Ads Area

Important Dams in India - GK in Bengali || ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ জিকে প্রশ্ন ও উত্তর

Important Dams in India - GK in Bengali || ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ জিকে প্রশ্ন ও উত্তর

Important Dams in India - GK in Bengali || ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ জিকে প্রশ্ন ও উত্তর
Important Dams in India - GK in Bengali || ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ জিকে প্রশ্ন ও উত্তর

নমস্কার বন্ধুরা,

এই পেজে আপনাদের জন্য শেয়ার করলাম Important Dams in India - GK in Bengali || ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ জিকে প্রশ্ন ও উত্তর।


Important Dams in India এই টপিক থেকে সমস্ত সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই বিভিন্ন প্রশ্ন আসতে দেখা গেছে। সাধারণত কোন বাঁধ কোন নদীর উপর অবস্থিত এই ধরনের প্রশ্নই বেশিরভাগ দেখা যায় যেমন তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত, পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত, ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর উপর অবস্থিত, আলমাটি বাঁধ কোন নদীর উপর অবস্থিত, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত, তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত, হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত ইত্যাদি।


Important Dams in India - GK in Bengali || ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ জিকে প্রশ্ন ও উত্তর আজকের এই পাঠে ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধগুলি কোন নদীর উপর অবস্থিত সেগুলি প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করা হয়েছে। Important Dams in India টপিক থেকে মূলত যেসব বাঁধগুলি পরীক্ষায় বেশিরভাগ দেখা যায় তার প্রায় সবকটি এখানে আলোচনা করা হল।


Important Notes:-

◾ ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ ভাগীরথী নদীর উপর অবস্থিত।

◾ ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুদ বাঁধ মহানদী নদীর উপর অবস্থিত।

◾ ভারতের প্রাচীনতম বাঁধ কাল্লানাই বাঁধ কাবেরী নদীর উপর অবস্থিত

◾ ভাকরা নাঙ্গাল বাঁধ এশিয়ার দ্বিতীয় উচ্চতম বাঁধ সুতলেজ নদীর উপর অবস্থিত।

◾ রিহান্দ বাঁধ, গোবিন্দ বল্লভ পান্ত সাগর বাঁধ নামেও পরিচিত।

◾ আয়তন অনুযায়ী ভারতের বৃহত্তম বাঁধ হল রিহান্দ বাঁধ।

◾ ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ হল রিহান্দ বাঁধ।

◾ নিজাম সাগর বাঁধ হল তেলেঙ্গানা রাজ্যের প্রাচীনতম বাঁধ।

◾ তুঙ্গভদ্রা বাঁধ, পম্পা সাগর নামেও পরিচিত।




Important Dams in India - GK in Bengali


1. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) সুতলেজ নদী (শতদ্রু)

B) চেনাব নদী

C) সিন্ধু নদী

D) রাভি নদী


উত্তরঃ A) সুতলেজ নদী (শতদ্রু)



2. গোবিন্দ বল্লভ পান্ত সাগর বাঁধ/রিহান্দ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) ভাগীরথী নদী

B) রিহান্দ নদী

C) গঙ্গা নদী

D) ধৌলি গঙ্গা নদী


উত্তরঃ B) রিহান্দ নদী



3. নিজাম সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) মঞ্জিরা নদী

B) কৃষ্ণা নদী

C) তাপ্তি নদী

D) পেনার নদী


উত্তরঃ A) মঞ্জিরা নদী



4. তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) রিহান্দ নদী

B) ধৌলি গঙ্গা নদী

C) ভাগীরথী নদী

D) গঙ্গা নদী


উত্তরঃ C) ভাগীরথী নদী



5. সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) চেনাব নদী

B) সিন্ধু নদী

C) সুতলেজ নদী

D) নর্মদা নদী


উত্তরঃ D) নর্মদা নদী



6. গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) চম্বল নদী

B) ভীমা নদী

C) পূর্ণা নদী

D) মাভাল নদী


উত্তরঃ A) চম্বল নদী



7. ধৌলি গঙ্গা বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) গঙ্গা নদী

B) ভাগীরথী নদী

C) রিহান্দ নদী

D) ধৌলি গঙ্গা নদী


উত্তরঃ D) ধৌলি গঙ্গা নদী



8. মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) স্বর্ণরেখা নদী

B) দামোদর নদী

C) বরাকর নদী

D) ঝিলাম নদী


উত্তরঃ C) বরাকর নদী



9. আলমাট্টি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) শরাবতী নদী

B) কালী নদী

C) তুঙ্গভদ্রা নদী

D) কৃষ্ণা নদী


উত্তরঃ D) কৃষ্ণা নদী



10. সোমসিলা বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) মঞ্জিরা নদী

B) পেনার নদী

C) তাপ্তি নদী

D) কৃষ্ণা নদী


উত্তরঃ B) পেনার নদী



Read More:- ভারতের বিখ্যাত মন্দির জিকে প্রশ্ন ও উত্তর



11. বনসাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) বরনা নদী

B) নর্মদা নদী

C) বেতোয়া নদী

D) শোন নদী


উত্তরঃ D) শোন নদী



12. পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) বরাকর নদী

B) স্বর্ণরেখা নদী

C) ঝিলাম নদী

D) দামোদর নদী


উত্তরঃ D) দামোদর নদী



13. মালাম্পুজা বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) কালী নদী

B) মালাম্পুজা নদী

C) পেরিয়ার নদী

D) মানালি নদী


উত্তরঃ B) মালাম্পুজা নদী



14. ইদুক্কি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) কালী নদী

B) মালাম্পুজা নদী

C) পেরিয়ার নদী

D) মানালি নদী


উত্তরঃ C) পেরিয়ার নদী



15. কোয়না বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) মুলা নদী

B) ভাতসা নদী

C) গোদাবরী নদী

D) কোয়না নদী


উত্তরঃ D) কোয়না নদী



16. উরি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?


A) ঝিলাম নদী

B) স্বর্ণরেখা নদী

C) দামোদর নদী

D) বরাকর নদী


উত্তরঃ A) ঝিলাম নদী



17. ভাইগাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) কাবেরী নদী

B) ভাইগাই নদী

C) মহানদী নদী

D) পারালায়ার নদী


উত্তরঃ B) ভাইগাই নদী



18. কৃষ্ণ রাজা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) হারঙ্গি নদী

B) কাবেরী নদী

C) কৃষ্ণা নদী

D) কালী নদী


উত্তরঃ B) কাবেরী নদী



19. তুঙ্গভদ্রা বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) তুঙ্গভদ্রা নদী

B) কৃষ্ণা নদী

C) শরাবতী নদী

D) কালী নদী


উত্তরঃ A) তুঙ্গভদ্রা নদী



20. শ্রীশৈলম বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) পেনার নদী

B) মঞ্জিরা নদী

C) কৃষ্ণা নদী

D) তাপ্তি নদী


উত্তরঃ C) কৃষ্ণা নদী



Read More:- ভারতের লোকনৃত্য জিকে প্রশ্ন ও উত্তর



21. উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) কৃষ্ণা নদী

B) মঞ্জিরা নদী

C) পেনার নদী

D) তাপ্তি নদী


উত্তরঃ D) তাপ্তি নদী



22. মুল্লাপেরিয়ার বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) পরমবিকুলাম নদী

B) ওয়ালয়ার নদী

C) পেরিয়ার নদী

D) নেইমার নদী


উত্তরঃ C) পেরিয়ার নদী



23. সিঙ্গুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) মঞ্জিরা নদী

B) পেনার নদী

C) তাপ্তি নদী

D) কৃষ্ণা নদী


উত্তরঃ A) মঞ্জিরা নদী



24. ইন্দ্রাবতী বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) গোদাবরী নদী

B) মাককুন্ড নদী

C) মুঠা নদী

D) ইন্দ্রাবতী নদী


উত্তরঃ D) ইন্দ্রাবতী নদী



25. রাজঘাট বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) বেতোয়া নদী

B) নর্মদা নদী

C) শোন নদী

D) বরনা নদী


উত্তরঃ A) বেতোয়া নদী



26. হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) মহানদী নদী

B) পারালায়ার নদী

C) কাবেরী নদী

D) ভাইগাই নদী


উত্তরঃ A) মহানদী নদী



27. পেচি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) কালী নদী

B) মালাম্পুজা নদী

C) মানালি নদী

D) পেরিয়ার নদী


উত্তরঃ C) মানালি নদী



28. উইলসন বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) প্রভারা নদী

B) আম্বি নদী

C) মুলা নদী

D) তানসা নদী


উত্তরঃ A) প্রভারা নদী



29. চান্দিল বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) ঝিলাম নদী

B) দামোদর নদী

C) সুবর্ণরেখা নদী

D) বরাকর নদী


উত্তরঃ C) সুবর্ণরেখা নদী



30. উজানী বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) পূর্ণা নদী

B) মাভাল নদী

C) ভীমা নদী

D) চম্বল নদী


উত্তরঃ C) ভীমা নদী



Read More:- KP Constable Mock Test in Bengali



31. গঙ্গাপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) মুঠা নদী

B) মাককুন্ড নদী

C) ইন্দ্রাবতী নদী

D) গোদাবরী নদী


উত্তরঃ D) গোদাবরী নদী



32. কাদরা বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) শরাবতী নদী

B) কালী নদী

C) কৃষ্ণা নদী

D) তুঙ্গভদ্রা নদী


উত্তরঃ B) কালী নদী



33. তানসা বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) প্রভারা নদী

B) তানসা নদী

C) মূলা নদী

D) আম্বি নদী


উত্তরঃ B) তানসা নদী



34. পান্দোহ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) মাহি নদী

B) সবরমতি নদী

C) বানস নদী

D) বীস নদী


উত্তরঃ D) বীস নদী



35. নারায়ণপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) কাবেরী নদী

B) হারঙ্গি নদী

C) কালী নদী

D) কৃষ্ণা নদী


উত্তরঃ D) কৃষ্ণা নদী



36. লিঙ্গনামাক্কি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) কালী নদী

B) শরাবতী নদী

C) কৃষ্ণা নদী

D) তুঙ্গভদ্রা নদী


উত্তরঃ B) শরাবতী নদী



37. কোডাসল্লি বাদ কোন নদীর উপর অবস্থিত?


A) কালী নদী

B) মালাম্পুজা নদী

C) মানালি নদী

D) পেরিয়ার নদী


উত্তরঃ A) কালী নদী



38. তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) দামোদর নদী

B) বরাকর নদী

C) ভাগীরথী নদী

D) মহানদী নদী


উত্তরঃ B) বরাকর নদী



39. ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) ময়ূরাক্ষী নদী

B) শতদ্রু নদী

C) বরাকর নদী

D) মহানদী নদী


উত্তরঃ A) ময়ূরাক্ষী নদী



40. সালাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) সিন্ধু নদী

B) সুতলেজ নদী

C) ঝিলাম নদী

D) চেনাব নদী


উত্তরঃ D) চেনাব নদী


41. ফারাক্কা বাঁধ কোন নদীর উপর অবস্থিত?


A) গঙ্গা নদী

B) দামোদর নদী

C) বরাকর নদী

D) ময়ূরাক্ষী নদী


উত্তরঃ A) গঙ্গা নদী



আরও পড়ুন...

এসএসসি এমটিএস জিকে প্রশ্ন উত্তর

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

কারেন্ট অ্যাফেয়ার্স 2023



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad