Ads Area

GK Questions Bengali 2022 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 | Part 34

GK Questions Bengali 2022 - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 | Part 34

GK Questions Bengali 2022
GK Questions Bengali 2022

প্রিয় বন্ধুরা,

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 এর এই পর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 27টি গুরুত্বপূর্ণ GK Questions Bengali 2022 দেওয়া হল।


জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। 'বাংলা জিকে ডায়েরি'র এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু GK Questions Bengali 2022 শেয়ার করলাম।


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ GK Questions নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions Bengali 2022 প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions Bengali 2022 দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।




GK Questions Bengali 2022 Part 34


১। প্রোটিন পরিপাকের শেষে কোন পদার্থের সৃষ্টি হয়?

➥ অ্যামাইনো অ্যাসিড।


২। কে প্রথম কেঁচোকে 'কৃষকের বন্ধু' বলেন?

➥ চার্লস রবার্ট ডারউইন।


৩। মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে?

➥ ডায়াস্টেজ উৎসেচক।


৪। ভিটামিন 'বি-১২'তে কোন ধাতু থাকে?

➥ কোবাল্ট।


৫। কোন গ্যাস 'লাফিং গ্যাস' নামে পরিচিত?

➥ নাইট্রাস অক্সাইড।


৬। মানব শরীরের কোন অঙ্গে রক্ত পরিশ্রুত হয়?

➥ বৃক্কে।


৭। কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়?

➥ রুপো।


৮। বিহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহৃত হয়?

➥ অক্সিন।


৯। মারাঠা জাতির 'দ্বিতীয় প্রতিষ্ঠাতা' কাকে বলে?

➥ প্রথম বাজিরাও।


১০। কলকাতার নাম কে আলিনগর রেখেছিলেন?

➥ সিরাজউদ্দৌলা।


১১। শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?

➥ শৈব।


১২। মীরজাফরের পর কে বাংলার সিংহাসনে বসেন?

➥ মীরকাশিম।


১৩। শিবাজীর স্বাধীন মারাঠা রাজ্যের রাজধানী কোথায় ছিল?

➥ রায়গড়।


১৪। কোন শিখ গুরু সরাসরি মুঘলদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন?

➥ গুরু গোবিন্দ সিং।


১৫। বঙ্গভঙ্গ কোন বছর কার্যকরী হয়?

➥ ১৯০৫ সালের ১৬ অক্টোবর।


১৬। বাঘা যতীন কোন যুদ্ধে মারা যান?

➥ বুড়িবালামের যুদ্ধে (১০ সেপ্টেম্বর, ১৯১৫)।


১৭। মহারাষ্ট্রের পুনেতে কৃষকদের অসন্তোষ নিয়ে 'দাক্ষিণাত্য হাঙ্গামা' কোন বছর শুরু হয়?

➥ ১৮৭৫ সালে।


১৮। কোন সন্ধির মাধ্যমে ইঙ্গ-আফগান সংঘর্ষের চরম নিস্পত্তি হয়?

➥ রাওয়ালপিন্ডি সন্ধি।


১৯। কোন দেশকে 'মৌসুমী বায়ুর দেশ' বলে?

➥ ভারত।


২০। পশ্চিমঘাট পর্বতের কোন অংশকে 'বৃষ্টিচ্ছায় অঞ্চল' বলে?

➥ পূর্বাংশ।


২১। কোন দেশে সব থেকে বেশি আফিম চাষ হয়?

➥ আফগানিস্তান।


২২। বিশ্বে সর্বোচ্চ কফি উৎপাদন করে কোন দেশ?

➥ ব্রাজিল।


২৩। ভারতে কোন মসলা সবথেকে দামি?

➥ জাফরান (কাশ্মীরে চাষ হয়)।


২৪। ভারতের কোন রাজ্য সব থেকে বেশি বক্সাইট উত্তোলন করে?

➥ ওড়িশা।


২৫। পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি?

➥ মারিয়ানা খাত।


২৬। চরণগঙ্গা নদী ভারতের কোন রাজ্যে আছে?

➥ মধ্যপ্রদেশ।


২৭। ভারতের দক্ষিণতম স্থল বিন্দুটির নাম কি?

➥ ইন্দিরা পয়েন্ট।



আরও পড়ুন...

GK Questions Bengali 2022 Part 33

GK Questions Bengali 2022 Part 32

GK Questions Bengali 2022 Part 31

GK Questions Bengali 2022 Part 30




Read More...

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা

ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা

ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট, প্রতিষ্ঠাকাল, জুরিসডিকশন ও প্রধান বিচারপতিদের নামের তালিকা

বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, কার্যালয়, বর্তমান পদাধিকারী ও ট্যাগলাইন তালিকা



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad