GK Questions Bengali 2022 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 | Part 33
![]() |
GK Questions Bengali 2022 |
প্রিয় বন্ধুরা,
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 25টি গুরুত্বপূর্ণ GK Questions Bengali 2022 দেওয়া হল।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। 'বাংলা জিকে ডায়েরি'র এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু GK Questions Bengali 2022 শেয়ার করলাম।
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ GK Questions নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions Bengali 2022 প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions Bengali 2022 দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
আরো পড়ুন...
➜ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (All Part)
GK Questions Bengali 2022 Part 33
১। 'পিরিয়ডিক টেবিল' কে আবিষ্কার করেন?
➥ দিমিত্রি মেন্ডেলিফ।
২। দীপ্তি প্রবাহের একক কি?
➥ লুমেন।
৩। টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার?
➥ প্রথম শ্রেণি।
৪। 'সিস্টোলিথ' কোন গাছের পাতায় থাকে?
➥ বট গাছের।
৫। আলোর কোন ধর্মের জন্য আকাশ নীল লাগে?
➥ বিচ্ছুরণ।
৬। শব্দতরঙ্গ বহন করা কানের কোন অংশের কাজ?
➥ মধ্যকর্ণ।
৭। কোন পরমাণুর কেন্দ্রে নিউট্রন নেই?
➥ হাইড্রোজেন।
৮। হাঁসের গমন অঙ্গের নাম কি?
➥ লিপ্তপদ।
৯। অণুবীক্ষণ যন্ত্রে কোন লেন্স ব্যবহৃত হয়?
➥ উত্তল লেন্স।
১০। 'শিখ' শব্দের অর্থ কি?
➥ শিষ্য।
১১। সুফিদের দুটি সম্প্রদায়ের নাম কি?
➥ চিশতি ও সুরাবর্দী।
১২। 'জাতক' কি?
➥ বৌদ্ধ সাহিত্যের একটি বিশিষ্ট গ্রন্থ।
১৩। 'নিগম' কথার অর্থ কি?
➥ বণিক সঙ্ঘ।
১৪। 'তীর্থঙ্কর' শব্দের অর্থ কি?
➥ জৈনদের প্রধান ধর্মগুরু।
১৫। বৈদিক সভ্যতার স্রষ্টা কারা?
➥ আর্যরা।
১৬। বিনয় পিটকের বিষয়বস্তু কি?
➥ বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় কর্তব্য।
১৭। 'সাঁচি স্তুপ' ভারতের কোন রাজ্যে আছে?
➥ মধ্যপ্রদেশ।
১৮। স্কন্দগুপ্ত কোন উপাধি নেন?
➥ বিক্রমাদিত্য।
১৯। কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়?
➥ পাললিক শিলায়।
২০। গঙ্গার মধ্যগতি কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত?
➥ হরিদ্বার থেকে রাজমহল পাহাড়।
২১। কফি চাষের জন্য কি রকম মাটি দরকার?
➥ লাল দোঁয়াশ মাটি।
২২। কোন জেলাকে 'পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার' বলে?
➥ বর্ধমান।
২৩। ভারতের কোন শহর হ্রদের শহর নামে পরিচিত?
➥ হায়দ্রাবাদ।
২৪। মেঘালয় মালভূমি কোন মালভূমির বিচ্ছিন্ন অংশ?
➥ দাক্ষিণাত্য মালভূমি।
২৫। ভারতের কোন মহানগরকে 'সবুজ নগর' বলে?
➥ তামিলনাড়ুর চেন্নাই।
আরও পড়ুন...
◾ GK abut the States and Union territories Capitals of India
◾ ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলির তালিকা
◾ বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখার তালিকা
◾ ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ শিলালিপি গুলির তালিকা
Please do not enter any spam link in the comment box.