Ads Area

28th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

28th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

28th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
28th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

28th April 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



28th April 2023 - Daily Current Affairs in Bengali


1. 2023 Hero Super Cup কোন দল জয়লাভ করল?


A) Odisha FC

B) Mumbai City

C) Bengaluru FC

D) ATK Mohun Bagan


উত্তরঃ A) Odisha FC


2. বিশ্বের দ্বিতীয় গভীরতম ব্লু হোল খুঁজে পাওয়া গেল কোথায়?


A) জর্ডান

B) মেক্সিকো

C) ফিলিপাইনস

D) কানাডা


উত্তরঃ B) মেক্সিকো


3. দুই দেশের মধ্যে ভ্রমণ সহজ করতে কার সাথে Air Services Agreement স্বাক্ষর করলে ভারত?


A) জাপান

B) কিউবা

C) গায়ানা

D) ভিয়েতনাম


উত্তরঃ C) গায়ানা


4. "Smoke and Ashes: A Writer's Journey Through Opium's Hidden Histories" শিরোনামে বইটির লেখক কে?


A) রাস্কিন বন্ড

B) অরুন্ধতী রায়

C) চেতন ভগত

D) অমিতাভ ঘোষ


উত্তরঃ D) অমিতাভ ঘোষ


5. SIPRI রিপোর্ট অনুযায়ী বিশ্বের মধ্যে সামরিক ব্যয়ে ভারতের স্থান কত?


A) দ্বিতীয়

B) তৃতীয়

C) চতুর্থ

D) পঞ্চম


উত্তরঃ C) চতুর্থ


6. বর্ডার রোড অর্গানাইজেশন কোন রাজ্যের মানা গ্রামকে প্রথম ভারতীয় গ্রাম হিসেবে ঘোষণা করল?


A) তামিলনাড়ু

B) উত্তরাখণ্ড

C) উত্তর প্রদেশ

D) বিহার


উত্তরঃ B) উত্তরাখণ্ড


7. Karnataka Vikas Grameena Bank এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?


A) মাধব বৈদ্য

B) অরূপ চতুর্বেদী

C) স্বপন দাহাল

D) শ্রীকান্ত এম ভান্ডিওয়াড


উত্তরঃ D) শ্রীকান্ত এম ভান্ডিওয়াড


8. সাইক্লিং ফেডারেশনের সভাপতি পদে কে মনোনীত হলেন?


A) স্বপন বৈদ্য

B) পঙ্কজ সিং

C) অনন্ত শর্মা

D) তরুণ মেহেতা


উত্তরঃ B) পঙ্কজ সিং


9. Association of Asset Reconstruction Companies এর CEO পদে কে নিযুক্ত হলেন?


A) হরি হরা মিশ্র

B) সুজয় আইয়ার 

C) তপন দেশমুখ

D) দেবাশীষ মিশ্র


উত্তরঃ A) হরি হরা মিশ্র


10. তেলেগু অ্যাসোসিয়েশন অফ লন্ডন কর্তৃক আজীবন কৃতিত্ব পুরস্কারে সম্মানিত হলেন কে?


A) ড: রঘুরাম পিলারিসেত্তি

B) ড: অভয় রেড্ডি

C) ড: শচীন গুপ্তা

D) ড: রাজেশ মালহোত্রা


উত্তরঃ A) ড: রঘুরাম পিলারিসেত্তি



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad