও


2. 68 তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কে?


A) বিদ্যা বালান

B) আলিয়া ভাট

C) দিশা পাটানি

D) দীপিকা পাড়ুকোন


উত্তরঃ B) আলিয়া ভাট


3. ভারত ও কোন দেশের মধ্যে সামরিক মহড়া '2023 AJEYA WARRIOR' অনুষ্ঠিত হচ্ছে?


A) ফ্রান্স

B) আমেরিকা

C) জাপান

D) ইউনাইটেড কিংডম


উত্তরঃ D) ইউনাইটেড কিংডম


4. কোন অভিনেত্রী লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হলেন?


A) বিদ্যা বালান

B) দীপিকা পাড়ুকোন

C) অনুষ্কা শর্মা

D) আলিয়া ভাট


উত্তরঃ A) বিদ্যা বালান


5. 68 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার পেল কোন ছবি?


A) Thank Godhj

B) Badhaai Do

C) Dhaakad

D) Gangubai Kathiawadi


উত্তরঃ D) Gangubai Kathiawadi


6. 2023 Shanghai Cooperation Organisation (SCO) Summit কোথায় অনুষ্ঠিত হবে?


A) চীন

B) পাকিস্তান

C) ভারত

D) রাশিয়া


উত্তরঃ C) ভারত


7. 68 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার পেল কে?


A) শশাঙ্ক ঘোষ

B) হর্ষবর্ধন কুলকার্নি

C) জয়পাল সিং সান্ধু

D) সঞ্জয় লীলা বনসালি


উত্তরঃ D) সঞ্জয় লীলা বনসালি


8. 28 এপ্রিল থেকে 30 এপ্রিল কোন রাজ্যে হেরিটেজ উৎসব 2023 অনুষ্ঠিত হচ্ছে?


A) গোয়া

B) মেঘালয়

C) মহারাষ্ট্র

D) উত্তর প্রদেশ


উত্তরঃ A) গোয়া


9. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্য দীপাবলিকে সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃতি দিয়েছে?


A) অ্যারিজোনা

B) ইন্ডিয়ানা

C) পেনসিলভানিয়া

D) ক্যালিফোর্নিয়া


উত্তরঃ C) পেনসিলভানিয়া


10. ব্রাজিলের অভিধানে কোন ফুটবল খেলোয়াড়ের নাম যুক্ত করা হলো?


A) Bereto

B) Pele

C) Ronaldinho

D) Romario de Souza Faria


উত্তরঃ B) Pele


11. কোন দেশ Gold - Bached Digital Currency আনতে চলেছে?


A) জিম্বাবুয়ে

B) পাকিস্তান

C) কানাডা

D) ইতালি


উত্তরঃ A) জিম্বাবুয়ে



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad