Ads Area

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 43

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 43

General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 43
General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 43

প্রিয় বন্ধুরা,

General Knowledge in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ৩০টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


General Knowledge in Bengali হল বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন সব রকমের চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসছেই। এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General Knowledge in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য General Knowledge in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।




General Knowledge in Bengali


১। গুরুমস্তিষ্কের কোথায় ধূসর বস্তু ও শ্বেত বস্তু থাকে?

➥ বহির্ভাগে ধূসর বস্তু ও অন্তর্ভাগে শ্বেত বস্তু।


২। চোখের কোন অংশ তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে?

➥ আইরিস।


৩। 'অশ্বশক্তি' কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

➥ জেমস ওয়াট।


৪। কোন দণ্ড চুম্বকের কেন্দ্রে চৌম্বকত্বের মান কত?

➥ শূন্য।


৫। বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কিভাবে সংযোগ থাকে?

➥ মেনলাইনে শ্রেণী সমবায়ে।


৬। সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয়?

➥ কার্বন-ডাই-অক্সাইড।


৭। মরুভূমির প্রাণীরা শুষ্ক মলত্যাগ করে কেন?

➥ জল সাশ্রয়ের জন্য।


৮। কোশ বিভাজনের কোন পর্যায়ে বেমতন্তু গঠিত হয়?

➥ প্রাণীকোশ বিভাজনের প্রফেজ দশায়।


৯। কোন গ্যাস বজ্রপাতের সময় বায়ুমন্ডলে তৈরি হয়?

➥ নাইট্রিক অক্সাইড।


১০। মেরু অঞ্চলে তাপকেন্দ্র বলের মান কত?

➥ শূন্য।


Read More: ভারতের বিখ্যাত মন্দির জিকে প্রশ্ন ও উত্তর


১১। 'কুন্তল-বন-বিহার' নামে চৈত্যটি কণিষ্ক কোথায় তৈরি করেন?

➥ পুরুষপুর বা, পেশোয়ার।


১২। শীলভদ্র, কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

➥ নালন্দা।


১৩। কোন সন্ধির মাধ্যমে, ইংরেজরা 'পেশোয়া' পদ লোপ করে?

➥ পুনার সন্ধি।


১৪। 'লোকহিতবাদী' কার ছদ্মনাম?

➥ গোপালহরি দেশমুখ।


১৫। 'নাই ভয়' ও 'লাঠৌষধি' নামে ২টি প্রবন্ধ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

➥ যুগান্তর।


১৬। 'ইউনিভার্সিটি অ্যাক্ট' কোন ভাইসরয়ের আমলে চালু হয়?

➥ লর্ড কার্জন।


১৭। সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন?

➥ ১৯৪১ সালে।


১৮। 'মারাঠা জাতির ইতিহাস' কার রচনা?

➥ গ্রান্ট ডাফ।


১৯। মহেঞ্জোদারোতে সিলমোহরের ওপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে, তা কিসের মূর্তি?

➥ শিবের আদি মূর্তি।


২০। 'নীল কমিশন' কত সালে গঠন করা হয়?

➥ ১৮৬০।


Read More: পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম ও গভীরতম


২১। পচা মৃত্তিকা ভারতের কোন রাজ্যে দেখা যায়?

➥ কেরল।


২২। ভারতের কোন রাজ্যে পলিমাটি সবথেকে কম দেখা যায়?

➥ মধ্যপ্রদেশ।


২৩। 'মন্দাকিনী নদী'র উৎসস্থল কোথায়?

➥ ঘোড়াবাড়ি হিমবাহ।


২৪। ভারতে কোন ধরনের খামার চাষ হয়?

➥ নিবিড় পদ্ধতির।


২৫। কিসের প্রভাবে কাশ্মীরে শীতকালে বৃষ্টিপাত হয়?

➥ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।


২৬। কোন দেশকে 'প্রাচ্যের ব্রিটেন' বলে?

➥ জাপান।


২৭। বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলখনি কোনটি?

➥ সাফানিয়া।


২৮। চীনের সর্বশ্রেষ্ঠ নগর কোনটি?

➥ সাংহাই।


২৯। হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে?

➥ জাপান।


৩০। কোন নদীকে 'বাংলার দুঃখ' বলে?

➥দামোদর।



আরও পড়ুন...

General Knowledge in Bengali Part 42

General Knowledge in Bengali Part 41

General Knowledge in Bengali Part 40



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad