27th April 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
27th April 2023 - Daily Current Affairs in Bengali |
বাংলা জিকে ডায়েরি 📘
27th April 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
27th April 2023 - Daily Current Affairs in Bengali
1. কোন রাজ্যের মানামাদুরাই মৃৎপাত্র জিআই ট্যাগ পেল?
A) তামিলনাড়ু
B) ওড়িশা
C) বিহার
D) পশ্চিমবঙ্গ
উত্তরঃ A) তামিলনাড়ু
2. Nasscom এর চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন?
A) রমেশ আইয়ার
B) অয়ন মুখার্জি
C) অনন্ত মহেশ্বরী
D) গগন মেহতা
উত্তরঃ C) অনন্ত মহেশ্বরী
3. কেরালার কোন শহরে প্রথম ডিজিটাল সাইন্স পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?
A) কোঝিকোড়
B) তিরুবনন্তপুরম
C) কোচিন
D) কোল্লাম
উত্তরঃ B) তিরুবনন্তপুরম
4. MMA-1 Federation এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
A) জয়দীপ ফোগাট
B) মহীশ বর্মা
C) সোমদেব শর্মা
D) মহাবীর সিং ফোগাট
উত্তরঃ D) মহাবীর সিং ফোগাট
5. ভারতের কোন শহরে প্রথম G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের প্রথম বৈঠক শুরু হল?
A) কোচিন, কেরালা
B) চেন্নাই, তামিলনাড়ু
C) ভুবনেশ্বর, ওড়িশা
D) বেঙ্গালুরু, কর্ণাটক
উত্তরঃ D) বেঙ্গালুরু, কর্ণাটক
6. 2023 ATP Barcelona Open Cup পুরুষ একক বিভাগে কে জয়লাভ করল?
A) স্টেফানোস সিটসিপাস
B) কারেন খাচানভ
C) কার্লোস আলকারাজ
D) নোভাক জোকোভিচ
উত্তরঃ C) কার্লোস আলকারাজ
7. ভারতের বৃহত্তম খনিজ তেল সরবরাহকারী দেশ কোনটি?
A) ইউনাইটেড কিংডম
B) রাশিয়া
C) ওমান
D) ইউনাইটেড কিংডম
উত্তরঃ B) রাশিয়া
8. প্রথম কোন দেশ মহিলাদের গর্ভপাত করার পিল ঔষধের অনুমোদন দিল?
A) মালয়েশিয়া
B) জাপান
C) ইন্দোনেশিয়া
D) জার্মানি
উত্তরঃ B) জাপান
9. সম্প্রতি প্রয়াত প্রকাশ সিং বাদল কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?
A) কর্ণাটক
B) তামিলনাড়ু
C) পাঞ্জাব
D) হরিয়ানা
উত্তরঃ C) পাঞ্জাব
10. World Intellectual Property দিবস কবে পালিত হয়?
A) 23 এপ্রিল
B) 24 এপ্রিল
C) 25 এপ্রিল
D) 26 এপ্রিল
উত্তরঃ D) 26 এপ্রিল
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.