Ads Area

ভারতের প্রধান বন্দর সমূহ - Major Ports in India in Bengali

ভারতের প্রধান বন্দর সমূহ - Major Ports in India in Bengali

ভারতের প্রধান বন্দর সমূহ - Major Ports in India in Bengali
ভারতের প্রধান বন্দর সমূহ - Major Ports in India in Bengali

প্রিয় বন্ধুরা,

ভারতের গুরুত্বপূর্ণ বন্দর সমূহ - Major Ports in India in Bengali এই পাঠে ভারতের 12টি প্রধান বন্দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রশ্ন দেওয়া হল।


ভারতে প্রায় মোট 200টি Major এবং Minor বন্দর রয়েছে যেগুলি দ্বারা সামুদ্রিক পরিবহন করা হয়ে থাকে। Major Port গুলি The Ministry of Shipping দ্বারা পরিচালিত হয় যেখানে Minor Port গুলি নয়টি উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, ওডিশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রক গুলি দ্বারা পরিচালিত হয়। Major Port Authorities Bill, 2020 অনুযায়ী ভারতে 12টি Major Port বা প্রধান বন্দর রয়েছে।




ভারতের প্রধান বন্দর সমূহ - Major Ports in India in Bengali


Port Name District State
চেন্নাই বন্দর চেন্নাই তামিলনাড়ু
জওহরলাল নেহেরু বন্দর (নাভা শেভা) নাভি মুম্বাই মহারাষ্ট্র
এন্নোর বন্দর এন্নোর তামিলনাড়ু
কান্ডালা বন্দর (দীনদয়াল) কচ্ছ গুজরাট
কোচি বন্দর এর্নাকুলাম কেরালা
কলকাতা বন্দর (শ্যামা প্রসাদ মুখার্জী) হলদিয়া সহ কলকাতা পশ্চিমবঙ্গ
মার্মাগাঁও বন্দর দক্ষিণ গোয়া গোয়া
মুম্বাই বন্দর পশ্চিম মুম্বাই মহারাষ্ট্র
নিউ ম্যাঙ্গালোর বন্দর (পানাম্বুর) ম্যাঙ্গালোর কর্ণাটক
পারাদ্বীপ বন্দর জগৎ সিংহপুর ওড়িশা
ভি. ও. চিদাম্বারানার বন্দর (তুতিকোরিন বা থুথুকুডি) থুথুকুডি তামিলনাড়ু
বিশাখাপত্তনম বন্দর বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ




নাভা শেভা বন্দর

◾ এটি জওহরলাল নেহেরু বন্দর নামে পরিচিত।

◾ এটি মহারাষ্ট্রের রায়গড় জেলার নাভি মুম্বাইয়ে অবস্থিত।

◾ এটি ভারতের বৃহত্তম কনটেইনার বন্দর, বৃহত্তম কৃত্রিম বন্দর।

◾ এই বন্দরটিকে আরব সাগরের রাজা বলা হয়।

◾ এটি ভারতের সবথেকে ব্যস্ততম বন্দর।

◾ সর্বাধুনিক বন্দর।

◾ আরব সাগরের বৃহত্তম বন্দর।

◾ বিশ্বের শীর্ষ 30 কন্টেইনার বন্দরের তালিকাভুক্ত।



চেন্নাই বন্দর

◾ চেন্নাই বন্দর, পূর্বে মাদ্রাজ বন্দর নামে পরিচিত।

◾ ভারতের দ্বিতীয় বৃহত্তম কন্টেইনার বন্দর।

◾ বন্দরটি বঙ্গোপসাগরের বৃহত্তম বন্দর।

◾ বন্দরটির অস্তিত্বের কারণে চেন্নাই শহর অবশেষে দক্ষিণ ভারতের গেটওয়ে বা প্রবেশদ্বার হিসাবে পরিচিত লাভ করে।

◾ পূর্ব উপকূলের বৃহত্তম বন্দর।

◾ জওহরলাল নেহেরু বন্দরের পরে ভারতের দ্বিতীয় ব্যস্ততম বন্দর।



কান্ডালা বন্দর

◾ এটি দিন দয়াল পোর্ট ট্রাস্ট নামেও পরিচিত।

◾ এটি গুজরাটের কচ্ছ জেলায় (কচ্ছ উপসাগর) অবস্থিত।

◾ এটি মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে স্বীকৃত।

◾ এটি ভারতের বৃহত্তম কার্গো নিয়ন্ত্রণকারী বন্দর।

◾ ভারতের একমাত্র শুল্ক বা করমুক্ত বন্দর।

◾ এশিয়ার প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল।

◾ স্বাধীনতার পর নির্মিত প্রথম বন্দর।

◾ ভারতের সর্বোচ্চ উপার্জন বন্দর।



কলকাতা বন্দর (শ্যামা প্রসাদ মুখার্জী) হলদিয়া সহ

◾ ভারতের পুনঃ রপ্তানি বন্দর।

◾ কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এর নামকরণ করা হয়েছে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে।

◾ এটি ভারতের প্রাচীনতম অপারেটিং বন্দর।

◾ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল।

◾ পূর্ব ভারতের প্রবেশদ্বার।



মুম্বাই বন্দর

◾ স্থাপিত - 1873

◾ এটি মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত।

◾ এটি ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর।

◾ Port Authority: মুম্বাই পোর্ট ট্রাস্ট।

◾ বন্দরটি শিবাজীর নৌবাহিনী ব্যবহার করে বলে মনে করা হয়।

◾ নিজস্ব রেল সংযোগ আছে।



বিশাখাপত্তনম বন্দর

◾ স্থাপিত - 1933 সালের 7 অক্টোবর

◾ এটি ভারতের গভীরতম বন্দর।

◾ জাপানে লৌহ আকরিক রপ্তানি নিয়ে কাজ করে।

◾ জাহাজ নির্মাণ এবং ঠিক করার জন্য সুবিধা রয়েছে।

◾ "ভারতের সকল বন্দরের রত্ন" নামে পরিচিত।

◾ ভারতের গভীরতম স্থলবেষ্টিত বন্দর



নিউ ম্যাঙ্গালোর বন্দর

◾ 100% Powered By Solar Energy

◾ পশ্চিম উপকূলের গভীরতম অভ্যন্তরীণ বন্দর।

◾ এটি কর্ণাটকের একমাত্র প্রধান বন্দর।

◾ ভারতের সপ্তম বৃহত্তম বন্দর।



পারাদ্বীপ বন্দর

◾ ভারতের গভীরতম স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর।

◾ ভারতের ব্যস্ততম কার্গো বন্দর।

◾ পূর্ব উপকূলে প্রথম মেজর বন্দর।



মার্মাগাঁও বন্দর

◾ স্থাপিত - 1885

◾ কি কবার মার্মাগাঁও শহরে জুয়ারি নদীর মোহনায় অবস্থিত।

◾ Operated by - মার্মাগাঁও পোর্ট ট্রাস্ট

◾ ভারতের শীর্ষস্থানীয় লৌহ আকরিক রপ্তানি বন্দর।



এন্নোর বন্দর

◾ ভারতের প্রথম কর্পোরেট বন্দর

◾ ভারতের প্রথম বন্দর যা একটি পাবলিক কোম্পানি।

◾ এশিয়ার শক্তি বন্দর।



কোচিন বন্দর

◾ এই বন্দরকে আরব সাগরের রানী বলা হয়।

◾ এই বন্দরটি মসলা রপ্তানির জন্য বিখ্যাত।



তুতিকোরিন বন্দর

◾ ভারতের দক্ষিণতম বন্দর।

◾ এটি তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম বন্দর।




ভারত সরকারের উদ্যোগ বা কর্মসূচি

◾ এই বন্দরগুলির আধুনিকীকরণের জন্য ভারত সরকার "সাগরমালা" নামে একটি প্রকল্প অনুমোদন করেছে।

◾ ১১.৮ বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পিত ব্যয়ের সাথে সামুদ্রিক হাতের উন্নয়নে জাতীয় সামুদ্রিক উন্নয়ন কর্মসূচি (NMDP) শুরু করা হয়েছে।

◾ কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি মহারাষ্ট্রের বধভানে বড় বন্দর স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। GOI এই প্রকল্পের জন্য ৬৫,৫৪৫ কোটি টাকা মঞ্জুর করেছে।

◾ National Maritime Day - 5 April




ভারতের প্রধান বন্দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন


1. ভারতের প্রাচীনতম বন্দর কোনটি?


উত্তরঃ- লোথাল বন্দর (লোথাল বন্দর ভারতের প্রাচীনতম বন্দর (খ্রিস্টপূর্ব ৩৮০০)। এটি বর্তমানে গুজরাটের ভাল অঞ্চলে অবস্থিত। লোথাল সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ শহর ছিল। ১৯৫৪ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি আবিষ্কার করে)।


2. বিশ্বের বৃহত্তম জাহাজের কবরস্থান কোথায় অবস্থিত?


উত্তরঃ- আলাং-সোসিয়া জাহাজ ব্রেকিং ইয়ার্ড (গুজরাট)।


3. পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত?


উত্তরঃ- দক্ষিণ আন্দামান দ্বীপ।


4. মুঘল আমলে কোন বন্দরটি সবচেয়ে বড় এবং বিখ্যাত বন্দর ছিল?


উত্তরঃ- সুরাট বন্দর।


5. ভারতের গভীরতম বন্দর কোনটি?


উত্তরঃ- গঙ্গাভরম বন্দর (বন্দরটি অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত। গঙ্গাভরম বন্দর জুলাই 2009 সালে উদ্বোধন করা হয়। এটি 21 মিটার গভীরতার সঙ্গে ভারতের গভীরতম বন্দর)।


6. ভারতের দ্বিতীয় বৃহত্তম কন্টেইনার বন্দর কোনটি?


উত্তরঃ- মুন্দ্রা বন্দর।


7. বিশ্বের সবচেয়ে ব্যস্ত কন্টেইনার বন্দর কোনটি?


উত্তরঃ- সাংহাই বন্দর (চীন)


8. ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দর কোনটি?


উত্তরঃ- মুন্দ্রা বন্দর।


9. ভারতের বৃহত্তম শুষ্ক বন্দর কোনটি?


উত্তরঃ- অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো, তুঘলকাবাদ, নয়াদিল্লি 


10. ভারত মহাসাগরের সবচেয়ে ব্যস্তবন্দর কোনটি?


উত্তরঃ- সিঙ্গাপুর বন্দর।


11. বিশ্বের দীর্ঘতম জাহাজ কোনটি?


উত্তরঃ- Seawise Giant


12. বিশ্বের দীর্ঘতম জাহাজ যা এখনও পরিষেবায় রয়েছে?


উত্তরঃ- টিআই ক্লাস।


13. ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর কোনটি?


উত্তরঃ- মুন্দ্রা বন্দর।


14. কোন ভারতীয় বন্দর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে লোহা এবং অ্যালুমিনিয়াম রপ্তানি পরিচালনা করে?


উত্তরঃ- হলদিয়া বন্দর ও কলকাতা বন্দর।


15. বৃহত্তম যাত্রীবাহী জাহাজ কোনটি?


উত্তরঃ- রয়েল ক্যারিবিয়ান আন্তর্জাতিক ক্রুজ জাহাজ।


16. প্রথম সামুদ্রিক শীর্ষ সম্মেলন কখন ঘটেছিল?


উত্তরঃ- 14 থেকে 16 এপ্রিল 2016


17. ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি (আইএমইউ) কখন স্থাপন করা হয়েছিল?


উত্তরঃ- 14 নভেম্বর 2008, চেন্নাই, তামিলনাড়ু।


18. কলকাতা পোর্ট ট্রাস্টের অফিসিয়াল নাম কি?


উত্তরঃ- ডঃ সীতা প্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট।


19. ভারতের প্রথম পোর্ট ট্রাস্ট বোর্ড কোনটি?


উত্তরঃ- কলকাতা বন্দর (1870)


20. মান্নার উপসাগরে অবস্থিত ভারতীয় বন্দর কোনটি?


উত্তরঃ- ভি. ও. চিদাম্বারনার বন্দর


21. মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি সাপ্তাহিক কন্টেইনার পরিষেবা প্রদানের জন্য ভারতের একমাত্র বন্দর কোনটি?


উত্তরঃ- ভি. ও. চিদাম্বারনার পোর্ট ট্রাস্ট (ট্রানজিট সময় 22 দিন)


22. পশ্চিমবঙ্গে কতগুলি সক্রিয় বন্দর রয়েছে?


উত্তরঃ- পশ্চিমবঙ্গের 4টি সক্রিয় বন্দর রয়েছে-

1) কলকাতা বন্দর

2) হলদিয়া বন্দর

3) কুলপি বন্দর

4) ফারাক্কা বন্দর


23. ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায়?


উত্তরঃ- নয়া দিল্লি।


24. ভারতের বৃহত্তম বেসরকারি খাতের বন্দর কোনটি?


উত্তরঃ- কৃষ্ণপত্তনম বন্দর (অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলা)।


25. ভাইজাগ বন্দর কোথায় অবস্থিত?


উত্তরঃ- বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ।


26. মহানদী ও বঙ্গোপসাগর নদীর সঙ্গমস্থলে কোন বন্দর অবস্থিত?


উত্তরঃ- পারাদ্বীপ বন্দর।


27. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বন্দর রয়েছে?


উত্তরঃ- মহারাষ্ট্র (53 বন্দর)


28. বেসরকারি খাতে ভারতের প্রথম বন্দর কোনটি?


উত্তরঃ- পোর্ট পিপাভাভ।


29. কেরালার কোন প্রধান বন্দর দুটি দ্বীপ ওয়েলিংটন এবং ভালারপদমে অবস্থিত?


উত্তরঃ- কোচি বন্দর।


30. কোন ভারতীয় বন্দরের রপ্তানি পণ্য চা, কফি, মশলা ইত্যাদি?


উত্তরঃ- কোচিন পোর্ট।




Read More...

পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদী ব্রিজ সমূহ তালিকা

পৃথিবীর বিভিন্ন উপসাগর - Important Gulf of the World

ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন-উত্তর



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad