General Knowledge in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | Part 40
![]() |
General Knowledge in Bengali |
প্রিয় বন্ধুরা,
General Knowledge in Bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ৩০টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
General Knowledge in Bengali বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। 'বাংলা জিকে ডায়েরি'র এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু General Knowledge in Bengali শেয়ার করলাম।
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General Knowledge in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য General Knowledge in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
General Knowledge in Bengali
১। একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান অভিন্ন হতে পারে না। এটি কার নীতি?
➥ পাওলির অপবর্জন নীতি।
২। মানুষের চোখ পূর্ণ আকার লাভ করে কত বছর বয়সে?
➥ ১৩ বছর।
৩। বাদুড় রাত্রিবেলা চলাচল করে কিভাবে?
➥ আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে প্রতিধ্বনি সৃষ্টি করে।
৪। রান্নার গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রণ?
➥ বিউটেন ও প্রোপেন।
৫। বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস সামান্য পরিমাণে ভরা থাকে?
➥ নাইট্রোজেন।
৬। বিশুদ্ধতম জল কোনটি?
➥ পাতিত জল।
৭। চিনির দ্রবণের সন্ধান ক্রিয়ার সময় কোন গ্যাস উৎপন্ন হয়?
➥ কার্বন ডাই অক্সাইড।
৮। পর্যায় সারণির অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে আদর্শ মৌল বলে?
➥ দ্বিতীয়।
৯। 'রেড ডাটা বুক'এ কোন বিষয়ে তথ্য পাওয়া যায়?
➥ বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী।
১০। 'On The Origin of Species' বইটির রচয়িতা কে?
➥ চার্লস ডারউইন।
১১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়?
➥ আনন্দমঠ।
১২। ডঃ বি. আর. আম্বেদকর কোন হিন্দু ধর্মগ্রন্থ জনসমক্ষে পুড়িয়ে ফেলেন?
➥ মনুস্মৃতি।
১৩। 'ক্রিপস মিশন'এর ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল?
➥ ভারত ছাড়ো আন্দোলন।
১৪। কোন বড়লাটের রাজত্বকালে 'জাতীয় কংগ্রেস' প্রতিষ্ঠিত হয়েছিল?
➥ লর্ড ডাফরিন।
১৫। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে 'অসহযোগ আন্দোলন' প্রত্যাহার করে নেওয়া হয়?
➥ চৌরিচৌরা।
১৬। 'বঙ্গীয় প্রজাস্বত্ব আইন' কবে পাস হয়?
➥ ১৮৮৫ সালে।
১৭। কোন বইকে প্রাচীন ভারতের ভেষজ বিজ্ঞানের বিশ্বকোষ বলা হয়?
➥ চরকসংহিতা।
১৮। আলবেরুনী কার সঙ্গে ভারতে আসেন?
➥ সুলতান মামুদ।
১৯। দিল্লির কোন সুলতান 'কর্মবিনিয়োগ কেন্দ্র' তৈরি করেন?
➥ ফিরোজ শাহ তুঘলক।
২০। কোন যুদ্ধের পর দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে?
➥ পানিপথের প্রথম যুদ্ধ।
২১। চিনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
➥ গুজরাট।
২২। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে?
➥ এলাহাবাদ (এখন 'প্রয়াগরাজ')।
২৩। 'আমন সেতু' কোন দুটি দেশকে যুক্ত করেছে?
➥ ভারত ও পাকিস্তান।
২৪। বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
➥ প্রশান্ত মহাসাগর।
২৫। 'অষ্টমুদী হ্রদ' ভারতের কোন রাজ্যে আছে?
➥ কেরালার কোলাম জেলা।
২৬। কোন শিল্পকে 'উদীয়মান শিল্প' বলে?
➥ পেট্রো-রসায়ন শিল্প।
২৭। 'জাভা' দ্বীপ কোন মহাসাগরে আছে?
➥ প্রশান্ত মহাসাগর।
২৮। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?
➥ ঝিলাম।
২৯। ভারত কোন পথের মাধ্যমে সবথেকে বেশি বিশ্ব বাণিজ্য করে?
➥ সুয়েজ খাল।
৩০। ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়?
➥এলাহাবাদ (এখন প্রয়াগরাজ)।
More Important GK | Link |
---|---|
General Knowledge in Bengali Part 39 | Click Here |
General Knowledge in Bengali Part 38 | Click Here |
Please do not enter any spam link in the comment box.