ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন-উত্তর - Nuclear Power Plants in India Q&A in Bengali
![]() |
ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন-উত্তর |
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আলোচনা করব ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত প্রশ্ন ও উত্তর যেগুলি বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় ভূগোলের অংশ হিসাবে Nuclear Power Plants in India Q&A in Bengali থেকে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন আজকে আমাদের আলোচ্য বিষয়।
আগের একটি পাঠে আমরা ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুলির তালিকা নিয়ে আলোচনা করেছি। আপনারা আগের পাঠটি একবার অবশ্যই দেখুন।
আজকের আলোচ্য বিষয়ে থাকছে ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন-উত্তর, ভারতের প্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, Oldest nuclear Power plant in India, Largest nuclear Power plant in India, Nuclear Power Plant in India Static GK, How many nuclear Power Plant in India.
ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রশ্ন-উত্তর
❖ ভারতে মোট কতগুলি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে?
➢ ভারতে মোট ৭ টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ২২ টি পারমাণবিক চুল্লি রয়েছে।
❖ পারমাণবিক শক্তি ভারতে কততম বিদ্যুৎ শক্তি উৎপাদনের উৎস?
➢ পঞ্চম তম।
❖ ভারতের সমস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুলিকে কোন সংগঠন নিয়ন্ত্রণ করে?
➢ NPCIL(নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড)।
❖ NPCIL এর সদর দপ্তর কোথায়?
➢ মুম্বাই।
❖ তারাপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
➢ মহারাষ্ট্র।
❖ কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
➢ তামিলনাড়ু।
❖ রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
➢ রাজস্থান।
❖ কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?
➢ গুজরাট।
❖ কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
➢ কর্ণাটক।
❖ কালপক্কাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
➢ তামিলনাড়ু (এটি মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত)।
❖ নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
➢ উত্তর প্রদেশ।
❖ Atomic Energy Commission of India (ভারতের পারমাণবিক শক্তি কমিশন) গঠন কবে হয়েছিল?
➢ 10 আগস্ট 1948
❖ ভারতের পারমাণবিক শক্তি কমিশন এর সদরদপ্তর কোথায়?
➢ মুম্বাই।
❖ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশন এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
➢ অস্ট্রিয়া, ভিয়েনা।
❖ Atomic Energy Establishment, Trombay (AEET) কবে গঠিত হয়?
➢ 3 জানুয়ারি 1954
❖ ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি?
➢ অপ্সরা। এটি ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার দ্বারা তৈরী করা হয়েছিল 4 আগষ্ট, 1956 সালে।
❖ ভারতের প্রথম পারমাণবিক চুল্লি এর উদ্বোধন কে করেছিলেন?
➢ জওহরলাল নেহরু, 1956 সালে।
❖ ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কবে স্থাপন করা হয়েছে?
➢ অক্টোবর 26, 1969
❖ ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
➢ তারাপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র।
❖ ভারতের সবথেকে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
➢ কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
❖ হরিয়ানার কোথায় নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর শিলান্যাস করা হয়েছে?
➢ ফতেহাবাদ জেলার গোরক্ষপুরে।
❖ গোরক্ষপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির শিলান্যাস কার দ্বারা এবং কখন করা হয়?
➢ প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্বারা 13 জানুয়ারি 2014 সালে।
❖ কালপক্কাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক ➢ চুল্লির নাম কি?
কামিনী।
❖ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত?
➢ ট্রম্বে।
❖ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর প্রথম নাম কি ছিল?
➢ এটমিক এনার্জি এস্টাব্লিশমেন্ট, ট্রম্বে/Atomic Energy Establishment, Trombay (AEET)
❖ Atomic Energy Establishment, Trombay/Bhabha Atomic Research Centre এর প্রতিষ্ঠাতা কে?
➢ হোমি জাহাঙ্গীর ভাবা।
❖ Atomic Energy Establishment, Trombay এর নাম পরিবর্তন করে Bhabha Atomic Research Centre কত সালে করা হয়েছিল?
➢ 1966 সালে হোমি জাহাঙ্গীর ভাবা মৃত্যুর পর 22 জানুয়ারি 1967 সালে নাম পরিবর্তন করে BARC নাম রাখা হয়।
More Important GK | Link |
---|---|
ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুলির তালিকা | Click Here |
Please do not enter any spam link in the comment box.