Ads Area

GK questions with answers in bengali - জিকে সাধারণ জ্ঞান | Part 38

GK questions with answers in bengali - জিকে সাধারণ জ্ঞান | Part 38

GK questions with answers in bengali
GK questions with answers in bengali

প্রিয় বন্ধুরা,

GK questions with answers in bengali এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি গুরুত্বপূর্ণ জিকে সাধারণ জ্ঞান দেওয়া হল।


GK questions with answers in bengali বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। 'বাংলা জিকে ডায়েরি'র এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু GK questions with answers in bengali শেয়ার করলাম।


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK questions with answers in bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জিকে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK questions with answers in bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK questions with answers in bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।




GK questions with answers in bengali Part 38



১। অ্যামোনিয়া গ্যাস কোন অ্যাসিডের সংস্পর্শে এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়?

➥ হাইড্রোক্লোরিক অ্যাসিড।


২। কিডনির ডায়ালিসিস কোন নীতিকে অনুসরণ করে?

➥ অভিস্রবণ।


৩। মাছের কোন অঙ্গ মাছকে জলে ভাসতে সাহায্য করে?

➥ পটকা।


৪। স্টেথোস্কোপ যন্ত্রে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয়?

➥ প্রতিফলন ধর্মকে।


৫। লালচে গরম লোহার উপর দিয়ে বাষ্প চালনা করলে কোন গ্যাস উৎপাদিত হয়?

➥ হাইড্রোজেন।


৬। পুরনো পান্ডুলিপি পড়ার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়?

➥ অবলোহিত রশ্মি।


৭। কোন বিজ্ঞানী প্রথম দেখান, সব জৈব যৌগের মধ্যে কার্বন আছে?

➥ অ্যান্তোইনে-লরেন্ট দে ল্যাভয়সিয়ার।


৮। কোন জাতীয় খাদ্যকে 'প্রোটিন বাঁচোয়া খাদ্য' বলে?

➥ স্বেতসার জাতীয় খাদ্যকে।


৯। রসের উৎসোত সংক্রান্ত 'অধিপ্রাণ মতবাদ' কোন বিজ্ঞানীর প্রবর্তন?

➥ আচার্য জগদীশচন্দ্র বসু।


১০। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়?

➥ সুরাত।


১১। 'পোস্ট এন্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট' কত সালে প্রতিষ্ঠিত হয়?

➥ ১৮৫৩।


১২। 'ভাইয়াচার ভূমিব্যবস্থা' কোথায় প্রচলিত ছিল?

➥ পাঞ্জাব।


১৩। লাহোরের কাছে তালবন্দী গ্রামে কোন মহাপুরুষের জন্ম হয়?

➥ গুরু নানকের।


১৪। কোন ভাইসরয়ের আমলে 'ফ্যাক্টরি আইন' চালু হয়?

➥ লর্ড রিপন।


১৫। বাঘা যতীন কোন যুদ্ধে মারা যান?

➥ বুড়িবালামের যুদ্ধ।


১৬। নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মানন্দ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন?

➥ কাকবর্ণ।


১৭। কোন আন্দোলনের মাধ্যমে জওহরলাল নেহেরু রাজনীতিতে প্রবেশ করেন?

➥ হোমরুল আন্দোলন।


১৮। ভারতীয়রা কত সাল থেকে 'সিভিল সার্ভিস পরীক্ষা' দেওয়ার অধিকার পেয়েছিলেন?

➥ ১৮৮৫।


১৯। বাবা রামচন্দ্র কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

➥ কৃষক আন্দোলন।


২০। কোন নদীকে 'দক্ষিণ ভারতের গঙ্গা' বলে?

➥ গোদাবরী।


২১। ইউরেনিয়াম আকরিক কোথায় প্রধানভাবে পাওয়া যায়?

➥ জাইরে।


২২। নদীর কোন প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি হয়?

➥ পার্বত্য প্রবাহে।


২৩। 'রোটাংপাস গিরিপথ' ভারতের কোন রাজ্যে আছে?

➥ হিমাচল প্রদেশ।


২৪। লিংসিলা ও ইউললা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করছে?

➥ ভুটান ও তিব্বত।


২৫। ভারতে 'অপারেশন ফ্লাড' কিসের সঙ্গে সম্পর্কিত?

➥ দুধ উৎপাদন।


২৬। চিনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

➥ গুজরাত।


২৭। শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ কোন কৃষি ব্যবস্থায় দেখা যায়?

➥ শুষ্ক কৃষি ব্যবস্থা।


২৮। 'মন্দাকিনী' নদীর উৎসস্থল কোথায়?

➥ কেদারনাথের কাছে ঘোড়াবাড়ি হিমবাহ।


২৯। কোন মৃত্তিকায় ধাতব উপাদান বেশি থাকে?

➥ পার্বত্য মৃত্তিকায়।



Read More...

জিকে সাধারণ জ্ঞান পর্ব ৩৭

জিকে সাধারণ জ্ঞান পর্ব ৩৬

জিকে সাধারণ জ্ঞান পর্ব ৩৫

জিকে সাধারণ জ্ঞান পর্ব ৩৪

জিকে সাধারণ জ্ঞান পর্ব ৩৩




আরও পড়ুন...

কলকাতা পুলিশ কনস্টেবল মকটেস্ট

ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad